বিশ্বের সবচেয়ে শক্তিশালী অ্যান্ড্রয়েড ফোন কোনটি? স্যামসাং বা শাওমি নয় কিন্তু
Antutu 10 Best Performing Mobiles of October 2024 - আনটুটু বেঞ্চমার্ক সাইটে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর চালিত অক্টোবর মাসের র্যাঙ্কিংয়ে তাদের ফোনই সবার উপরে। ওয়ানপ্লাস ১৩ এই বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে ২,৯২৬,৬৪৪ পয়েন্ট পেয়েছে। যেখানে আইকো ১৩ এর স্কোর ২,৯০৬,৪৮৯।
গত মাসের শেষ সপ্তাহে বেশ কয়েকটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ হয়েছে। ফলে এদের মধ্যে কে কোন বিষয়ে সেরা তা নিয়ে জোর চর্চা চলছে। সম্প্রতি এসেছে ওয়ানপ্লাস ১৩ ফোনটি। আর সংস্থাটি দাবি করেছে যে, আনটুটু (AnTuTu) বেঞ্চমার্ক সাইটে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর চালিত অক্টোবর মাসের র্যাঙ্কিংয়ে তাদের ফোনই সবার উপরে। ওয়ানপ্লাস ১৩ এই বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে ২,৯২৬,৬৪৪ পয়েন্ট পেয়েছে। যেখানে আইকো ১৩ এর স্কোর ২,৯০৬,৪৮৯। উল্লেখ্য, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর চালিত ভিভো এক্স২০০ প্রো স্যাটেলাইট কমিউনিকেশন এডিশন এখানে ২,৮৪৩,৮১২ পয়েন্ট পেয়েছে।
অক্টোবর, ২০২৪-এর জন্য পারফরম্যান্সের ভিত্তিতে AnTuTu-এর সেরা দশটি স্মার্টফোনের তালিকা
২০২৪ সালের অক্টোবর মাসে পারফরম্যান্সের ভিত্তিতে আনটুটু বেঞ্চমার্ক সাইটের সেরা দশ স্মার্টফোন তালিকায় ওয়ানপ্লাস ১৩, আইকো ১৩ ও ভিভো এক্স২০০ প্রো স্যাটেলাইট কমিউনিকেশন এডিশন এর পর আছে ওপ্পো ফাইন্ড এক্স৮ প্রো ও ফাইন্ড এক্স৮। মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চালিত এই দুই ডিভাইস যথাক্রমে ২,৮৪২,৯২২ ও ২,৮১৪,৪৪৫ স্কোর করেছে। এছাড়া ভিভো এক্স২০০ ডিভাইসটি ২,৫৬৯,৯৬৫ পয়েন্ট সহ তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে।
আর তালিকার সপ্তম ও অষ্টম স্থানে যথাক্রমে শাওমি ১৫ ও ভিভো এক্স২০০ প্রো মিনি আছে। এই দুই স্মার্টফোনের স্কোর যথাক্রমে ২,৫৪৬,৩৩০ ও ২,৪৬৭,২৭০। আবার নবম স্থানে থাকা শাওমি ১৫ প্রো এর স্কোর ২,৪৬৭,২২২। আর স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চালিত আইকো নিও ৯এস প্রো প্লাস ২,০৯৭,৮৫৩ স্কোর সহ তালিকার দশম স্থানে রয়েছে।
AnTuTu অক্টোবর ফ্ল্যাগশিপ স্মার্টফোন র্যাঙ্কিং
১. OnePlus 13: আনটুটু স্কোর - ২,৯২৬,৬৪৪
২. iQOO 13: আনটুটু স্কোর - ২,৯০৬,৪৮৯
৩. Vivo X200 Pro: আনটুটু স্কোর - ২,৮৪৩,৮১২
৪. Oppo Find X8 Pro: আনটুটু স্কোর - ২,৮৪২,৯২২
৫. Oppo Find X8: আনটুটু স্কোর - ২,৮১৪,৪৪৫
৬. Vivo X200: আনটুটু স্কোর - ২,৫৬৯,৯৬৫
৭. Xiaomi 15: আনটুটু স্কোর - ২,৫৪৬,৩৩০
৮. Vivo X200 Pro Mini: আনটুটু স্কোর - ২,৪৬৭,২৭০
৯. Xiaomi 15 Pro: আনটুটু স্কোর - ২,৪৬৭,২২২
১০. iQOO Neo 9s Pro+: আনটুটু স্কোর - ২,০৯৭,৮৫৩
উল্লেখ্য, আনটুটু র্যাঙ্কিংগুলি বিভিন্ন দিকের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যার মধ্যে রয়েছে সিপিইউ, জিপিইউ, মেমরি এবং ইউএক্স কার্যক্ষমতা। আনটুটু স্কোর যত বেশি হবে, ডিভাইসের সামগ্রিক কর্মক্ষমতা তত ভালো। যদি কোনও ক্রেতা এই মুহূর্তে একটি হাই-পারফরম্যান্স স্মার্টফোনের খোঁজে থাকেন, তাহলে আনটুটু-এর অক্টোবর, ২০২৪ র্যাঙ্কিং-এর যেকোনো ডিভাইসই একটি উপযুক্ত বিকল্প হতে পারে।
Antutu 10 Best Performing Mobiles of October 2024 - আনটুটু বেঞ্চমার্ক সাইটে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর চালিত অক্টোবর মাসের র্যাঙ্কিংয়ে তাদের ফোনই সবার উপরে। ওয়ানপ্লাস ১৩ এই বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে ২,৯২৬,৬৪৪ পয়েন্ট পেয়েছে। যেখানে আইকো ১৩ এর স্কোর ২,৯০৬,৪৮৯।