Android 16 নিয়ে কাজ শুরু গুগলের, বড় সারপ্রাইজের অপেক্ষায় স্মার্টফোন ব্যবহারকারীরা?

Android 15 আপডেট এখনও সমস্ত ফোনে এসে পৌঁছায়নি। গুটি কয়েক স্মার্টফোনে এই অপারেটিং সিস্টেম ভিত্তিক কাস্টম ওওসের সবে টেস্টিং শুরু হয়েছে। এরই মধ্যে Android 16…

Ankita Mondal 2 Oct 2024 6:16 AM IST

Android 15 আপডেট এখনও সমস্ত ফোনে এসে পৌঁছায়নি। গুটি কয়েক স্মার্টফোনে এই অপারেটিং সিস্টেম ভিত্তিক কাস্টম ওওসের সবে টেস্টিং শুরু হয়েছে। এরই মধ্যে Android 16 নিয়ে গুঞ্জন শুরু হল। এই গুঞ্জনের সূত্রপাত অ্যান্ড্রয়েড অথোরিটির এক রিপোর্টে থেকে। যেখানে তারা দাবি করেছে, আগামী বছরে আসতে চলা Android 16 এর কোডনেম রাখা হবে 'Baklava'।

এতদিন পর্যন্ত গুগলকে আমরা বিভিন্ন অ্যান্ড্রয়েড ভার্সনের কোডনেমের জন্য কোনো না কোনো জনপ্রিয় খাবার বা আইসক্রিমের নাম ব্যবহার করতে দেখেছি। যেমন অ্যান্ড্রয়েড ১.৫ এর কোডনেম ছিল 'Cupcake'। আবার 'Down Cake' কোডনেম সহ এসেছে অ্যান্ড্রয়েড ১৪। আর লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৫ এর কোডনেম হল 'Vanilla Ice Cream'।

কিন্তু রিপোর্টে বলা হয়েছে, আপকামিং Android 16 এর কোডনেম রাখা হবে 'Baklava,' যা মধ্যপ্রাচ্যের একটি ফ্ল্যাকি পেস্ট্রিকে বোঝায়। তবে এটি মোটেও জনপ্রিয় কোনো নাম নয়। কিন্তু গুগল হঠাৎ কেন পরিচিত ও জনপ্রিয় নাম ছেড়ে এমন একটি নাম ব্যবহার করতে চাইছে?

এর উত্তর আমাদের কাছে নেই। তবে হতে পারে গুগল বড় কোনো সারপ্রাইজ দিতে চাইছে Android 16 এর সাথে। যদিও পেস্ট্রি কোনোভাবেই গুগলের নাম চয়নের স্টাইল থেকে ভিন্ন নয়। তবে যেহেতু এটি ততটা জনপ্রিয় নয় এবং কয়েকটি অঞ্চলের মানুষের মধ্যে সীমাবদ্ধ, সেক্ষেত্রে গুগল কেন এমন‌ নাম বেছে‌ নিল তা সময়ই বলবে।

Show Full Article
Next Story