সাল শেষের আগে iPhone 12 থেকে 14, মিলছে হাজার হাজার টাকা ছাড়ে, কোনটি কিনলে লাভ?

এক বছরের অপেক্ষা-জল্পনার অবসান ঘটিয়ে গত সেপ্টেম্বরে লঞ্চ হয়েছে Apple iPhone 15 লাইনআপ। আর এই লেটেস্ট আইফোনগুলি বিশেষত সিরিজের প্রিমিয়াম মডেলগুলি বাজারে বিশাল সাড়া ফেলেছে,…

এক বছরের অপেক্ষা-জল্পনার অবসান ঘটিয়ে গত সেপ্টেম্বরে লঞ্চ হয়েছে Apple iPhone 15 লাইনআপ। আর এই লেটেস্ট আইফোনগুলি বিশেষত সিরিজের প্রিমিয়াম মডেলগুলি বাজারে বিশাল সাড়া ফেলেছে, প্রচুর মানুষ কার্যত হুড়মুড়িয়ে এই লেটেস্ট প্রযুক্তিযুক্ত প্রিমিয়াম স্মার্টফোনগুলি কিনেছেন। এদিকে নতুনের আগমনে তুলনামূলক আকর্ষণ কমেছে আগের জেনারেশনের আইফোনগুলির। অর্থাৎ আপনি সস্তাতে একটু পুরোনো আইফোন কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি ২০২৩ সাল শেষের আগে একটি আইফোন কিনতে চান, তাহলে তার তথাকথিত পুরোনো মডেলগুলির দাম, ফিচার ইত্যাদি কিছু বিষয় সম্পর্কে জেনে নেওয়া উচিত। এতে করে আপনার আইফোন অর্ডারের সিদ্ধান্ত আরও সহজ হয়ে যাবে। তো আসুন, এখন আমরা iPhone 15 সিরিজের আগের তিনটি প্রজন্মের স্ট্যান্ডার্ড মডেলগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ দু-চার কথা জেনে নিই…

বছর শেষের আগে কোন iPhone মডেল কিনলে ফায়দা হবে?

  • Apple iPhone 12: বর্তমানে এই মডেলে (৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে) সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এর এমআরপি (MRP) ৪৯,৯০০ টাকা, তবে ফ্লিপকার্ট (Flipkart)-এ দামের ওপর ১৩% ছাড়ে এটি ৪২,৯৯৯ টাকায় কেনা যাবে। এক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) বা ব্যাঙ্ক অফ বরোদা (Bank Of Baroda)-র ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে, ফ্লিপকার্ট অ্যাক্সিস (Flipkart Axis) ব্যাঙ্কের কার্ডে পাবেন অতিরিক্ত ৫% ক্যাশব্যাকের বেনিফিট। এছাড়া পুরোনো স্মার্টফোনের বদলে এতে ৩৪,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন।

আইফোন ১২-তে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর (XDR) ওলেড ডিসপ্লে, এ১৪ বায়োনিক প্রসেসর, ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ২,৮১৫ এমএএইচ ব্যাটারি এবং ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন।

  • Apple iPhone 13: অ্যামাজন (Amazon)-এ এই আইফোনটি এখন ৫৯,৯০০ টাকার বদলে ১২% ছাড়ে ৫২,৯৯৯ টাকায় কিনতে পারবেন। সাথে থাকবে ৪২,৮০০ টাকার এক্সচেঞ্জ অফার।

এতে ৬.১ ইঞ্চি ফুল-এইচডি+ সুপার রেটিনা এক্সডিআর ওলেড (OLED) ডিসপ্লে, এ১৫ বায়োনিক প্রসেসর, ৪ জিবি র‍্যাম, ৩,২৪০ এমএএইচ ব্যাটারি এবং ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে।

  • Apple iPhone 14: ফ্লিপকার্ট এখন এই আইফোনে বাম্পার অফার দিচ্ছে। এর দাম এমনিতে ৬৯,৯০০ টাকা, তবে আপনি এটি ১৫% ছাড়ে ৫৮,৯৯৯ টাকায় পেয়ে যাবেন। এতে ব্যাঙ্ক অফারে ১০ শতাংশ তাৎক্ষণিক ছাড় থেকে শুরু করে ৫% ক্যাশব্যাকের সুবিধা উপলব্ধ। এছাড়াও এটি কেনার ক্ষেত্রে ৩৪,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার কাজে লাগানো যাবে।

আইফোন ১৪ মডেলে ১,২০০ নিটস পিক ব্রাইটনেসযুক্ত ৬.১ ইঞ্চি এক্সডিআর ওলেড ডিসপ্লে, ৫ কোর জিপিইউসহ এ১৫ বায়োনিক প্রসেসর, ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ, ২০ ওয়াট চার্জিং সাপোর্ট এবং ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এটি স্যাটেলাইট কানেক্টিভিটিও সাপোর্ট করবে।