Apple Store in India

আইফোন থেকে রেকর্ড আয়, খুশি হয়ে দেশে আরও স্টোর খুলছে অ্যাপল, লিস্টে কলকাতা?

Apple Store in India - দেশের মূল ৪ শহরের এই স্টোরগুলি খোলা হবে। দৌড়ে রয়েছে মুম্বই, পুনে, বেঙ্গালুরু এবং দিল্লি-এনসিআর। ৪০০ কর্মীর ধারণ ক্ষমতা থাকবে স্টোরগুলিতে।

Ankita Mondal 1 Nov 2024 7:13 PM IST

ভারতেই আস্থা টিম কুক তথা অ্যাপলের। দীপাবলির আবহের মধ্যেই বড় ঘোষণা করলেন কোম্পানির সিইও। দেশে আরও চারটি অ্যাপল স্টোর খুলতে চায় তারা। ইতিমধ্যে দুটি দোকান খুলে ফেলেছে অ্যাপল। সাম্প্রতিক সময়ে দেশের বাজারে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে আইফোনের বিক্রি। সেই ধারা বজায় রাখতে নতুন স্টোর খোলার সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট।

২০২৪ সালের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করার সময় এ কথা জানান ৬৪ বছর বয়সী এই সিইও। তিনি বলেন, “ভারতে আরও চার অ্যাপল স্টোর খোলার জন্য অপেক্ষায় রয়েছি আমরা।” তাঁর এই ঘোষণায় স্বাভাবিক উচ্ছ্বসিত আইফোনপ্রেমীরা। এই মুহূর্তে মুম্বই ও দিল্লিতে অ্যাপল স্টোর রয়েছে কোম্পানির।

নতুন অ্যাপল স্টোর কোন কোন শহরে খুলবে?

সূত্রের দাবি, দেশের মূল ৪ শহরের এই স্টোরগুলি খোলা হবে। দৌড়ে রয়েছে মুম্বই, পুনে, বেঙ্গালুরু এবং দিল্লি-এনসিআর। ৪০০ কর্মীর ধারণ ক্ষমতা থাকবে স্টোরগুলিতে। অ্যাপলের ভবিষ্যৎ পরিকল্পনায় ভারত যে বড় অবদান রাখতে চলেছে তার একটি বড় ইঙ্গিত এই ঘোষণা।

রিপোর্ট বলছে, মুম্বই ও দিল্লির অ্যাপল স্টোর থেকে প্রত্যাশিত আয় করতে পেরেছে কোম্পানি। প্রথম বছরেই কোম্পানির ঘরে ৮০০ কোটি টাকা এনে দিয়েছে এই দুই স্টোর। বেড়েছে সার্বিক আয়। যার পিছনে অনেকটাই অবদান ভারতের। ৪৩.৮ বিলিয়ন ডলার থেকে মুনাফা বেড়ে হয়েছে ৪৬.২ বিলিয়ন ডলার।

২০২৪ সালে ভারতে ১৪ বিলিয়ন ডলার মূল্যের আইফোন অ্যাসেম্বেল করেছে অ্যাপল। যা প্রমাণ করে এশিয়ার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যানুফ্যাকচারিং হাব ভারত। দক্ষিণ এশিয়া এবং ভারতে ডবল ডিজিটে আয় বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার লুকা মায়েস্ত্রি।

আইফোন ছাড়াও বৃদ্ধি পেয়েছে আইপ্যাডের বিক্রি। ৭ বিলিয়ন ডলার মুনাফার সঙ্গে বছরে ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে আইপ্যাডের ব্যবসা। এখানেই শেষ নয়। সেপ্টেম্বর কোম্পানির ইতিহাসে সবথেকে বেশি আয় হয়েছে বলে দাবি করা হয়েছে একাধিক টেক রিপোর্টে।

৬ শতাংশ বার্ষিক বৃদ্ধির সঙ্গে অ্যাপেলের ব্যবসার অঙ্ক পৌঁছেছে ৯৪.৯ বিলিয়ন ডলারে। যা কোম্পানির ইতিহাসে এক মাসে সবথেকে বেশি আয়। আর এই বৃদ্ধির পিছনে যে বড় ভূমিকা রয়েছে মেড-ইন-ইন্ডিয়া আইফোনের, তা কার্যত স্বীকার করে নিয়েছে এই মার্কিন সংস্থা।

Show Full Article
Next Story