ফের সবচেয়ে সস্তায় পাওয়া যাচ্ছে iPhone 13, আকর্ষণীয় অফারের ঘোষণা Flipkart এর
উৎসবের মরসুম চলে গেলেও অফার দেওয়ার ক্ষেত্রে কোনো কৃপণতা করছে না Flipkart। যেমন সম্প্রতি এই অনলাইন শপিং পোর্টালটি এমন...উৎসবের মরসুম চলে গেলেও অফার দেওয়ার ক্ষেত্রে কোনো কৃপণতা করছে না Flipkart। যেমন সম্প্রতি এই অনলাইন শপিং পোর্টালটি এমন একটি বিশেষ ডিলের ঘোষণা করেছে, যা আইফোন-প্রেমীদের মুখে হাসি ফোটাতে পারে। আসলে গত বছর লঞ্চ হওয়া প্রায় ৭০,০০০ টাকা দামের iPhone 13 মডেলটিকে এখন ফ্লাট ৫,০০০ টাকা ডিসকাউন্টের সাথে বিক্রি করা হচ্ছে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয়ে, প্রযোজ্য ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারলে ২৪,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। যারপর ১৩তম প্রজন্মের এই প্রিমিয়াম আইফোনটিকে আপনারা ৪১,০০০ টাকাও কমে পকেটস্থ করে নিতে পারবেন। তাই আপনারা যদি এই দুর্দান্ত ডিলের ফায়দা তুলতে চান, তাহলে আমাদের এই প্রতিবেদন থেকে iPhone 13 ফোনের সাথে উপলব্ধ যাবতীয় অফার সম্পর্কে জেনে নিতে পারেন।
Flipkart থেকে এইভাবে ৪১,০০০ টাকারও কমে কিনুন Apple iPhone 13
অ্যাপল আইফোন ১৩ -এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এখন ৬৪,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। যেখানে কিনা, অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে আলোচ্য মডেলটি লঞ্চ প্রাইস অর্থাৎ ৬৯,৯০০ টাকায় তালিকাভুক্ত। অর্থাৎ আসল দামের থেকে ফ্লাট ৫,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে।
অন্যান্য অফারের কথা বললে, ফেডারেল (Federal) ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১,৫০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। যারপর ডিভাইসটির দাম কমে ৬৩,৪৯৯ টাকা হয়ে যাবে৷ আবার আপনি যদি পুরানো iPhone 11 বা iPhone 12 দিয়ে ট্রেড-ইন করেন তবে ২২,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পেয়ে যাবেন। তবে আগেই বলে দিই, আপনার বিদ্যমান আইফোন যত নতুন হবে, এক্সচেঞ্জ ভ্যালুর পরিমাণও তত বেশি হবে। যাইহোক, ডিসকাউন্ট ও যাবতীয় অফার একত্রিত করার পর আইফোন ১৩ সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলকে ৪০,৯৯৯ টাকা খরচ করে কিনে নিতে পারবেন আপনি।
Apple iPhone 13 এর স্পেসিফিকেশন
ফিচারের কথা বললে, অ্যাপল আইফোন ১৩ -এ ৬.১-ইঞ্চির (২৫৩২×১১৭০ পিক্সেল) সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে রয়েছে, যা ৪৬০ পিপিআই পিক্সেল ডেন্সিটি অফার করে। ফাস্ট পারফরম্যান্স অফার করার জন্য এটি সংস্থার নিজস্ব ৫ এনএম প্রসেসিং নোড ভিত্তিক এ১৫ বায়োনিক (A15 Bionic) প্রসেসর এবং ফোর-কোর জিপিইউ সহ এসেছে। ডিভাইসটি আইওএস ১৫ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। এতে ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।
ক্যামেরা ফ্রন্টের কথা বললে, ১৩তম প্রজন্মের আইফোন সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। এই রিয়ার সেন্সর-দ্বয় ৪কে (4K) ভিডিও শ্যুট করতে সক্ষম। আবার উক্ত মডেলটির সামনে স্মার্ট HDR টেকনোলজির সাথে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলটি ৫জি এবং ওয়াই-ফাই ৬ কানেক্টিভিটি বিকল্প সহ এসেছে। আর, পাওয়ার ব্যাকআপের জন্য iPhone 13 মডেলে ৩,২৪০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ম্যাগসেফ (MagSafe) ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।