Apple Planning to Buy Intel

চিপ সংস্থা ইন্টেল-কে কিনতে পারে অ্যাপল! কোটি টাকার ডিলে আগ্রহী স্যামসাংও

Apple Planning to Buy Intel - উক্ত ইউটিউব চ্যানেলে আরও দাবি করা হয়, অ্যাপল ছাড়াও ইন্টেলের সঙ্গে একত্রিত হওয়ার বা ফার্ম কেনার প্রস্তাব দিতে পারে স্যামসাংও।

Suvrodeep Chakraborty 2 Nov 2024 11:06 AM IST

বিশ্বের বৃহত্তম সেমি-কন্ডাক্টর চিপ প্রস্তুতকারী সংস্থা ইন্টেল কর্পোরেশন। এবার সেই সংস্থাকে কিনে নিতে পারে অ্যাপল, এমন খবর শোনা গিয়েছে সম্প্রতি। ‘মুরস ল ইস ডেড’ নামক টেক ইউটিউব চ্যানেলের উপস্থাপক টম এস চুক্তিটির সম্ভাবনা রয়েছে বলে মনে করেন। যদিও বিশেষজ্ঞদের মতে সবটাই জল্পনা। রিপোর্ট বলছে, অ্যাপলের পাশাপাশি এই ডিলে আগ্রহী স্যামসাংও।

প্রসঙ্গত, ২০১৯ সালে ইন্টেল কর্পোরেশনের (Intel Corporation) মডেম ডিভিশন সম্পূর্ণ ভাবে অধিগ্রহণ করে অ্যাপল (Apple)। কিন্তু সেটি ছিল সংস্থার একটি বিভাগ। আর এবার গোটা ফার্ম কিনে নেওয়া জন্য ঝুঁকতে পারে মার্কিন সংস্থাটি। ১৯৬৮ সালে যাত্রা শুরু করে ইন্টেল। সদর দফতর রয়েছে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা শহরে।

উক্ত ইউটিউব চ্যানেলে আরও দাবি করা হয়, অ্যাপল ছাড়াও ইন্টেলের সঙ্গে একত্রিত হওয়ার বা ফার্ম কেনার প্রস্তাব দিতে পারে স্যামসাংও। উল্লেখ্য, পার্সোনাল কম্পিউটার বাজারে ৭৮.৯ শতাংশ দখল রয়েছে ইন্টেল কর্পোরেশনের। ২১ শতাংশের সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছে এএমডি।

ইন্টেল-কে কেন কিনতে চায় অ্যাপল?

পার্সোনাল কম্পিউটার বাজারে একসময় শক্তিশালী আধিপত্য থাকলেও সাম্প্রতিক সময়টা ভালো কাটছেনা ইন্টেল কর্পোরেশনের। বাজারে কমেছে শেয়ার, থমকে গিয়েছে উৎপাদন। যার ফলে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে ইন্টেলকে। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন প্রসেসর তৈরি করার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও পুরনো গৌরব ফিরে পেতে লড়াই করতে হচ্ছে সংস্থাটিকে। বর্তমানে ইন্টেলের দুই সবথেকে বড় প্রতিদ্বন্দ্বি এনভিডিয়া এবং এএমডি।

অন্যদিকে, অ্যাপলও নিজস্ব প্রসেসর তৈরি করতে শুরু করেছে। যার ফলে ব্যবসায় ব্যাপক প্রভাব পড়েছে ইন্টেলের। অ্যাপলের বানানো চিপ প্রযুক্তির মাপকাঠিতে অনেকসময় ইন্টেলকে হার মানাচ্ছে। তাই বিশেষজ্ঞরা মনে করছেন, ইন্টেলকে যদি অ্যাপল কিনে নেয় তাহলে স্বাধীন ভাবে কোনও বাঁধা ছাড়াই পার্সোনাল কম্পিউটারে বাজারে আধিপত্য বিস্তার করতে পারবে অ্যাপল।

যদিও সবটাই এখন জল্পনার মধ্যে রয়েছে। অ্যাপল বা ইন্টেল কর্পোরেশনের তরফ থেকে এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি।

Show Full Article
Next Story