iPhone এর ক্যামেরার পাগল গোটা দুনিয়া, কারণ ফাঁস করে দিল টিম কুক

এই মুহূর্তে বিশ্ববাজারে উপলব্ধ সেরা ক্যামেরা ফোনগুলির মধ্যে অন্যতম হল Apple-এর iPhone। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে স্মার্টফোন দুনিয়ায় রীতিমতো রাজত্ব করে চলেছে বিভিন্ন…

এই মুহূর্তে বিশ্ববাজারে উপলব্ধ সেরা ক্যামেরা ফোনগুলির মধ্যে অন্যতম হল Apple-এর iPhone। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে স্মার্টফোন দুনিয়ায় রীতিমতো রাজত্ব করে চলেছে বিভিন্ন iPhone মডেল। সুপারফাস্ট পারফরম্যান্সের পাশাপাশি দুর্দান্ত ক্যামেরার জন্য মার্কিনি টেক সংস্থাটির স্মার্টফোনগুলি বিশ্বব্যাপী সমাদৃত। কোনো ভালো ছবি দেখলে প্রথমেই অধিকাংশ মানুষেরই মনে হয় যে, ছবিটি নিশ্চয়ই iPhone-এ তোলা। সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে সকলের মনেই প্রশ্ন আসে যে, iPhone-এর এই ধামাকাদার ক্যামেরার পিছনে ঠিক রহস্যটা কী? সেক্ষেত্রে এতদিন পর্যন্ত দুর্দান্ত ক্যামেরা সম্পর্কিত গুপ্ত তথ্য একপ্রকার গোপন রেখেছিল মার্কিনি টেক সংস্থাটি। তবে এবার iPhone-এর চমকপ্রদ ক্যামেরার সিক্রেট জনসমক্ষে ফাঁস করে দিলেন খোদ কোম্পানির সিইও টিম কুক (Tim Cook)। ফোনের ক্যামেরার বিশ্বব্যাপী জনপ্রিয়তার জন্য জাপানি প্রযুক্তিকে দায়ী করেছেন তিনি।

Sony-র ক্যামেরা সেন্সর ব্যবহৃত হয় iPhone-এ, জানালেন টিম কুক

সম্প্রতি এক টুইটে অ্যাপলের সিইও জানিয়েছেন যে, আইফোনের জন্য বিশ্বের সেরা ক্যামেরা সেন্সর তৈরি করতে সংস্থাটি এক দশকেরও বেশি সময় ধরে সোনি (Sony)-র সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে। সেইসাথে দীর্ঘদিন ধরে ব্যাপকভাবে সহায়তা করার জন্য সোনির সিইও কেনিচিরো ইয়োশিদা (Kenichiro Yoshida)-র পাশাপাশি সংস্থার সকল কর্মীদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন টিম কুক। অর্থাৎ এতদিনে গোটা বিশ্ববাসী জানতে পারলো যে, আইফোনে সোনির ক্যামেরা সেন্সর ব্যবহৃত হয়।

উল্লেখ্য যে, অ্যাপলের সিইও সম্প্রতি জাপান সফরে গিয়েছিলেন। সেখানে সোনির দফতরে গিয়ে কোম্পানির সকল এক্সিকিউটিভদের সঙ্গে দেখা করেন তিনি, এবং তার একটি ছবিও কুক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করেছেন। এছাড়াও, তিনি বেশ কয়েকটি স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন, যেখানে অ্যাপলের এডুকেশন টুল ব্যবহার করা হচ্ছে। তদুপরি, জাপানে অ্যাপলের সকল ডেভেলপার এবং লোকাল টিমের সঙ্গে সাক্ষাৎ করে যাবতীয় ব্যবসায়িক কার্যকলাপ সরেজমিনে প্রত্যক্ষ করেন টিম কুক। তিনি জানিয়েছেন যে, অদূর ভবিষ্যতে সোনির সঙ্গে গাঁটছড়া ভাঙার কোনো ইচ্ছা নেই সংস্থার। অর্থাৎ, আগামী কয়েক বছরও যে সব আইফোনে সোনির ক্যামেরা সেন্সরের দেখা মিলবে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।

এতদিন একাধিক মিডিয়া রিপোর্টে খবরটি প্রকাশিত হলেও কোনোদিনই তার সত্যতা স্বীকার করেনি Apple

প্রসঙ্গত জানিয়ে রাখি, ২০০৭ সালে সর্বপ্রথম বাজারে এসেছিল iPhone। শুরু থেকেই কখনোই ফোনের হার্ডওয়্যার স্পেসিফিকেশন বিশদে প্রকাশ্যে আনেনি মার্কিনি টেক জায়েন্টটি। তাছাড়া, কোন iPhone মডেলে কোন কোম্পানির যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে, সে সম্পর্কে কোনোকিছুই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা থাকে না। ফলে এই প্রথম গোটা বিশ্বের iPhone প্রেমীরা জানতে পারলেন যে, বিগত এক দশক ধরে iPhone-এ ব্যবহৃত হচ্ছে Sony-র ক্যামেরা সেন্সর। উল্লেখ্য, কোম্পানির তরফ থেকে এতদিন আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও একাধিক মিডিয়া রিপোর্টে ইতিমধ্যেই খবরটি প্রকাশিত হয়েছিল। কিন্তু এই খবরের সত্যতা কোনোদিনই স্বীকার করেনি Apple। তবে এবার খোদ সংস্থার সিইওর বিবৃতিতে যাবতীয় জল্পনাকল্পনার অবসান হল।