বাঁচবে হাজার হাজার টাকা! এই বাজারেও সেরা Apple iPhone 13, কেন কিনবেন জেনে নিন

ভারতসহ বিশ্ববাজারে Apple-এর লেটেস্ট iPhone 15 সিরিজ লঞ্চ হয়েছে, প্রায় এক সপ্তাহ হল। বর্তমানে এই প্রিমিয়াম স্মার্টফোনগুলি টেকদুনিয়ার চর্চায় রয়েছে, তাছাড়া বিশ্বব্যাপী প্রচুর মানুষ এই…

ভারতসহ বিশ্ববাজারে Apple-এর লেটেস্ট iPhone 15 সিরিজ লঞ্চ হয়েছে, প্রায় এক সপ্তাহ হল। বর্তমানে এই প্রিমিয়াম স্মার্টফোনগুলি টেকদুনিয়ার চর্চায় রয়েছে, তাছাড়া বিশ্বব্যাপী প্রচুর মানুষ এই নতুন প্রজন্মের আইফোনগুলির প্রতি আকৃষ্ট হয়েছেন যা এগুলির প্রি-বুকিং প্রক্রিয়া থেকেই বেশ স্পষ্ট! কিন্তু চাইলেও যে সবাই iPhone 15 কিনতে পারবেন এমন না, কারণ এগুলির দাম অনেকটাই বেশি। সেক্ষেত্রে আপনার যদি Apple iPhone হাতের মুঠোয় পাওয়ার ইচ্ছে হয়, তবে লেটেস্ট আইফোনের বদলে অপেক্ষাকৃত পুরনো মডেলগুলি কেনা ইতিবাচক সিদ্ধান্ত হবে। আসলে প্রতিবার নতুন আইফোন সিরিজ লঞ্চের সময় এর পূর্বসূরী অর্থাৎ কিছু বছর আগে বাজারে আসা মডেলগুলির দাম অনেকটা কমে যায়, চলতি ২০২৩ সালেও কার্যত এমন হয়েছে। তাছাড়া মনে করা হচ্ছে যে iPhone 15-এর বিক্রি শুরু হওয়ার পর, উৎসবের মরসুমে iPhone 14 এবং iPhone 13-এর দামে ব্যাপক পতন ঘটবে। এই সময় Flipkart-এর মতো প্ল্যাটফর্মগুলি বিশেষ সেল দেবে। এমতাবস্থায় প্রশ্ন জাগতে পারে যে যদি iPhone 15 না কেনা হয়, তাহলে গত বছর লঞ্চ হওয়া iPhone 14 নাকি তারও আগে ২০২১ সালে লঞ্চ হওয়া iPhone 13 মডেল – কোনটি কেনা ঠিক হবে। তবে, বেশি ভাবনার প্রয়োজন নেই, কারণ এই প্রতিবেদনে আমরা এই বিষয়েই একটু আলোচনা করে দেখে নেব।

iPhone 14 নাকি iPhone 13, সস্তা অফারে কোনটি কিনবেন?

আইফোন ১৩ এবং আইফোন ১৪-এর মধ্যে কোনটি সেরা হবে, সেটা আমরা কিছু পয়েন্টে দেখে নেব।

  • ডিজাইন এবং ডিসপ্লে: ২০২১ সালে আইফোন ১৩-এর ডিজাইনে বেশ খানিকটা পরিবর্তন করা হয়, যারপরে লেটেস্ট আইফোন ১৫ পর্যন্ত তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। সেক্ষেত্রে আপনি আইফোন ১৩ এবং আইফোন ১৪ দুটি মডেলেই ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর (XDR) অর্থাৎ একইরকম ডিসপ্লে দেখতে পাবেন।
  • প্রসেসর ও ব্যাটারি: আইফোন ১৩ এবং আইফোন ১৪ উভয়ই এ১৫ বায়োনিক (A15 Bionic) প্রসেসর বহন করে। তবে আইফোন ১৩-তে ৪ কোর জিপিইউ আছে যেখানে আইফোন ১৪-তে আছে ৫ কোর জিপিইউ, যদিও দুটি ফোনের স্পিডে খুব বেশি পার্থক্য নেই। ব্যাটারি সম্পর্কে কথা বললে, আইফোন ১৩-তে ৩,২৪০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যেখানে এর উত্তরসূরীটি ৩,২৭৯ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি অফার করবে।
  • ক্যামেরা: আইফোন ১৩ এবং আইফোন ১৪ দুটিতেই একই ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এগুলিতে ১২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা ক্যামেরা দেখা যাবে।
  • 5G: আইফোন ১৩ এবং আইফোন ১৪ দুটি মডেলেই ৫জি সাপোর্ট পাওয়া যাবে।

অতএব দেখা যাচ্ছে যে, আইফোন ১৩ ও ১৪-এর মধ্যে ফিচারের তেমন ফারাক নেই। এদিকে আইফোন ১৪-র ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৪,৯৯৯ টাকা, যেখানে আইফোন ১৩ ফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি নূন্যতম ৫৪,৯৯৯ টাকায় কেনা যাবে। তাই কম খরচে প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পেতে আইফোন ১৩ কেনাই সেরা সিদ্ধান্ত হবে।