iPhone 16 সহ এই সব ফোনে এল iOS 18.2 আপডেট, পাওয়া যাবে একগুচ্ছ AI ফিচার

আনুষ্ঠানিক ভাবে নতুন iOS 18.2 সফটওয়্যার ভার্সন আপডেটের রোল আউট শুরু করল অ্যাপল। এটি আইফোন ১৬ সিরিজ ছাড়াও, আর কোন কোন ডিভাইসে পাওয়া যাবে জেনে নিন।

Suvrodeep Chakraborty 12 Dec 2024 1:32 PM IST

নতুন সফটওয়্যার ভার্সন iOS 18.2 রিলিজ করল অ্যাপল। আইফোন, আইপ্যাড এবং ম্যাকে এটি পাওয়া যাবে। এই ভার্সনে বেশিরভাগ ফিচার এআই চালিত। উন্নত মানের ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে এই সফটওয়্যারে। নতুন ভার্সনেথ আপডেট আইফোন ১৬ সিরিজ এবং অন্যান্য যোগ্য স্মার্টফোনগুলিতে রোল আউট করা হচ্ছে।

কোম্পানির কাছে এই সফটওয়্যার আপডেট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ ব্রিটেন, কানাডা, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ইউজারদের জন্য এআই ফিচারগুলি লঞ্চ করতে শুরু করেছে অ্যাপল। আর আমেরিকার ইংরেজি ভার্সনে সুইচ করতে হবে ইউজারদের। তবে কোম্পানির নিজস্ব এআই টুল Apple Intelligence বর্তমানে শুধুমাত্র আইফোন ১৫ প্রো, প্রো ম্যাক্সএবং আইফোন ১৬ সিরিজে উপলব্ধ।

এই আপডেটে যে ফিচারগুলি আনা হয়েছে তার মধ্যে অন্যতম, আপডেটেড ফাইন্ড মাই অ্যাপ। এবার বিশ্বস্ত মানুষদের সঙ্গে AirTag লোকেশনগুলি শেয়ার করা যাবে। এছাড়া ফটোস অ্যাপ নতুন করে সাজানো হয়েছে, যেখানে ফুলস্ক্রিন ভিডিয়ো প্লেব্যাক করা যাবে।

এআই ফিচারগুলির মধ্যে একটি হল ইমেজ প্লেগ্রাউন্ড। এটি ইউজারদের থিম, আনুষাঙ্গিক, এমনকী পরিবার এবং বন্ধুদের ছবি ব্যবহার করে কাস্টমাইজ করতে সাহায্য করবে। আরও একটি ফিচার হল, “Describe Your Change” অপশন। এই টুলটি ইউজারদের তাদের লেখার টোন বা শব্দ সমন্বয় করতে সাহায্য করবে।

নতুন আপডেটে একত্রিত করা হয়েছে ChatGPT এবং SIRI। এখন নির্দিষ্ট কাজের জন্য চ্যাটজিপিটি ব্যবহার করার পরামর্শ দিতে পারে সিরি। যেমন কোনও বিষয়বস্তু সম্পর্কে জানা বা ছবি তৈরি করা। পাশাপাশি Genmoji নামক একটি নতুন ফিচারও এনেছে অ্যাপল। যেখানে টেক্সট ডেসক্রিপশনের উপর ভিত্তি করে ইমোজি কাস্টমাইজ করতে পারবেন।

Show Full Article
Next Story