প্রায় ১৬ হাজার টাকা সস্তা, iPhone 14 সিরিজ এই নয়টি দেশে পাওয়া যাচ্ছে অনেক কম দামে
অ্যাপল গত ৭ সেপ্টেম্বর তাদের iPhone 14 সিরিজটির ওপর থেকে পর্দা সরিয়েছে। আর ভারতে ৯ সেপ্টেম্বর থেকে লাইনআপটির...অ্যাপল গত ৭ সেপ্টেম্বর তাদের iPhone 14 সিরিজটির ওপর থেকে পর্দা সরিয়েছে। আর ভারতে ৯ সেপ্টেম্বর থেকে লাইনআপটির প্রি-অর্ডারও শুরু হয়ে গেছে৷ এই সিরিজে অন্তর্ভুক্ত iPhone 14, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max-এর সেল আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে। তবে, iPhone 14 Plus মডেলটি অক্টোবরে বিক্রি হবে। ভারতে, বর্তমান আইফোন লাইনআপের দাম শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে৷ যদিও অ্যাপল এবছর মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের মডেলগুলির দাম একই রেখেছে, তবে ডলারের মূল্য বৃদ্ধির কারণে ইউরোপ সহ বিশ্বের কিছু অংশে Pro মডেলগুলির দাম বেড়েছে। এমনকি, ইউরোপের কিছু দেশে পুরনো আইফোন মডেলের দামও সম্প্রতি বেড়েছে। ভারতে আইফোনের দামে ১৮% জিএসটি এবং ২২% কাস্টম শুল্ক (এটি জিএসটি-এর আগে ধার্য করা হয়) অন্তর্ভুক্ত রয়েছে। তবে প্রায় নটি দেশে iPhone 14 সিরিজটি তুলনামূলকভাবে সস্তায় পাওয়া যাচ্ছে। চলুন এই তালিকাটি দেখে নেওয়া যাক।
ভারতের চেয়ে সস্তায় iPhone 14 পাওয়া যাচ্ছে ৯টি দেশে
অ্যাপল ভারতে আইফোন ১৪ সিরিজের মডেলগুলির উৎপাদন শুরু করার পরিকল্পনা করেছে বলে জানা গেছে, তবে প্রথম ছয় মাসের জন্য দেশে বিক্রি হওয়া সমস্ত ইউনিট বাইরে থেকে আমদানি করা হতে পারে। অ্যাপল আইফোন ১৪ সিরিজটি মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে সস্তা হলেও, আরও কয়েকটি দেশ রয়েছে যেখানে এই নতুন ফ্ল্যাগশিপ ডিভাইসগুলি ভারতের চেয়ে কম দামে পাওয়া যাচ্ছে। এছাড়া, আইফোন ১৪ প্রো মডেলগুলিতেও দামের পার্থক্য বেশি। ভারতে যেমন, আইফোন ১৪ প্রো-এর দাম ১,৩৯,৯০০ টাকা থেকে শুরু, কিন্তু নীচে উল্লেখিত দেশগুলিতে এই ফোনটির দাম ১,১০,০০০ টাকার বেশি নয়৷ তবে জানিয়ে রাখি, তালিকাভুক্ত দামগুলিতে দেশীয় কর যুক্ত করা নেই, যা প্রদত্ত দামগুলিকে কিছুটা বাড়িয়ে দিতে পারে৷
