Samsung এর এই 22টি Galaxy স্মার্টফোনে আসছে Android 14 আপডেট, আপনার ফোন আছে কি তালিকায়

বিভিন্ন ম্যালওয়ার, ফিশিং বা হ্যাকিং সহ নানান সমস্যার সমাধানের জন্য ডিভাইস আপডেট করা ভীষণ প্রয়োজন। আর এই কারণেই নির্দিষ্ট সময় অন্তর স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলিও তাদের…

বিভিন্ন ম্যালওয়ার, ফিশিং বা হ্যাকিং সহ নানান সমস্যার সমাধানের জন্য ডিভাইস আপডেট করা ভীষণ প্রয়োজন। আর এই কারণেই নির্দিষ্ট সময় অন্তর স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলিও তাদের হ্যান্ডসেটগুলিতে লেটেস্ট আপডেট নিয়ে আসে। সম্প্রতি Samsung-ও প্রায় কুড়িটির বেশি গ্যালাক্সি স্মার্টফোনের একটি তালিকা প্রকাশ করেছে, যে ডিভাইসগুলি Android 14 আপডেট পাবে। যেখানে, Samsung Galaxy S20-এর মতো ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবং Galaxy A সিরিজের বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন সহ আরো একাধিক ডিভাইস তালিকাভুক্ত আছে।

যে সকল Samsung Galaxy স্মার্টফোনগুলি Android 14 আপডেট পাবে সেগুলি হলো

Samsung Galaxy S23 Series,
Samsung Galaxy S22 Series,
Samsung Galaxy S21 Series,
Samsung Galaxy S20 Series,
Samsung Galaxy Note 20 Series,
Samsung Galaxy Z Fold 5,
Samsung Galaxy Z Fold 4,
Samsung Galaxy Z Fold 3,
Samsung Galaxy Z Fold 2,
Samsung Galaxy Z Flip 5,
Samsung Galaxy Z Flip 4,
Samsung Galaxy Z Flip 3,
Samsung Galaxy Z Flip 5G,
Samsung Galaxy Z Flip,
Samsung Galaxy A54,
Samsung Galaxy A53,
Samsung Galaxy A34,
Samsung Galaxy A33,
Samsung Galaxy M54,
Samsung Galaxy M53,
Samsung Galaxy M34 এবং
Samsung Galaxy M33।

যদিও, Samsung এখনও অ্যান্ড্রয়েড ১৪ আপডেট রিলিজের জন্য কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, তবে আশা করা হচ্ছে ২০২৪ সালের প্রথম দিকে গ্যালাক্সি স্মার্টফোনগুলির জন্য এই আপডেট রোল আউট করা হতে পারে।

প্রসঙ্গত, অ্যান্ড্রয়েড ১৪ হল গুগলের মোবাইল অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সন। এতে একাধিক নতুন ফিচার পাওয়া যাবে। যেমন,

  • Material You 3.0 নামের নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজ।
  • উন্নত প্রাইভেসি এবং সিকিউরিটি ফিচার।
  • নতুন ব্যাটারি সেভিং ফিচার।
  • ডেভেলপারদের জন্য নতুন ফিচার।
  • উন্নত পারফরম্যান্স এবং ব্যাটারি লাইফ।
  • নতুন ক্যামেরা ফিচার।
  • নতুন Bixby ফিচার।
  • নতুন One UI ফিচার।