iPhone 14 leak: লঞ্চের একদিন আগে আইফোন ১৪ সিরিজের দাম সহ স্পেসিফিকেশন ফাঁস

অ্যাপল (Apple) অবশেষে আগামীকাল (৭ সেপ্টেম্বর) তাদের পরবর্তী প্রজন্মের iPhone 14 স্মার্টফোন সিরিজটির ওপর থেকে পর্দা সরাতে...
Anwesha Nandi 6 Sept 2022 12:08 PM IST

অ্যাপল (Apple) অবশেষে আগামীকাল (৭ সেপ্টেম্বর) তাদের পরবর্তী প্রজন্মের iPhone 14 স্মার্টফোন সিরিজটির ওপর থেকে পর্দা সরাতে চলছে। এই বহু প্রতীক্ষিত হ্যান্ডসেটগুলি অ্যাপলের "ফার আউট" (Far Out) ইভেন্টের মঞ্চে উন্মোচিত হবে বলে কয়েকদিন আগেই নিশ্চিত করেছে জনপ্রিয় মার্কিন সংস্থাটি। তবে তার আগে এখন, চীনা সোশ্যাল নেটওয়ার্কে Apple iPhone 14 সিরিজের চারটি আসন্ন মডেলেরই মূল স্পেসিফিকেশনগুলি প্রকাশিত হয়েছে। ফাঁস হওয়া ইমেজ অনুযায়ী, iPhone 14 সিরিজে অন্তর্ভুক্ত চারটি ডিভাইস হল- iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro, এবং iPhone 14 Pro Max। এই আপকামিং ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলি কি কি অফার করতে চলেছে, চলুন দেখে নেওয়া যাক।

ফাঁস হল iPhone 14 সিরিজের স্পেসিফিকেশন

স্ট্যান্ডার্ড আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস মডেল দুটি অ্যাপল এ১৫ প্রসেসর এবং ১২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে আসবে। তবে, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলগুলিতে অ্যাপল এ১৬ চিপসেট এবং ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। সব হ্যান্ডসেটের র‍্যাম ক্যাপাসিটি হবে ৬ জিবি। শীর্ষ-স্তরের আইফোন ১৪ প্রো ম্যাক্স-এর ওজন হবে ২৫৫ গ্রাম, যা পূর্বসূরি আইফোন ১৩ প্রো ম্যাক্স-এর থেকে ১৭ গ্রাম ভারী।

এছাড়া জানা গেছে যে, আইফোন ১৪ প্রো ম্যাক্স এবং আইফোন ১৪ প্লাস একই আকারের ব্যাটারি অফার করবে। এই কারণে, আইফোন ১৪ প্লাস বিশেষত সেইসমস্ত স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় হবে যারা তাদের আইফোন মডেলে বড় ডিসপ্লে এবং ভালো পারফরম্যান্স চাইছেন, কিন্তু ক্যামেরার জন্য খুব বেশি অর্থ খরচ করতে ইচ্ছুক নন। আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস-এ শুধুমাত্র ৫১২ জিবি পর্যন্ত মেমরি মিলবে। কিন্তু প্রো মডেলগুলিতে ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ থাকতে পারে।

প্রসঙ্গত, ​​Apple এর পরবর্তী প্রজন্মের iPhone 14 সিরিজটি আগামীকাল উন্মোচন করা হবে, তবে চীনের খুচরো দোকানগুলিতে কয়েক দিন আগে থেকেই নতুন হ্যান্ডসেটগুলির জন্য প্রি-অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে। দামের প্রসঙ্গে এলে, ৬.১ ইঞ্চির ডিসপ্লে সহ iPhone 14-এর স্ট্যান্ডার্ড মডেলটি ৯৬৫ ডলার (প্রায় ৭৭,০৬০ টাকা)-এ পাওয়া যাবে। আবার বড় ৬.৭ ইঞ্চির ডিসপ্লে যুক্ত iPhone 14 Plus মডেলের দাম শুরু হবে ১,০৬৫ ডলার (প্রায় ৮৫,০৫০ টাকা) থেকে। অন্যদিকে, ৬.১ ইঞ্চির iPhone 14 Pro এবং ৬.৭ ইঞ্চির iPhone 14 Pro Max-এর দাম যথাক্রমে ১,৪২৫ ডলার (প্রায় ১,১৩,৭৭০ টাকা) এবং ১,৫৭৫ ডলার (প্রায় ১,২৫,৭৫০ টাকা) থেকে শুরু হবে। এর থেকে আন্দাজ করাই যাচ্ছে যে, Pro লাইনআপটি অনেক বেশি ব্যয়বহুল হতে চলেছে।

Show Full Article
Next Story