iPhone 15 সিরিজের মেগা এন্ট্রি ১২ই সেপ্টেম্বরেই, লঞ্চের ভিডিও শুট করতে শুরু করল Apple

iPhone 15 সিরিজ আগামী মাসেই আত্মপ্রকাশ করতে চলেছে। যদিও Apple -এর তরফ থেকে তাদের এই পরবর্তী-প্রজন্মের আইফোন লাইনআপের...
SUPARNA 24 Aug 2023 9:20 PM IST

iPhone 15 সিরিজ আগামী মাসেই আত্মপ্রকাশ করতে চলেছে। যদিও Apple -এর তরফ থেকে তাদের এই পরবর্তী-প্রজন্মের আইফোন লাইনআপের নির্দিষ্ট কোনো লঞ্চের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে টিপস্টারদের দাবি অনুযায়ী, iPhone 15 সিরিজকে সম্ভবত ১২ই সেপ্টেম্বর উন্মোচন করা হবে। শুধু তাই নয়, সিরিজের ডিভাইসগুলির ডিজাইন, স্পেসিফিকেশন ইত্যাদি কিরকম হবে সেই বিশদও প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। আজ আবার ক্রিস মার্টনেজ (Cris Mart­nez) নামের এক টিকটক ইউজার একটি ভিডিও পোস্ট করেছে, যেখান থেকে ইঙ্গিত মিলেছে যে, ১২ সেপ্টেম্বর iPhone 15 সিরিজের লঞ্চ হওয়ার খবরটি সত্যি হলেও হতে পারে। আসলে প্রকাশ্যে আসা ভিডিওতে, Apple কে তাদের আপকামিং আইফোন সিরিজের জন্য প্রমোশনাল বা প্রচারমূলক ভিডিও শুট করতে দেখা গেছে।

iPhone 15 সিরিজের জন্য প্রচারমূলক ভিডিও শুট করতে দেখা গেল Apple কে

সদ্য প্রকাশ্যে আসা ভিডিওতে, অ্যাপল মেক্সিকো সিটির 'আন্তারা' (Antara) ফ্ল্যাগশিপ স্টোরে অ্যাপলকে তাদের একটি নয়া ডিভাইসের জন্য প্রমোশনাল বা প্রচারমূলক ক্যাম্পাইনের ভিডিও শুট করতে দেখা গেছে। আমাদের অনুমান আইফোন ১৫ সিরিজের জন্য এই শুট করা হচ্ছে। কেননা পূর্বসূরি আইফোন ১৩ এবং আইফোন ১৪ সিরিজের জন্য গাইডেড ট্যুর পরিচালনা করেছিলেন যে অভিনেতা তাকে এবারও ভিডিওতে দেখা গেছে। উপরন্তু ১৫তম প্রজন্মের আইফোন লাইনআপের লঞ্চের টাইমলাইন প্রায় কাছাকাছি এসে পড়েছে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, পূর্ববর্তী আইফোন লাইনআপগুলির প্রমোশনাল বা গাইডেড ট্যুরের ভিডিও শুটিং নিউইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ার কয়েকটি বিশেষ স্থানে করা হয়েছিল। কিন্ত এবার অ্যাপল তাদের শুটিং ডেস্টিনেশন হিসাবে মেক্সিকো সিটি -কে বেছে নিয়েছে। হঠাৎ এইধরণের পরিবর্তন কেন করলো টেক জায়ান্টটি তার কারণ এই মুহূর্তে আমরা বুঝতে পারছি না। তবে এই প্রথমবার সংস্থাটিকে নিজেদের হোম-টাউনের বাইরে অর্থাৎ আন্তর্জাতিক গন্তব্যস্থলে শুট করতে দেখা গেল। যা ইঙ্গিত দিচ্ছে, আসন্ন নন-প্রো এবং প্রো আইফোন মডেলগুলি পূর্বসূরিদের তুলনায় অধিক 'স্পেশাল' তথা উল্লেখযোগ্য আপগ্রেডেশনের সাথে আসবে।

iPhone 15 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

সাম্প্রতিক একাধিক লিক থেকে একটা বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে যে, আপকামিং আইফোন ১৫ সিরিজ একাধিক নয়া এবং আপগ্রেডেড ফিচার অফার করবে। যেমন রেগুলার আইফোন ১৫ মডেলে আইফোন ১৪ সিরিজের প্রো মডেলগুলির ন্যায় ৪৮-মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা বিদ্যমান থাকতে পারে। যেখানে কিনা অ্যাপল তাদের আইফোন সিরিজের স্ট্যান্ডার্ড মডেলগুলিতে ১২ মেগাপিক্সেল রিয়ার সেন্সর দিয়ে থাকে। আইফোন ১৫ ফোনে হয়তো ৩,৮৭৭ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হবে। জানিয়ে রাখি, আইফোন ১৪ ৩,২৭৯ এমএএইচ ব্যাটারির সাথে এসেছিল।

এদিকে আইফোন ১৩ এবং আইফোন ১৪ ফোনের মতো আইফোন ১৫ মডেলে৬.১-ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। তবে অ্যাপল হয়তো এবারের নন-প্রো আইফোনগুলিকে ডায়নামিক আইল্যান্ড নচ সহ লঞ্চ করবে। ফলে নন-প্রো হোক বা প্রো, প্রত্যেকটি আইফোনেই এক সমান ডিজাইন দেখা যাবে। আবার আইফোন ১৫ সিরিজের নো-প্রো মডেলগুলিতে পুরোনো এ১৬ বায়োনিক চিপসেট এবং প্রো মডেল-দ্বয়ে লেটেস্ট এ১৭ বায়োনিক প্রসেসর থাকবে হয়তো। এছাড়া খবর পাওয়া যাচ্ছে, আইফোন ১৫ প্রো ম্যাক্স বা আল্ট্রা ফোনে নতুন পেরিস্কোপ লেন্স দেওয়া হবে, যা ৫-৬এক্স অপটিক্যাল জুম সমর্থন করবে। যদিও সুপরিচিত অ্যাপল ডিভাইস বিশ্লেষক অ্যান্ড্রু ও'হারা (Andrew O'Hara) -এর মতে ডিভাইসটির জুমিং পাওয়ার সর্বাধিক ১০এক্স হবে।

Show Full Article
Next Story