অ্যান্ড্রয়েড-কে টেক্কা Apple-এর, iPhone 15 সিরিজের সাথে থাকবে 150W চার্জিংয়ের ইউএসবি টাইপ সি কেবল
iPhone নাকি Android - প্রতিযোগিতায় এগিয়ে কে? এই নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। এমনকি Samsung, Nothing ইত্যাদি...iPhone নাকি Android - প্রতিযোগিতায় এগিয়ে কে? এই নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। এমনকি Samsung, Nothing ইত্যাদি ব্র্যান্ডগুলিকেও প্রত্যেকটি iPhone সিরিজের প্রায় একসমান ডিজাইন নিয়ে খোটা দিতে দেখে গেছে Apple -কে। আবার টেক জায়ান্ট Google তাদের বিজ্ঞাপনে iPhone -এর ফিচারগত কমতি নিয়ে ঠাট্টাতামাশা করতেও পিছপা হয়নি। যদিও সাম্প্রতিক প্রজন্মের আইফোন মডেলে বেশ কিছু আপগ্রেডেশন নিয়ে আসা হচ্ছে। যার দরুন বেশ কয়েকটি বিভাগে এগিয়ে যাবে Apple ডিভাইসগুলি। তবে চার্জিং ক্যাপাসিটির ক্ষেত্রে Android মোবাইলগুলিকে এখনো ছাপিয়ে যেতে পারেনি টিম কুকের সংস্থাটি। মনে করা হচ্ছে, iPhone 15 সিরিজ হয়তো এই ধারণাকে ভাঙতে চলেছে। কেননা আসন্ন iPhone গুলি ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং ক্যাপাসিটি অফারকারী ইউএসবি টাইপ-সি কেবলের সাথে আসবে বলে খবর মিলেছে।
১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত চার্জিং কেবল সহ আসছে Apple iPhone 15 সিরিজ
অ্যান্ড্রয়েড মোবাইলগুলি যেখানে ২০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, সেখানেই সর্বশেষ প্রজন্মের অর্থাৎ আইফোন ১৪ সিরিজ সর্বাধিক ৩০ ওয়াট চার্জিং স্পিডের সাথে এসেছে। তবে সদ্য প্রকাশ্যে আসা খবরটি যদি সত্যি হয়, তবে আপকামিং আইফোন ১৫ লাইনআপের 'প্রো' মডেলগুলির রিটেল বক্সে পূর্বসূরিদের তুলনায় ৫গুণ দ্রুত চার্জিং সরবরাহকারী কেবল দেওয়া হবে। মনে করা হচ্ছে, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স (বা আল্ট্রা) মডেলের সাথে দেওয়া এই ইউএসবি টাইপ-সি কেবলটি দেওয়া হবে, সেটি দ্রুত ডেটা ট্রান্সফারের জন্য ইউএসবি ৪ জেন ২ প্রোটোকল এবং সর্বোচ্চ ১৫০ ওয়াট পাওয়ার আউটপুট অফার করবে।
Apple iPhone 15 সিরিজের টপ-এন্ড মডেলগুলি কী ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং অফার করবে?
আপনারা যদি ভেবে থাকেন যে - আপকামিং আইফোন লাইনআপের সাথে ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত কেবল দেওয়ার অর্থ ডিভাইসগুলিও ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে, তাহলে ভুল ভাবছেন।MajinBuOfficial নামের এক এক্স (X) ব্যবহারকারীর পোস্ট অনুসারে, "আইফোন ১৫ সিরিজের প্রো মডেলগুলির রিটেল বক্সের সাথে একটি 'টাইপ-সি টু টাইপ-সি' কেবল দেওয়া হবে। ৭০ সেমি দীর্ঘ এই কেবল খুবই শক্তিশালী হবে এবং ইউএসবি-৪ জেন ২ (USB-4 Gen 2) প্রোটোকল সহ ৬০ হার্টজে ৪কে কনটেন্ট ট্রান্সফার করতে সক্ষম হবে এবং ১৫০ ওয়াট পাওয়ার সাপোর্ট করবে।" অর্থাৎ পোস্টে কোথায় উল্লেখ নেই যে আইফোন ডিভাইসগুলিও ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে।
Apple এর iPhone মডেলগুলি অ্যান্ড্রয়েড ডিভাইসের তুলনায় উন্নত ক্যামেরা ও বেশি স্টোরেজ অপশনের সাথে আসে, এটা তো জানা কথা। কিন্তু শুধুমাত্র হাই-ফ্রেম রেটের সাথে ৪কে ভিডিও শুট করলে বা ছবি তুললেই তো হয়না, সেগুলিকে দ্রুততার সাথে ট্রান্সফার করার বিকল্পও থাকা আবশ্যক। তাই হয়তো এবার টেক জায়ান্টটি তাদের পরবর্তী প্রজন্মের আইফোন সিরিজের সাথে ফাস্ট ডেটা ট্রান্সফার কেবল দেওয়ার পরিকল্পনা করছে।
বিগত কয়েক দিনে একাধিক টিপস্টার ও মার্কেট রিসার্চার সংস্থাগুলির তরফ থেকে আসা রিপোর্ট থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে, আসন্ন iPhone 15 সিরিজের 'Pro' মডেলগুলি লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি টাইপ-সি পোর্ট অফার করবে। আর এই পরিবর্তনের ফলে আরও দ্রুত ডেটা ট্রান্সফারের সুবিধা পাওয়া যাবে। Apple iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max মডেল দুটির সাথে থান্ডারবোল্ট ৪ (Thunderbolt 4) কেবল দেওয়া হতে পারে।