ভারতের বাজারে হঠাৎ বন্ধ iPhone 14 Pro-র বিক্রি, কারণ জানতে চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী
গতমাসের শুরুতে Apple-এর নতুন iPhone 14 সিরিজ লঞ্চের পর, সম্প্রতি ভারতের বাজারে পা রেখেছে iPhone 14 Pro মডেল। ইতিমধ্যেই,...গতমাসের শুরুতে Apple-এর নতুন iPhone 14 সিরিজ লঞ্চের পর, সম্প্রতি ভারতের বাজারে পা রেখেছে iPhone 14 Pro মডেল। ইতিমধ্যেই, এদেশের প্রচুর মানুষের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই প্রিমিয়াম স্মার্টফোনটি। এমনকি Croma, Vijay Sales-এর মত প্ল্যাটফর্মগুলির হালফিল ফেস্টিভ সেলে iPhone 14 Pro বেশ খানিকটা সস্তাতেও কেনার সুযোগ মিলেছে। কিন্তু এরই মধ্যে দেশের একটি জনপ্রিয় শহরেই আইফোনটির বিক্রি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই পড়েছেন! তবে অন্য কোথাও নয়, ভারতের রাজধানী শহর দিল্লীতেই 'Out Of Stock' হয়েছে লেটেস্ট iPhone 14 Pro। রিপোর্ট অনুযায়ী, দিল্লী এনসিআরে এই ফোনটি এখন কেনা যাচ্ছেনা; এছাড়া এরই সাথে স্টক শেষ হয়েছে iPhone 14 Pro Max মডেলটিরও। আর জল এতদূর গড়িয়েছে যে, এই বিষয়ে হস্তক্ষেপ করেছেন সরাসরি কেন্দ্রীয় মন্ত্রী।
Apple-এর কাছে iPhone-এর স্টক শেষের কারণ জানতে চেয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
এই মুহূর্তে দিল্লী এনসিআরে আইফোন ১৪ প্রো মডেল 'আউট অফ স্টক' হওয়ায় এখন আর সেখানকার বাসিন্দারা ফোনটি কিনতে পারছেননা। আর এই সুযোগের ফায়দা তুলে অনেক প্রাইভেট সেলার বেনিয়মে মানে ব্ল্যাকে এই ফোনটি বিক্রি করছেন। এই বিষয়টি নিয়ে টুইটারে অনেক অভিযোগ উঠেছে। ইচ্ছাকৃতভাবে লাভের জন্য আইফোনটির অফিসিয়াল বিক্রি বন্ধ করা হয়েছে – এমন প্রশ্নও সামনে এসেছে। সেক্ষেত্রে এইসব টুইটের জবাবে বৈদ্যুতিন (ইলেকট্রনিক্স) তথা প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর আশ্বাস দিয়ে বলেছেন যে, তিনি অ্যাপলের সাথে এই নিয়ে কথা বলেছেন, যেখানে কোম্পানি জানিয়েছে যে অতিরিক্ত চাহিদার কারণেই দিল্লীর বাজারে স্টকে নেই আইফোন ১৪ প্রো। কারণ চাহিদা বাড়ায়, সংস্থার সাপ্লাইয়ে ঘাটতি দেখা দিয়েছে। যদিও অ্যাপল এই নিয়ে কাজ করছে বলে জানা গিয়েছে। অন্যদিকে অনুমান করা হচ্ছে, ব্ল্যাক মার্কেটিং অর্থাৎ প্রাইভেটে মডেলটি বিক্রি হওয়ার পেছনে সম্ভবত বিকল্প সাপ্লাই চেইন কাজ করছে।
Apple iPhone 14 Pro-এর দাম
ভারতে আইফোন ১৪ প্রো মডেলের দাম শুরু হচ্ছে ১,২৯,৯০০ টাকা থেকে। এটি ১২৮ জিবি বেস স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম। এক্ষেত্রে ফোনটির ২৫৬ জিবি এবং ৫১২ জিবি সংস্করণের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ১,৩৯,৯০০ টাকা এবং ১,৫৯,৯০০ টাকা, যেখানে এর ১ টিবি মডেলটি ১,৭৯,৯০০ টাকার বিনিময়ে কেনা যাবে।
Apple iPhone 14 Pro-এর স্পেসিফিকেশন
আইফোন ১৪ প্রো-তে আছে ৬.১ ইঞ্চি এলটিপিও সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে। এটি বায়োনিক এ১৬ প্রসেসরে চালিত হয়, যেখানে সফ্টওয়্যার হিসেবে এতে দেওয়া হয়েছে আইওএস ১৬। আবার পাওয়ারের জন্য আইফোনটিতে মিলবে ৩,২০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ। ফটোগ্রাফির ক্ষেত্রে এই আইফোনে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। অন্যান্য ফিচার বলতে, আইফোন ১৪ প্রো অফার করবে ৫জি কানেক্টিভিটি, আইপি৬৮ রেটিং, স্টেরিও স্পিকার ইত্যাদি বিকল্প।