iPhone 14: বিক্রি বন্ধ হতে চলেছে একাধিক নতুন আইফোন মডেলের, সেপ্টেম্বরে আসছে iPhone 15

Apple-এর iPhone 15 সিরিজটি আগামী সেপ্টেম্বরে বাজারে পা রাখতে চলেছে, তবে এখন থেকেই প্রতি সপ্তাহে বিভিন্ন রিপোর্টের মাধ্যমে লাইনআপটির সম্পর্কে নতুন তথ্য সামনে আসছে। গত…

Apple-এর iPhone 15 সিরিজটি আগামী সেপ্টেম্বরে বাজারে পা রাখতে চলেছে, তবে এখন থেকেই প্রতি সপ্তাহে বিভিন্ন রিপোর্টের মাধ্যমে লাইনআপটির সম্পর্কে নতুন তথ্য সামনে আসছে। গত বছরের iPhone 14 সিরিজের মতো, নতুন লাইনআপে সম্ভবত চারটি মডেল অন্তর্ভুক্ত থাকবে – স্ট্যান্ডার্ড iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max (বা Ultra)। যদিও প্রতি বছরের মতো এবারও নতুন আইফোন মডেল আসার সাথে সাথে কিছু পুরনো আইফোন বিদায় নেবে। সম্প্রতি একটি নতুন প্রতিবেদন থেকে জানা গেছে যে, অ্যাপল তাদের iPhone 15 সিরিজটি লঞ্চ করার পরে কমপক্ষে চারটি ফোন বন্ধ করে দিতে পারে।

iPhone 15 লঞ্চ হওয়ার পর বিক্রি বন্ধ হবে একাধিক পুরোনো iPhone মডেলের

বর্তমানে, অ্যাপল আনুষ্ঠানিকভাবে আইফোন ১৪ সিরিজ, আইফোন ১৩ এবং আইফোন ১৩ মিনি, আইফোন ১২ এবং আইফোন এসই (২০২২)-4 এই মডেলগুলি বিক্রি করে। টমস গাইডের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, অ্যাপল আইফোন ১৫ সিরিজের লঞ্চের পরে আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স, আইফোন ১২ এবং আইফোন ১৩ মিনি মডেলগুলির বিক্রি বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ, পুরোনো ফোনগুলির মধ্যে আইফোন ১৩, আইফোন এসই (২০২২), আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস মডেলগুলিই খালি পাওয়া যাবে।

গত বছর আইফোন ১৪ সিরিজের লঞ্চের পরে অ্যাপল অনুরূপ কৌশল গ্রহণ করার পরে, এই অনুমানটি যুক্তিসঙ্গত বলেই মনে হচ্ছে। এর আগেও নতুন ডিভাইসের বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে পুরানো-প্রজন্মের প্রো মডেলগুলির যাত্রায় ইতি টেনেছে অ্যাপল। কোম্পানি আইফোন ১১ এবং আইফোন ১২ মিনি মডেলগুলি বন্ধ করে দিয়েছে।

এটি না হলে, পুরানো বিদ্যমান মডেলগুলির দাম ১০০ ডলার (প্রায় ৮,২০০ টাকা) পর্যন্ত হ্রাস পাবে। ভারতে, অ্যাপল পুরোনো আইফোনের দাম ১০,০০০ টাকা কমাতে পারে। বর্তমানে আইফোন (বেস ১২৮ জিবি স্টোরেজের জন্য) মডেলগুলির মূল্যগুলি হল –

iPhone 14: ৭৯,৯০০ টাকা
iPhone 14 Plus: ৮৯,৯০০ টাকা
iPhone 14 Pro: ১,২৯,৯০০ টাকা
iPhone SE: ৪৯,৯০০ টাকা
iPhone 13: ৬৯,৯০০ টাকা
iPhone 12: ৫৯,৯০০ টাকা (৬৪ জিবি)

এদিকে, অ্যাপল আগামী ৫ জুন আসন্ন ওয়ার্ল্ড ওয়াইড ডেভলপার কনফারেন্স ২০২৩ (WWDC 2023) ইভেন্টে তাদের প্রথম মিক্সড-রিয়েলিটি হেডসেট লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। অ্যাপল বিশ্লেষক এবং ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গারম্যানের মতে, অ্যাপল ডিভাইসটি WWDC 2023-এর মঞ্চে লঞ্চ করলেও, এর সেল বছরের শেষের দিকে শুরু হতে পারে। গারম্যান আরও জানিয়েছেন যে, আসন্ন ওয়ার্ল্ড ওয়াইড ডেভলপার কনফারেন্সে বেশ কিছু আকর্ষণীয় ডিভাইস লঞ্চ হতে পারে। এই ইভেন্টে অ্যাপল তাদের প্রসেসর সহ নতুন Mac মডেলগুলি প্রদর্শন করবে বলে জানা গেছে।

এছাড়া তিনি এও জানিয়েছেন যে, কোম্পানি এখনই এম৩-সিরিজের চিপ সহ কোনও পার্সোনাল কম্পিউটার প্রদর্শন করবে না। নতুন লাইনআপে একটি বড় MacBook Air থাকবে। আবার, অ্যাপল তাদের নিজস্ব সিলিকন প্রসেসরের সাথে Mac Pro-ও চালু করতে পারে। অন্যথায়, কোম্পানি আইওএস ১৭ (iOS 17) এবং আইপ্যাডওএস ১৭ (iPadOS 17) অপারেটিং সিস্টেমগুলি প্রকাশ করতে পারে, যা তার পুরনো সংস্করণ থেকে সামান্য কিছু আপগ্রেড অফার করবে। তবে গারম্যান দাবি করেছেন যে, ওয়াচওএস (WatchOS)-এর ইউজার ইন্টারফেস সম্পূর্ণরূপে সংশোধন করা হবে।