১. মার্কিন যুক্তরাষ্ট্র: Apple iPhone 14 সিরিজের দাম ৭৯৯ ডলার (আনুমানিক ৬৩,৬০১ টাকা) থেকে শুরু হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রে সমস্ত iPhone 14 সিরিজের মডেলগুলির প্রারম্ভিক দামগুলি হল:
iPhone 14: ৭৯৯ ডলার (আনুমানিক ৬৩,৬০১ টাকা)
iPhone 14 Plus: ৮৯৯ ডলার (অনুমানিক ৭১,৫৬১ টাকা)
iPhone 14 Pro: ৯৯৯ ডলার (আনুমানিক ৭৯,৯২০ টাকা)
iPhone 14 Pro Max: ১,০৯৯ ডলার (আনুমানিক ৮৭,৪৯১ টাকা)
উল্লেখ্য, এই দামগুলিতে রাজ্য কর যোগ করা নেই, যা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে ভিন্ন।
২. কানাডা: Apple iPhone 14 সিরিজের দাম ১,০৯৯ কানাডীয় ডলার (আনুমানিক ৬৭,০৬৮ টাকা) থেকে শুরু হচ্ছে।
কানাডায় আইফোন 14 সিরিজের সমস্ত মডেলের প্রারম্ভিক দামগুলি হল:
iPhone 14: ১,০৯৯ কানাডীয় ডলার (আনুমানিক ৬৭,০৬৮ টাকা)
iPhone 14 Plus: ১,২৪৯ কানাডীয় ডলার (আনুমানিক ৭৬,২২২ টাকা)
iPhone 14 Pro: ১,৩৯৯ কানাডীয় ডলার (আনুমানিক ৮৫,৩৭৬ টাকা)
iPhone 14 Pro Max: ১,৫৪৯ কানাডীয় ডলার (আনুমানিক ৯৪,৫৩০ টাকা)
৩. হংকং: Apple iPhone 14 সিরিজের দাম শুরু হচ্ছে ৬,৮৯৯ হংকং ডলার (আনুমানিক ৭০,০১০ টাকা) থেকে।
হংকং-এ সমস্ত iPhone 14 সিরিজের মডেলের প্রারম্ভিক দাম হল:
iPhone 14: ৬,৮৯৯ হংকং ডলার (আনুমানিক ৭০,০১০ টাকা)।
iPhone 14 Plus: ৭,৬৯৯ হংকং ডলার (আনুমানিক ৭৮,১২৯ টাকা)
iPhone 14 Pro: ৮,৫৯৯ হংকং ডলার (আনুমানিক ৮৭,২৬২ টাকা)
iPhone 14 Pro Max: ৯,৪০৯ হংকং ডলার (আনুমানিক ৯৫,৩৮০ টাকা)
৪. সিঙ্গাপুর: Apple iPhone 14 সিরিজের দাম শুরু হচ্ছে ১,২৯৯ সিঙ্গাপুর ডলার (আনুমানিক ৭৩,৮৯৩ টাকা) থেকে শুরু হচ্ছে।
সিঙ্গাপুরে iPhone 14 সিরিজের সমস্ত মডেলের প্রারম্ভিক দাম হল:
iPhone 14: ১,২৯৯ সিঙ্গাপুর ডলার (আনুমানিক ৭৩,৮৯৩ টাকা)।
iPhone 14 Plus: ১,৪৯৯ সিঙ্গাপুর ডলার (আনুমানিক ৮৫,২৭০ টাকা)
iPhone 14 Pro: ১,৬৪৯ সিঙ্গাপুর ডলার (আনুমানিক ৯৩,৮০২ টাকা)
iPhone 14 Pro Max: ১,৭৯৯ সিঙ্গাপুর ডলার (আনুমানিক ১,০২,৩৩৫ টাকা)
৫. অস্ট্রেলিয়া: iPhone 14 সিরিজের দাম শুরু হচ্ছে ১,৩৯৯ অস্ট্রেলীয় ডলার (আনুমানিক ৭৬,৩১২ টাকা) থেকে।
