মাত্র 5999 টাকায় কেনা যাচ্ছে iPhone, এমন অবিশ্বাস্য অফার বারবার পাবেননা
iPhone কেনা কি আপনার দীর্ঘদিনের স্বপ্ন? কিন্তু হাজার হাজার টাকা খরচের কারণে তা অধরাই থেকে গেছে? চিন্তার প্রয়োজন নেই,...iPhone কেনা কি আপনার দীর্ঘদিনের স্বপ্ন? কিন্তু হাজার হাজার টাকা খরচের কারণে তা অধরাই থেকে গেছে? চিন্তার প্রয়োজন নেই, কারণ চাইলে এখনই আপনি আধ খাওয়া আপেলের লোগোযুক্ত স্মার্টফোন পকেটস্থ করতে পারবেন একটি এন্ট্রি-লেভেল অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দামে। হ্যাঁ, ঠিকই পড়েছেন! আসলে ব্যাপারটা হচ্ছে যে এই মুহূর্তে iPhone 11 মডেলের ওপর দুর্দান্ত অফার দিচ্ছে Flipkart, যার ফলে আপনি এটি মাত্র ৫,৯৯৯ টাকায় কিনে ফেলতে পারবেন। সাথে থাকবে আরও নানাবিধ সুবিধাজনক স্কিম। তাহলে আর দেরি কিসের? চলুন জেনে নেওয়া যাক কীভাবে এত সস্তায় iPhone 11 কেনা যাবে।
Flipkart offer: ব্যাপক ছাড়ে মিলছে Apple iPhone 11
আইফোন ১১-এর ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ৪৩,৯৯৯ টাকা। কিন্তু ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট এখন এই হ্যান্ডসেটের ওপর ৩,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে যাতে করে আপনি এটি ৪০,৯৯৯ টাকায় কিনতে পারবেন। তবে সবচেয়ে আশ্চর্যজনক হল এই আইফোনে উপলব্ধ এক্সচেঞ্জ অফার। এক্ষেত্রে পুরোনো ফোন এক্সচেঞ্জ করে আইফোন ১১ কিনলে সর্বোচ্চ ৩৫,০০০ টাকা ছাড় (শর্তাবলী প্রযোজ্য) দেবে ফ্লিপকার্ট। মানে সমস্ত অফার কাজে লাগানো সম্ভব হলে আপনাকে কেনাকাটার জন্য মাত্র ৫,৯৯৯ টাকা ব্যয় করতে হবে। নিঃসন্দেহে এ এক অবিশ্বাস্য অফার, যা হাতছাড়া করলে পরে পস্তাতে হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, এই আইফোনটি মাসিক ইএমআইতেও কেনা যাবে। অন্যদিকে এটি কিনলে এক বছরের ওয়ারেন্টি মিলবে। এছাড়া ফোন কেনার ক্ষেত্রে ৭ দিনের রিপ্লেসমেন্ট পলিসি রয়েছে, যেখানে ফোনটি পছন্দ না হলে ৭ দিনের মধ্যে তা ফেরত দিতে পারবেন।
Apple iPhone 11-এর স্পেসিফিকেশন
আইফোন ১১ কোম্পানির চার বছর আগের ফোন। এতে আছে ৬.১ ইঞ্চি লিকুইড রেটিনা এইচডি (রেজোলিউশন ৮২৮×১৭৯২ পিক্সেল) আইপিএস ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এটি এ১৩ (A13) বায়োনিক প্রসেসর ব্যবহার করবে, যার সাথে থাকবে ৪ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা। পাওয়ার ব্যাকআপের জন্য এই আইফোন ৩,১১০ এমএএইচ ব্যাটারি অফার করবে। এছাড়া ফটোগ্রাফির জন্য এর ইউজাররা পাবেন ১২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। জানিয়ে রাখি, মাত্র কিছুদিন আগেই এই আইফোন মডেল সেরা ক্যামেরা ফোনের তকমা পেয়েছে।