iPhone 16 লঞ্চ হতেই বিক্রি বন্ধ iPhone 15 Pro ও iPhone 13 সহ তিন আইফোন মডেলের
গতকাল ভারত সহ বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে Apple iPhone 16 Series। তবে এর সাথে সাথে Apple তিনটি পুরানো আইফোন মডেলের বিক্রি...গতকাল ভারত সহ বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে Apple iPhone 16 Series। তবে এর সাথে সাথে Apple তিনটি পুরানো আইফোন মডেলের বিক্রি বন্ধ করতে চলেছে বন্ধ। অ্যাপল ইটস গ্লোটাইম ইভেন্ট 2024 চলাকালীন এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। জানিয়ে রাখি, নতুন iPhone 16 সিরিজের ভারতে দাম শুরু হয়েছে 79,900 টাকা থেকে এবং আইফোনের ইতিহাসে প্রথমবার এই সিরিজের চারটি মডেলে অ্যাপল ইন্টেলিজেন্স (এআই) ফিচার পাওয়া যাবে
iPhone 16 লঞ্চ হতেই বিক্রি বন্ধ হল iPhone 15 Pro, iPhone 15 Pro Max ও iPhone 13 মডেলের
iPhone 16 সিরিজ লঞ্চের পর পরই Apple পুরানো iPhone 15 Pro, iPhone 15 Pro Max এবং iPhone 13 এর বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই তিনটি মডেল আর কোম্পানির অফিসিয়াল স্টোর থেকে বিক্রি হবে না, তবে ই-কমার্স ওয়েবসাইট এবং রিটেল স্টোরগুলিতে স্টক শেষ না হওয়া পর্যন্ত পাওয়া যাবে।
উল্লেখ্য, গত বছরও Apple, iPhone 15 সিরিজ লঞ্চের পরে iPhone 14 Pro, iPhone 14 Pro Max এবং iPhone 13 Plus এর বিক্রি বন্ধ করে দিয়েছিল।
আরও পড়ুন : iPhone 16 Series Price in India: ভারতে আইফোন 16, 16 প্লাস, 16 প্লাস প্রো ও প্রো ম্যাক্স এর দাম কত
একই ভাবে আইফোন 14 লঞ্চ হওয়ার সাথে সাথে আইফোন 13 প্রো এবং মিনি মডেলের বিক্রি বন্ধ করা হয়েছিল এবং কেবল বেস মডেলটি অফিসিয়াল সাইটে কেনার জন্য উপলব্ধ ছিল
জানিয়ে রাখি, নতুন আইফোন 16 সিরিজে চারটি মডেল রয়েছে - আইফোন 16, আইফোন 16 প্লাস, আইফোন 16 প্রো এবং আইফোন 16 প্রো ম্যাক্স। বেস মডেলের দাম শুরু হয়েছে 79,900 টাকা থেকে এবং টপ মডেল, আইফোন 16 প্রো ম্যাক্স এর দাম 1,84,900 টাকা পর্যন্ত রাখা হয়েছে।
নতুন এই সিরিজে উল্লেখযোগ্য ক্যামেরা আপগ্রেডের পাশাপাশি এআই ফিচার যোগ করা হয়েছে। আবার আইফোন 16 সিরিজের সমস্ত মডেল ডেডিকেটেড ক্যাপচার বাটন দেওয়া হয়েছে এবং আইফোন 16 এবং আইফোন 16 প্লাস এর ডিজাইন আপডেট করা হয়েছে।
iPhone 16 লঞ্চ হতেই দাম কমলো iPhone 15, iPhone 14 সহ অনেক মডেলের
এদিকে নতুন iPhone 16 সিরিজ লঞ্চের পর Apple তাদের পুরনো কিছু মডেলের দাম কমিয়েছে। iPhone 15 এবং iPhone 14 মডেলের দাম 10,000 টাকা পর্যন্ত কমানো হয়েছে। iPhone 15 বর্তমানে 69,900 টাকায় বিক্রি হচ্ছে। আবার iPhone 15 Plus এর দাম 10,000 টাকা কমানোর কারণে 79,900 টাকায় পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন : Infinix XPad ট্যাবলেট 13 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে, ডিসপ্লে ও সাউন্ডে বড় চমক
এছাড়াও, iPhone 14 মডেলটি 10,000 টাকা সস্তায় 59,900 টাকায় কেনার জন্য উপলব্ধ। একইভাবে, iPhone 14 Plus এর দাম 10,000 টাকা কমেছে এবং বর্তমানে এটি 69,900 টাকায় পাওয়া যাচ্ছে।