অস্ট্রেলিয়ায় iPhone 14 সিরিজের সমস্ত মডেলের প্রারম্ভিক দাম হল:
iPhone 14: ১,৩৯৯ অস্ট্রেলীয় ডলার (আনুমানিক ৭৬,৩১২ টাকা)
iPhone 14 Plus: ১,৫৭৯ অস্ট্রেলীয় ডলার (আনুমানিক ৮৬,১৩১ টাকা)
iPhone 14 Pro: ১,৭৪৯ অস্ট্রেলীয় ডলার (আনুমানিক ৯৫,৪০৪ টাকা)
iPhone 14 Pro Max: ১,৮৯৯ অস্ট্রেলীয় ডলার (আনুমানিক ১,০৩,৫৮৬ টাকা)
৬.সংযুক্ত আরব আমিরাত: Apple iPhone 14 সিরিজের দাম শুরু ৩,৩৯৯ দিরহাম (আনুমানিক ৭৩,৭১১ টাকা) থেকে।
সংযুক্ত আরব আমিরাতের সমস্ত iPhone 14 সিরিজের মডেলের প্রারম্ভিক দামগুলি হল:
iPhone 14: ৩,৩৯৯ দিরহাম (আনুমানিক ৭৩,৭১১ টাকা)
iPhone 14 Plus: ৩,৭৯৯ দিরহাম (আনুমানিক ৮২,৩৮৫ টাকা)
iPhone 14 Pro: ৪,২৯৯ দিরহাম (আনুমানিক ৯৩,২২৮ টাকা)
iPhone 14 Pro Max: ৪,৬৬৯ দিরহাম (আনুমানিক ১,০১,৯০৩ টাকা)
৭.মালয়েশিয়া: iPhone 14 সিরিজের দাম ৪,১৯৯ রিঙ্গিত (আনুমানিক ৭৩,৯২২ টাকা) থেকে শুরু হচ্ছে।
মালয়েশিয়ায় iPhone 14 সিরিজের সমস্ত মডেলের প্রারম্ভিক দাম হল:
iPhone 14: ৪,১৯৯ রিঙ্গিত (আনুমানিক ৭৩,৯২২ টাকা)
iPhone 14 Plus: ৪,৬৯৯ রিঙ্গিত (আনুমানিক ৮২,৯৪২ টাকা)
iPhone 14 Pro: ৫,২৯৯ রিঙ্গিত (আনুমানিক ৯৩,৫৩২ টাকা)
iPhone 14 Pro Max: ৫,৭৯৯ রিঙ্গিত (আনুমানিক ১,০২,৩৫৮ টাকা)
৮. জাপান: iPhone 14 সিরিজের দাম ১,১৯,৮০০ ইয়েন (প্রায় ৬৭,০০০ টাকা) থেকে শুরু হচ্ছে।
জাপানে iPhone 14 সিরিজের মডেলের প্রারম্ভিক দাম হল:
iPhone 14: ১,১৯,৮০০ ইয়েন (আনুমানিক ৬৭,০০০ টাকা)
iPhone 14 Plus: ১,৩৪,৮০০ ইয়েন (আনুমানিক ৭৫,০০০ টাকা)
iPhone 14 Pro: ১,৪৯,৮০০ ইয়েন (আনুমানিক ৮৩,০০০ টাকা)
iPhone 14 Pro Max: ১,৬৪,৮০০ ইয়েন (প্রায় ৯২,০০০ টাকা)
৯. মেনল্যান্ড চায়না: মেইনল্যান্ড চায়নাতে iPhone 14 সিরিজের দাম শুরু হয় ৫,৯৯৯ ইউয়ান (আনুমানিক ৬৯,০০০ টাকা) থেকে।
মেনল্যান্ড চায়নায় iPhone 14 সিরিজের মডেলের প্রারম্ভিক দাম হল:
iPhone 14: ৫,৯৯৯ ইউয়ান (আনুমানিক ৬৯,০০০ টাকা)
iPhone 14 Plus: ৬,৯৯৯ ইউয়ান (আনুমানিক ৮০,০০০ টাকা)
iPhone 14 Pro: ৭,৯৯৯ ইউয়ান (আনুমানিক ৯২,০০০ টাকা)
iPhone 14 Pro Max: ৮,৯৯৯ ইউয়ান ( আনুমানিক ১,০০,০০০ টাকা)