দারুণ ছাড়ে মিলছে iPhone 15 ও 15 Pro, কিনলে 15 হাজার টাকার বেশি বাঁচবে
প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে আইফোনের দাম বেশ চড়া হলেও, সাধারণত লেটেস্ট Apple iPhone মডেলগুলি লঞ্চের পর পুরোনো মডেলগুলি...প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে আইফোনের দাম বেশ চড়া হলেও, সাধারণত লেটেস্ট Apple iPhone মডেলগুলি লঞ্চের পর পুরোনো মডেলগুলি ব্যাপক ছাড়ে পাওয়া যেত বা যায়। তবে সাম্প্রতিক সময়ে এই ট্রেন্ডে পরিবর্তন দেখা যাচ্ছে এবং কোম্পানির ব্র্যান্ড-নিউ iPhone 15 লাইনআপের ডিভাইসগুলি প্রায়শই বিশাল ছাড়ে উপলব্ধ হচ্ছে। যেমন এখন প্রথমবারের মতো iPhone 15 ও iPhone 15 Pro স্মার্টফোনদুটি 15,000 টাকার বেশি ফ্ল্যাট ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। ফলত আপনি যদি দীর্ঘ সময় ধরে এগুলি কেনার কথা ভেবে থাকেন, তাহলে এটিই সেই ইচ্ছেপূরণের সঠিক সময়!
কিন্তু কোথা থেকে সস্তায় উল্লিখিত দুটি আইফোন কিনবেন? আর ঠিক কত টাকার ডিসকাউন্টই বা পাবেন? আসুন এখন সেই বিষয়ে বিশদ জেনে নিই।
সস্তায় কেনা যাচ্ছে iPhone 15
লেটেস্ট আইফোন 15-এর 128 জিবি বেস স্টোরেজ মডেলের লঞ্চ প্রাইস 79,900 টাকা, কিন্তু এখন এটি জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart)-এ 65,999 টাকায় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ব্যাঙ্ক অফারে 5% ক্যাশব্যাক থেকে শুরু করে 3,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। পাশাপাশি সর্বাধিক 50,000 টাকার এক্সচেঞ্জ অফারও কাজে লাগানো যেতে পারে।
iPhone 15 Pro-তেও পাবেন ডিসকাউন্ট
আপনি যদি লেটেস্ট আইফোন সিরিজের 'প্রো' মডেল কিনতে চান, তবে আপনার গন্তব্য হতে পারে বিজয় সেলস (Vijay Sales)। এখানে আইফোন 15 প্রো-এর 1,34,900 টাকা দামী 128 জিবি বেস স্টোরেজ ভ্যারিয়েন্টটি 1,28,200 টাকায় বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে। অর্থাৎ এতে সরাসরি 6,700 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে যদি আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্ক বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর কার্ড দিয়ে পেমেন্ট করা হয়, তাহলে আরও 10,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধা পাওয়া যাবে। সাথে থাকবে মোটা টাকার এক্সচেঞ্জ অফারও।
ছাড়ে উপলব্ধ Apple iPhone 15 লাইনআপের স্পেসিফিকেশন
অ্যাপল আইফোন 15 ও 15 প্রো দুটি স্মার্টফোনেই 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেটযুক্ত 6.1 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে রয়েছে, যা ProMotion টেকনোলজি সাপোর্ট করে। তবে মিল বলতে এটুকুই – কেননা পারফরম্যান্সের জন্য বেস মডেলে কোম্পানির নিজস্ব এ16 বায়োনিক প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে 512 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ মেলে। অন্যদিকে প্রো মডেলে এ17 প্রো বায়োনিক প্রসেসর আছে, সাথে বর্তমান 1 টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা।
এক্ষেত্রে ফটোগ্রাফির জন্য আইফোন 15-তে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকলেও, 15 প্রো ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম অফার করে। তবে দুটি স্মার্টফোনেই 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। এছাড়া সফ্টওয়্যার ফ্রন্টে থাকবে ইন-বিল্ট আইওএস 17 অপারেটিং সিস্টেম।