অবিশ্বাস্য! দেড় লাখের iPhone 14 Pro Max এখান থেকে কিনুন মাত্র 16500 টাকায়

Apple iPhone-এর দাম এমনিতে আকাশছোঁয়া হলেও, এখন অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলির বিভিন্ন অফারের দরুন এগুলি অনেক কম টাকায়...
Anwesha Nandi 3 March 2023 11:37 PM IST

Apple iPhone-এর দাম এমনিতে আকাশছোঁয়া হলেও, এখন অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলির বিভিন্ন অফারের দরুন এগুলি অনেক কম টাকায় হাতের মুঠোয় পাওয়া যায়। কিন্তু ধরুন যদি সাধারণ এন্ট্রি লেভেল ফোনের দামে এখন একটি আধ খাওয়া আপেলের লোগোযুক্ত আইফোন পাওয়া যায়, তাহলে কেমন হবে? তাও কোনো পুরোনো মডেল নয়, একেবারে লেটেস্ট iPhone 14 Pro Max-ই এই মূল্যের বিনিময়ে কেনা যায়? শুনতে অবাক লাগার মত বিষয় হলেও, আজ আমরা এমনই অফারের কথা আপনাদের সাথে শেয়ার করব যেখানে এই স্মার্টফোনটি মাত্র ১৬,৫০০ টাকায় পেতে পারেন। না তবে Flipkart, Amazon কিংবা Apple-এর নিজস্ব ওয়েবসাইটে এই অফার কার্যকরী হবেনা! তাহলে ব্যাপারটা কী? আসুন তাহলে এই iPhone কেনার অফার সম্পর্কে ভালো করে জেনে নেওয়া যাক।

১.৫ লাখ টাকার iPhone সাড়ে ১৬ হাজারে, কীভাবে পাবেন?

আমরা সকলেই জানি যে, আইফোন ১৪ প্রো ম্যাক্স স্মার্টফোনের দাম প্রায় ১.৫ লক্ষ টাকা। এক্ষেত্রে আপনারা অ্যাপলের অফিসিয়াল সাইট থেকে এই আইফোন কিনলে আপনি ভালো ডিসকাউন্ট পেতে পারেন। থার্ড পার্টি শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট থেকে এই ফোন কিনলেও একই অবস্থা হবে। কিন্তু সম্প্রতি ফেসবুক মার্কেট প্লেসে (Facebook Market Place)-এ একটি নতুন বিজ্ঞাপন পোস্ট করা হয়েছে যার অধীনে আপনি এই ফোনটি মাত্র ১৬,৫০০ টাকায় পেতে পারেন।

ব্যাপারটা হচ্ছে – দিলাওয়ার সাহাব নামের একজন ফেসবুক ইউজার আইফোনের এই বিজ্ঞাপনটি পোস্ট করে দাবি করেছেন যে, আইফোন ১৪ প্রো ম্যাক্স (মেড ইন থাইল্যান্ড) কিনতে পারবেন মাত্র ১৬,৫০০ টাকায়। ওই ইউজার নাকি আইফোনের একটি বাম্পার স্টক পেয়েছেন এবং সেই কারণেই তিনি এটিকে ছাড় দিয়ে বিক্রি করছেন। তাই আপনারা চাইলে এটি কিনতেই পারেন।

তবে মনে রাখবেন যে ফেসবুক মার্কেট প্লেস বলতে গেলে একটি খোলা বাজার যেখানে যে কেউ ইচ্ছেমত বিজ্ঞাপন পোস্ট করতে পারে। আর এই বিজ্ঞাপন কতটা সঠিক হবে তার গ্যারান্টি আমরা দিতে পারিনা। এই কারণেই এখান থেকে যেকোনো জিনিস কেনার আগে ভালো করে দেখে নেওয়া উচিত।

Show Full Article
Next Story