কয়েক ঘন্টা পরেই লঞ্চ, Apple iPhone 15 Pro ও iPhone 15 মডেলের মধ্যে দামের ফারাক দেখে নিন

আগামীকালই অর্থাৎ ১২ই সেপ্টেম্বর লঞ্চের মুখ দেখতে চলেছে বহুল প্রতীক্ষিত Apple iPhone 15 সিরিজ। তবে আনুষ্ঠানিকভাবে...
SUPARNA 11 Sept 2023 8:39 PM IST

আগামীকালই অর্থাৎ ১২ই সেপ্টেম্বর লঞ্চের মুখ দেখতে চলেছে বহুল প্রতীক্ষিত Apple iPhone 15 সিরিজ। তবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের আগেই ১৫তম প্রজন্মের আইফোন লাইনআপের কয়েকটি মডেলের দাম ফাঁস হয়েছে। আর আজ সিরিজের স্ট্যান্ডার্ড মডেল ও হাই-এন্ড ডিভাইসের দামের মধ্যে কতটা পার্থক্য থাকবে সেই তথ্য সামনে এসেছে। সদ্য প্রকাশ্যে আসা রিপোর্টে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে যে, Apple iPhone 15 সিরিজের 'Pro' মডেল-দ্বয়ের দাম রেগুলার iPhone 15 -এর থেকে ৩০০ ডলার (প্রায় ২৪,৯০০ টাকা) পর্যন্ত বেশি থাকবে।

Apple iPhone 15 সিরিজের 'Pro' এবং 'Non-Pro' সিরিজের মধ্যে বড়সড় দামের ফারাক নজরে পড়বে

বিগত কয়েক সপ্তাহ ধরে খবর পাওয়া যাচ্ছিলো যে, অ্যাপল চলতি বছর তাদের আপকামিং সিরিজ আইফোন ১৫ -এর 'প্রো' মডেল অর্থাৎ আইফোন ১৫ প্রো (iPhone 15 Pro) এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স / আল্ট্রা (iPhone 15 Pro Max/15 Ultra) -কে পূর্বসূরি আইফোন ১৪ প্রো (iPhone 14 Pro) ও আইফোন ১৪ প্রো ম্যাক্স (iPhone 14 Pro Max) -এর তুলনায় বেশ খানিকটা বর্ধিত দামের সাথে লঞ্চ করার পরিকল্পনা করছে। মূলত প্রো আইফোন মডেলগুলিকে টাইটানিয়াম ফ্রেম, উন্নত পেরিস্কোপ রিয়ার ক্যামেরা এবং আরো অধিক স্টোরেজের সাথে নিয়ে আসা হতে পারে। যেকারণে পূর্বসূরির থেকে উত্তরসূরি মডেলগুলি ১০০ ডলার (প্রায় ৮,২০০ টাকা) অধিক ব্যয়বহুল হতে পারে।

যার অর্থ, আইফোন ১৫ লাইনআপের রেগুলার মডেল অর্থাৎ আইফোন ১৫ এবং 'প্রো' মডেলগুলির মধ্যে বিক্রয় মূল্যের ব্যবধান এই বছর আরো বাড়বে। এই বিষয়ে রিসার্চ ফার্ম ব্লুমবার্গের (Bloomberg) এক অ্যানালিস্ট মার্ক গুরম্যান (Mark Gurman) দাবি করেছেন যে, সিরিজের বেস মডেল এবং প্রো ভ্যারিয়েন্টের মধ্যে প্রায় ২০০ ডলার (প্রায় ১৬,৬০০ টাকা) থেকে ৩০০ মার্কিন ডলারের (২৪,৯০০ টাকা) পার্থক্য নজরে পড়তে পারে। যদি সত্যি এমনটা হয়, তবে ভারতে আসন্ন আইফোন ১৫ মডেলগুলির দাম ভালোই আকাশছোঁয়া থাকবে। কেননা প্রতিবারই, হোম-মার্কেটের তুলনায় এদেশে আইফোনের দাম অনেকটাই বেশি ধার্য করা হয়ে থাকে।

এদিকে গুরম্যানের মতে, আপকামিং iPhone 15 সিরিজের 'প্রো' মডেলগুলির দাম বাড়ানো হলে ফলস্বরূপ টেক জায়ান্টটির রাজস্ব বা রেভেনিউ যথেষ্ট বৃদ্ধি পাবে। কেননা প্রত্যেক বছর একটা বিষয় বিশেষভাবে আমাদের নজরে পড়েছে যে, সিরিজের হাই-এন্ড ভ্যারিয়েন্টগুলি যতটা জনপ্রিয়তা পায় এবং বিশ্বব্যাপী বিক্রি হয়, ততটা ভালো বিক্রয়ের ইতিহাস কিন্তু রেগুলার বা 'প্লাস' মডেলের নেই। ফলে iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max / Ultra -এর দাম বাড়ানো হলে এবং একই সাথে এগুলি ব্যাপকভাবে বিক্রি হলে, স্বাভাবিকভাবেই Apple এর রেভেনিউ উর্দ্ধমুখী হবেই।

Show Full Article
Next Story