OnePlus-এর বাজিমাত, সেরা ফ্ল্যাগশিপ কিলারের তকমা পেল সংস্থার এই ফোন

প্রতি মাসের মতো, আনটুটু (AnTuTu) বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম গত মাসের, অর্থাৎ সেপ্টেম্বরের সেরা ১০টি সেরা-পারফর্মিং ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোনের তালিকা প্রকাশ করেছে। OnePlus Ace 3V, Realme GT…

Ananya Sarkar 2 Oct 2024 9:44 AM IST

প্রতি মাসের মতো, আনটুটু (AnTuTu) বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম গত মাসের, অর্থাৎ সেপ্টেম্বরের সেরা ১০টি সেরা-পারফর্মিং ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোনের তালিকা প্রকাশ করেছে। OnePlus Ace 3V, Realme GT Neo 6 SE এবং Redmi K70E ধারাবাহিকভাবে শীর্ষ তিনটি অবস্থান ধরে রেখে তালিকাটি গত কয়েক মাসে অনেকাংশে অপরিবর্তিত রয়েছে। আসুন তালিকায় থাকা দশটি সেরা ফ্ল্যাগশিপ কিলার হ্যান্ডসেটের নাম এবং আনটুটু স্কোর জেনে নেওয়া যাক।

সেপ্টেম্বর মাসে AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে টপ ১০ ফ্ল্যাগশিপ-কিলার স্মার্টফোন

OnePlus Ace 3V ( Qualcomm Snapdragon 7+ Gen 3 চিপসেট, ১২ জিবি র‍্যাম, ৫১২ জিবি স্টোরেজ): ১৪,২৩,৭৬২ পয়েন্ট

Realme GT Neo 6 SE (Snapdragon 7+ Gen 3, ১২ জিবি র‍্যাম, ২৫৬ জিবি স্টোরেজ): ১৩,৬৩,৯৩৩ পয়েন্ট

Redmi K70E (MediaTek Dimensity 8300-Ultra, ১২ জিবি র‍্যাম, ৫১২ জিবি স্টোরেজ): ১৩,৫৪,১২৮ পয়েন্ট

Realme GT Neo 5 SE (Snapdragon 7+ Gen 2, ১৬ জিবি র‍্যাম, ১ টিবি স্টোরেজ): ১১,৪৭,০৩১ পয়েন্ট

Redmi Note 12 Turbo (Snapdragon 7+ Gen 2, ১৬ জিবি র‍্যাম, ১ টিবি স্টোরেজ): ১১,২৯,৬৪০ পয়েন্ট

iQOO Z8 (MediaTek Dimensity 8200, ১২ জিবি র‍্যাম, ৫১২ জিবি স্টোরেজ): ৯,৬৮,২৯৯ পয়েন্ট

iQOO Neo 7 SE (Dimensity 8200, ১২ জিবি র‍্যাম, ২৫৬ জিবি স্টোরেজ): ৯,৫০,০২৪ পয়েন্ট

Redmi Note 12T Pro (Dimensity 8200, ১২ জিবি র‍্যাম, ২৫৬ জিবি স্টোরেজ): ৮,৭১,১৩২ পয়েন্ট

iQOO Z9 (Snapdragon 7 Gen 3, ১২ জিবি র‍্যাম, ২৫৬ জিবি স্টোরেজ): ৮,১৬,৮৪০ পয়েন্ট

Redmi Note 14 Pro+ (Snapdragon 7s Gen 3, ১৬ জিবি র‍্যাম, ৫১২ জিবি স্টোরেজ): ৭,৭৪,১২০ পয়েন্ট

তালিকায় একমাত্র নতুন সংযোজন হল সম্প্রতি লঞ্চ হওয়া Redmi Note 14 Pro+ দশম স্থানে। তবে আগের প্রজন্মের Redmi Note 12 Turbo এবং Note 12T Pro এটিকে ব্যাপকভাবে ছাড়িয়ে গেছে কারণ এগুলিতে Snapdragon 7+ Gen 2 এবং Dimensity 8200 এর মতো আরও বেশি শক্তিশালী প্রসেসর রয়েছে।

আসন্ন Redmi Turbo 4 স্মার্টফোনটি আনটুটু তালিকার শীর্ষস্থানের জন্য ভবিষ্যতের প্রতিযোগী হতে পারে, কারণ এটি Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসরের উত্তরসূরির সাথে আসবে বলে শোনা যাচ্ছে। তবে ডিভাইসটিকে ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোনের তালিকায় জায়গা করে নেওয়ার জন্য যথেষ্ট সাশ্রয়ী মূল্যের হতে হবে।

Show Full Article
Next Story