15 অক্টোবর থেকে শুরু Apple এর পুজো সেল, iPhone, iMac, AirPods কেনা যাবে অনেক সস্তায়
আর দু-তিন দিন পরেই পশ্চিমবঙ্গসহ গোটা দেশে পুজোর মরসুম শুরু। এই কারণে বিগত কয়েক দিন ধরে বিভিন্ন প্ল্যাটফর্ম এবং কোম্পানি...আর দু-তিন দিন পরেই পশ্চিমবঙ্গসহ গোটা দেশে পুজোর মরসুম শুরু। এই কারণে বিগত কয়েক দিন ধরে বিভিন্ন প্ল্যাটফর্ম এবং কোম্পানি ফেস্টিভ সেল তথা স্পেশাল অফার দিচ্ছে। এমতাবস্থায় বিশ্বখ্যাত টেক কোম্পানি Apple-ও আগামী ১৫ই অক্টোবর থেকে বিশেষ বিক্রয়পর্ব শুরু করতে চলেছে। প্রিমিয়াম ডিভাইস নির্মাতা সংস্থাটির ঘোষণা অনুযায়ী, পরের সপ্তাহ থেকে Apple Festival Season Sale লাইভ হবে যেখানে iPhone, iPad-এর পাশাপাশি AirPods, Apple Pencil-এর মতো দামী ডিভাইস দুর্দান্ত ছাড়ে কেনা যাবে। অর্থাৎ, এবার বহুমূল্য আধ খাওয়া আপেলের লোগোযুক্ত ডিভাইস সস্তায় হাতে পাওয়ার দারুণ সুযোগ আসতে চলেছে। তো আসুন, Apple Festival Season Sale-এর কিছু হাইলাইট এক নজরে দেখে নিই…
Apple offer: পুজোর মুখে iPhone কিনলে পাবেন দারুণ ছাড়
অ্যাপল ফেস্টিভ সিজন সেলে আইফোন কেনার ক্ষেত্রে আশ্চর্যজনক অফার থাকবে। এক্ষেত্রে পুরোনো ফোন এক্সচেঞ্জ করে দারুণ সাশ্রয় করা যাবে – যেমন, বিদ্যমান আইফোনের বিনিময়ে পাবেন ৬৭,৮০০ টাকা পর্যন্ত অফার, অন্যদিকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও ৩৭,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেবে কোম্পানি (শর্তাবলী প্রযোজ্য)।
এছাড়াও কোম্পানিটি ঘোষণা করেছে যে, তারা উৎসবের মরসুমে তাদের কাস্টমাইজড্ ম্যাক (Mac), এয়ারপডস (AirPods), অ্যাপল পেন্সিল এবং আইপ্যাডের মতো প্রিমিয়াম অ্যাপল প্রোডাক্টগুলি এতটাই ছাড়ে উপলব্ধ করবে যে, কম দামে এইসব ডিভাইস কেনার স্বপ্ন তো পূরণ হবেই পাশাপাশি প্রিয়জনকে এগুলি উপহারও দেওয়া যাবে।
ইতিমধ্যেই লাইভ অফার
গত ৮ তারিখ থেকে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল (Amazon Great Indian Festival) এবং ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ (Flipkart Big Billion Days) সেল লাইভ হয়েছে, যেখানে আইফোনসহ অন্যান্য অ্যাপল প্রোডাক্ট ছাড়ে কেনার জন্য উপলব্ধ। উদাহরণস্বরূপ, আপনি যদি দীর্ঘসময় ধরে iPhone 14 কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এটি এখন ফ্লিপকার্টে ৫৬,৯৯৯ টাকায় পেয়ে যাবেন। একইভাবে অ্যামাজনে iPhone 13 পাওয়া যাবে ৪৯,৪৯৯ টাকায়। এক্ষেত্রে ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশ ব্যাঙ্ক অফার এবং অন্যান্য সুবিধাও কাজে লাগানো যাবে। অতএব এইসব অফার একদম মিস করবেন না!