সুখবর, আইওএস ১৮.১ আপডেটের সাথে এই আইফোন মডেলগুলিতে এল অ্যাপল ইন্টেলিজেন্স এআই ফিচার
Apple iOS 18.1 Update - এখন সংস্থাটি আইফোন ১৬ সিরিজের ফোনগুলি পাশাপাশি আরও কয়েকটি আইফোন মডেলে অ্যাপল ইন্টেলিজেন্স (Apple Intelligence) ফিচার ব্যবহার করার সুযোগ দিচ্ছে।
অ্যাপল গত সেপ্টেম্বরে আইফোন ১৬ লঞ্চ করেছে। এই সিরিজের ফোনগুলি প্রথমবার অ্যাপল ইন্টেলিজেন্স (এআই) ফিচার সহ এসেছে। যদিও এতদিন অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার রোল আউট করা হয়নি। তবে এখন সংস্থাটি আইফোন ১৬ সিরিজের ফোনগুলি পাশাপাশি আরও কয়েকটি আইফোন মডেলে অ্যাপল ইন্টেলিজেন্স (Apple Intelligence) ফিচার ব্যবহার করার সুযোগ দিচ্ছে। আইওএস ১৮.১ (iOS 18.1) স্টেবল আপডেটের সাথে এই ফিচার পাওয়া যাবে। উল্লেখ্য, গুগল এবং স্যামসাংয়ের মতো সংস্থাগুলি ইতিমধ্যেই তাদের ডিভাইসগুলিতে এআই ফিচার অন্তর্ভুক্ত করেছে।
আইফোন ১৬ সিরিজের লঞ্চ ইভেন্টে অ্যাপল জানিয়েছিল যে তারা শীঘ্রই ব্যবহারকারীদের এআই ফিচার ব্যবহারের স্বাদ দিতে চায়। তবে এই সুবিধা কেবল নির্বাচিত কিছু মডেলের সাথেই পাওয়া যাবে এবং পুরোনো মডেলগুলি অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারের আপডেট পাবে না। অ্যাপল আরও জানিয়েছে যে, তাদের অ্যাপল ইন্টেলিজেন্স-ভিত্তিক ফিচার পুরোপুরি অন-ডিভাইসে কাজ করবে, যার অর্থ ক্লাউডে ডেটা প্রসেসিং হবে না।
এই ডিভাইসগুলিতে আইওএস ১৮.১ আপডেট সহ অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার পাওয়া যাবে
যদিও আইওএস ১৮.১ আপডেটটি আইফোন এসই (২য় জেনারেশন) সহ সমস্ত আইফোন মডেলের জন্য উপলব্ধ। তবে নির্বাচিত কয়েকটি ডিভাইসে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার সাপোর্ট করবে। এই মডেলগুলি হল -
- আইফোন ১৬
- আইফোন ১৬ প্লাস
- আইফোন ১৬ প্রো
- আইফোন ১৬ প্রো ম্যাক্স
- আইফোন ১৫ প্রো
- আইফোন ১৫ প্রো ম্যাক্স
আইওএস ১৮.১ আপডেটের ফিচার
সবচেয়ে বড় পরিবর্তন আনা হয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিস্টেম সিরি-তে। এখন এটি কমান্ড আগের চেয়ে ভালোভাবে বুঝতে পারবে এবং আগের প্রশ্নের প্রেক্ষাপটে উত্তর দিতে সক্ষম হবে। এছাড়া ফটোজ অ্যাপে অনেক এআই ফিচার দেওয়া হয়েছে এবং সেগুলো ইমেজ এডিটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। রাইটিং টুল ও মেইল অ্যাপেও অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার উপস্থিত।
Apple iOS 18.1 Update - এখন সংস্থাটি আইফোন ১৬ সিরিজের ফোনগুলি পাশাপাশি আরও কয়েকটি আইফোন মডেলে অ্যাপল ইন্টেলিজেন্স (Apple Intelligence) ফিচার ব্যবহার করার সুযোগ দিচ্ছে।