পুরানো iPhone কেনার আগে সতর্ক হোন, ব্যাটারি বদলাতে হলে পকেট ফাঁকা হয়ে যাবে

আপনি যদি কোনো পুরোনো iPhone ব্যবহারকারী হন এবং আপনার ফোনের ব্যাটারি যদি নষ্ট হয়ে যায়, তাহলে আগামী দিনে সেটিকে বদলানোর...
techgup 3 March 2023 3:54 PM IST

আপনি যদি কোনো পুরোনো iPhone ব্যবহারকারী হন এবং আপনার ফোনের ব্যাটারি যদি নষ্ট হয়ে যায়, তাহলে আগামী দিনে সেটিকে বদলানোর জন্য আপনাকে আরও বেশি টাকা খরচ করতে হবে। আসলে, গত ১ মার্চ থেকে পুরোনো iPhone-এর ব্যাটারি রিপ্লেসমেন্টের খরচ বাড়িয়েছে বিশ্বখ্যাত টেক জায়েন্ট Apple। এর সুবাদে iPhone 13 বা তার আগের মডেলের ব্যাটারি প্রতিস্থাপনের খরচ পূর্বের তুলনায় ২০ ডলার (প্রায় ১,৬৫০ টাকা) বেড়েছে। অর্থাৎ, আগামী দিনে iPhone 13, iPhone 12, iPhone 11 এবং iPhone X লাইনআপের সব ফোনের ব্যাটারি বদলাতে হলে ইউজারদেরকে ৮৯ ডলার (প্রায় ৭,৩০০ টাকা) ব্যয় করতে হবে। উল্লেখ্য যে, এতদিন পর্যন্ত এই কাজের জন্য ব্যবহারকারীদেরকে ৬৯ ডলার (প্রায় ৫,৭০০ টাকা) খসাতে হতো। স্বভাবতই, iPhone ইউজারদের জন্য খবরটি যে নিতান্তই বেদনাদায়ক, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।

এবার ব্যাটারি রিপ্লেসমেন্ট করতে হলে পুরোনো iPhone ব্যবহারকারীদের পকেটে বেশ ভালোরকম চাপ পড়বে

আপনাদেরকে জানিয়ে রাখি, অ্যাপল চলতি বছরের শুরুতেই ব্যাটারি প্রতিস্থাপনের খরচ বাড়ানোর কথা ঘোষণা করেছিল, যা সাম্প্রতিককালে কার্যকর হয়েছে। অ্যাপলের সাপোর্ট পেজ অনুযায়ী, আইফোন ১৩, আইফোন ১২, আইফোন ১১ এবং আইফোন এক্স লাইনআপের ওয়ারেন্টি বহির্ভূত সব মডেলের ব্যাটারি প্রতিস্থাপন করতে হলে এবার থেকে ব্যবহারকারীদের ৮৯ ডলার (প্রায় ৭,৩০০ টাকা) খরচ করতে হবে। উল্লেখ্য যে, আগে এসব হ্যান্ডসেটের ব্যাটারি বদলাতে ৬৯ ডলার (প্রায় ৫,৭০০ টাকা) চার্জ করতো সংস্থাটি। একইভাবে, আইফোন এসই (iPhone SE), আইফোন ৮ (iPhone 8) এবং অন্যান্য পুরোনো আইফোন মডেলগুলির জন্য ব্যাটারি পরিবর্তনের খরচ এখন ৪৯ ডলার (প্রায় ৪,০০০ টাকা) থেকে বেড়ে ৬৯ ডলার (প্রায় ৫,৭০০ টাকা) হয়েছে।

পুরোনো যে-কোনো iPhone-এর ব্যাটারি প্রতিস্থাপন করতে পারবেন ইউজাররা

এক্ষেত্রে বলে রাখি, ২০১২ সালে লঞ্চ হওয়া আইফোন ৫ (iPhone 5) থেকে শুরু করে গত বছরের সেপ্টেম্বরে বাজারে আসা আইফোন ১৪ (iPhone 14) পর্যন্ত সমস্ত সিরিজের ফোনের ব্যাটারি রিপ্লেসমেন্টের সুযোগ ইউজারদেরকে দিয়েছে অ্যাপল। তবে এই চরম মূল্যবৃদ্ধির যুগে ব্যাটারি প্রতিস্থাপনের খরচ বাড়িয়ে গ্রাহকদেরকে হালফিলে খানিকটা মুশকিলে ফেললো মার্কিনি টেক কোম্পানিটি। একে তো বেশ মোটা টাকা খরচা করে আইফোন কিনতে হয়, তার ওপর এবার ব্যাটারি বদলাতে হলেও যদি পকেটের ওপর বেশ ভালোরকম চাপ পড়ে, তাহলে নিশ্চিতভাবে ব্যবহারকারীরা যে খুবই মুশকিলে পড়বেন, সেকথা বলাই বাহুল্য। প্রসঙ্গত জানিয়ে রাখি, লেটেস্ট আইফোন ১৪ সিরিজের ব্যাটারি প্রতিস্থাপনের খরচ ৯৯ ডলার (প্রায় ৮,০০০ টাকা)।

AppleCare+ গ্রাহকরা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ব্যাটারি প্রতিস্থাপন করতে পারবেন

তবে কার্পেটিনো ভিত্তিক টেক কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, অ্যাপলকেয়ার+ (AppleCare+) গ্রাহকরা তাদের আইফোনের ব্যাটারি কোনো অতিরিক্ত খরচ ছাড়াই প্রতিস্থাপন করতে পারবেন। সংস্থার ঘোষণা অনুযায়ী, ফোনের ব্যাটারি যদি তার মূল ধারণক্ষমতার (ক্যাপাসিটি) ৮০ শতাংশের কম হয়, তাহলে অ্যাপলকেয়ার+ -এর সদস্যরা বিনামূল্যে তাদের আইফোনের ব্যাটারি পরিবর্তন করতে সক্ষম হবেন।

Show Full Article
Next Story