বছরের প্রথম 3 মাসে সবচেয়ে বেশি বিকিয়েছে iPhone 15 Pro Max, গোড়াতেই পেছনে Samsung?

চড়া দাম হওয়া সত্ত্বেও, লঞ্চের সাথে সাথেই মানুষের iPhone 15 Pro Max কেনার চাহিদা নতুন রেকর্ড গড়েছিল। এখন বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পর, চলতি…

চড়া দাম হওয়া সত্ত্বেও, লঞ্চের সাথে সাথেই মানুষের iPhone 15 Pro Max কেনার চাহিদা নতুন রেকর্ড গড়েছিল। এখন বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পর, চলতি বছরের প্রথম ত্রৈমাসিক (Q1)-এর বেস্ট সেলিং ফোন হয়ে দাঁড়াল Apple-এর এই লেটেস্ট হাই-এন্ড স্মার্টফোনটিই। কাউন্টারপয়েন্ট রিসার্চ (Counterpoint Research)-এর সোমবারের নতুন রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের প্রথম তিনমাসে iPhone 15 Pro Max সবচেয়ে বেশি বিক্রি হয়েছে – তবে শুধু এই আইফোনটি নয়, উল্লিখিত সময়ে টপ-টেন বেস্ট সেলিং অর্থাৎ শীর্ষ ১০টি সর্বাধিক বিক্রিত স্মার্টফোনের তালিকায় রয়েছে আরও কিছু Apple হ্যান্ডসেট মডেল এবং Samsung-এর মোবাইল।

উল্লেখ্য, এই দুটি সংস্থা, গ্লোবাল মার্কেট শেয়ারের নিরিখে সেরা দশের লিস্টে পিঠোপিঠিভাবে জায়গা দখল করেছে, অন্য কোনো ব্র্যান্ডকে মাঝে আসতেই দেয়নি। তাই লিস্টে এদেরই বিভিন্ন ফোন ঘুরিয়ে ফিরিয়ে দেখা যাবে।

অসময়ে বেড়েছে iPhone 15 Pro Max-এর বিক্রি

বাজার বিশ্লেষকরা বলছেন যে, অ্যাপলের কোনো ‘প্রো ম্যাক্স’ ভ্যারিয়েন্ট এই প্রথমবার ‘অসময়ে’ বা সোজা কথায় বললে সংস্থার নন-সিজ়নাল কোয়ার্টারে প্রথমবারের মতো মার্কেট শেয়ার তথা বিক্রির ক্ষেত্রে শীর্ষস্থান অর্জন করেছে। এক্ষেত্রে স্যামসাংকেও ছাড়িয়ে গেছে মার্কিনি প্রযুক্তি সংস্থাটি – তালিকার প্রথম পাঁচটি স্থানের মধ্যে চারটিই আইফোন, পাঁচ নম্বর জায়গা নিজের দখলে এনেছে জানুয়ারিতে লঞ্চ হওয়া Samsung Galaxy S24 Ultra ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি। এমনিতেই এখন অধিকাংশ মানুষকে প্রিমিয়াম স্মার্টফোনের কেনার দিকে বেশি ঝুঁকতে দেখা যাচ্ছে, এমতাবস্থায় এই নতুন রিপোর্ট ক্রেতাদের অভিজাত মানসিকতা তথা হাই-এন্ড স্মার্টফোনের প্রতি ক্রমবর্ধমান আগ্রহকে হাতে-কলমে তুলে ধরেছে!

কোন স্মার্টফোন কত বেশি বিক্রি হয়েছে?

কাউন্টারপয়েন্ট রিসার্চের রিপোর্টের ভিত্তিতে বলি, টপ-টেন বেস্ট সেলিং স্মার্টফোনের লিস্টের দ্বিতীয় স্থানে রয়েছে iPhone 15, যেখানে তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে iPhone 15 Pro ও কিছুটা পুরোনো মডেল iPhone 14-কে দেখা যাবে। তবে লিস্টের প্রথম চারটি নম্বরে আইফোন থাকলেও, পঞ্চম স্থানে দেখা গেছে Samsung Galaxy S24 Ultra-কে। এরপর Galaxy A15 5G, Galaxy A54, iPhone 15 Plus এবং Galaxy S24 বিক্রির নিরিখে পরপর লিস্টে জায়গা করে নিয়েছে – তালিকাটি শেষ হয়েছে Samsung Galaxy A34-কে দিয়ে। অর্থাৎ বছরের প্রথম ত্রৈমাসিকে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনগুলির মধ্যে পাঁচটি আইফোন, আর পাঁচটি স্যামসাংয়ের গ্যালাক্সি স্মার্টফোন।

AI ফিচারের কারণে লঞ্চের পরপরই লক্ষ্মীলাভ Samsung Galaxy S24 সিরিজের

বিশ্লেষকদের মতে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফ্ল্যাগশিপ সিরিজের লঞ্চের অল্প সময়ের মধ্যে শক্তিশালী সেলিং পারফরম্যান্সের কারণ ফোনগুলির ‘রিফ্রেশ’ ফিচার বা নতুনত্ব এবং জেনারেটিভ এআই (GenAI) প্রযুক্তি। আসলে এস২৪ সিরিজই প্রথম জেনারেটিভ এআই ফিচার নিয়ে বাজারে পৌঁছেছে, যা ইউজারদের অনন্য কন্টেন্ট তৈরি করতে এবং স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে একটি নতুন লেভেলের মিথস্ক্রিয়া (পড়ুন এক্সপিরিয়েন্স) অনুভব করতে দেয়।