দরকার নেই সেলের, iPhone 15 সহ এই ৫টি আইফোন এখনই মিলছে হাজার হাজার টাকা ছাড়ে

কোনো সেল ছাড়াই আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৪ ইত্যাদি আইফোনগুলি বিশাল ডিসকাউন্টে কেনার সুযোগ মিলছে।

Anwesha Nandi 5 Aug 2024 11:22 AM IST

আইফোন প্রেমীদের জন্য আজ রয়েছে বড় খবর! আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অ্যাপলের নতুন স্মার্টফোন লাইনআপ তথা আইফোন ১৬ সিরিজ লঞ্চ হওয়ার কথা রয়েছে। আর সেই উপলক্ষে এবার 'তথাকথিত' পুরোনো আইফোন মডেলগুলি বিশাল ছাড়ে কেনার সুযোগ মিলছে। হ্যাঁ, আপনি এখন কোনো সেল ছাড়াই আইফোন ১৪, আইফোন ১৫ এবং এই জাতীয় আরও বেশ কিছু মডেল ফ্লিপকার্ট থেকে হাজার হাজার টাকা বাঁচিয়ে পকেটে পুড়তে পারেন। আসুন, দেখে নিই কোন আইফোনে কী অফার দিচ্ছে ই-কমার্স সাইটটি।

আইফোন ১৪ প্লাসে ছাড় পাবেন ২৩ হাজার টাকার বেশি

আইফোন ১৪ প্লাসের ১২৮ জিবি বেস স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম এমনিতে ৭৯,৬০০ টাকা। অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে এখন এটি এই একই দামেই উপলব্ধ রয়েছে, তবে ফ্লিপকার্ট, এই আইফোন ২৩,১০১ টাকা ছাড়ে ৫৬,৪৯৯ টাকায় বেচছে। এতে ৫,০০০ টাকার ব্যাঙ্ক অফার ও ৫৫,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধা পাবেন।

সবচেয়ে কম দামে কিনে নিন আইফোন ১৫ প্লাস

অ্যাপলের অফিসিয়াল সাইটে আইফোন ১৫ প্লাসের ১২৮ জিবি বেস মডেলের দাম ৮৯,৬০০ টাকা, তবে ফ্লিপকার্টে এটি মূল দামের চেয়ে ১৫,৬০১ টাকা ছাড়ে ৭৩,৯৯৯ টাকায় মিলছে। ফ্লিপকার্টের লিস্টিং অনুযায়ী, লঞ্চের পর থেকে এটিই এই আইফোনের সর্বনিম্ন দাম। এক্ষেত্রে এতে অতিরিক্তভাবে ইউপিআই ট্রানজাকশনে ১,০০০ টাকার অতিরিক্ত ছাড়, ৩,৭০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার এবং ৫৫,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাবে।

ছাড় পাওয়া যাচ্ছে এই আইফোন মডেলগুলিতে

  • আইফোন ১৩: অ্যাপলের সাইটে এই স্মার্টফোনটির ১২৮ জিবি বেস স্টোরেজ মডেলের দাম ৫৯,৬০০ টাকা, তবে ফ্লিপকার্টে এখন এটি ৫২,৯৯৯ টাকায় অর্থাৎ ৬,৬০১ টাকা কমে পেয়ে যাবেন। এর অন্যান্য স্টোরেজ কনফিগারেশনেও একই ছাড় পাওয়া যাবে, সাথে থাকবে ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ স্কিমের মতো সুবিধাও।
  • আইফোন ১৪: এই আইফোনের ১২৮ জিবি মডেলের আসল দাম ৬৯,৬০০ টাকা তবে ফ্লিপকার্টে থেকে এটি ৫৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এতে ৩,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার এবং সর্বাধিক ৫৫,৯০০ টাকার এক্সচেঞ্জ অফার কাজে লাগানো যাবে।
  • আইফোন ১৫: ফ্লিপকার্টে এর ১২৮ জিবি বেস স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৭৯,৬০০ টাকার বদলে তবে ৬৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। তবে এই ১১,৯০১ টাকা ফ্ল্যাট ছাড়ের সাথে ৩ টাকার বেশি ব্যাঙ্ক অফার ও ৫৫ হাজার টাকার বেশি এক্সচেঞ্জ অফার মিলতে পারে।

Show Full Article
Next Story