iPhone 15: Apple-এর অস্বস্তি! নতুন সিরিজের এই আইফোন হাতে পেতে অপেক্ষা করতে হবে 2 মাস

এক সপ্তাহও হয়নি Apple iPhone 15 সিরিজ লঞ্চ হয়েছে। ইতিমধ্যে এই নতুন প্রজন্মের আইফোনগুলির প্রি-বুকিং প্রক্রিয়া শুরু...
Anwesha Nandi 17 Sept 2023 11:32 AM IST

এক সপ্তাহও হয়নি Apple iPhone 15 সিরিজ লঞ্চ হয়েছে। ইতিমধ্যে এই নতুন প্রজন্মের আইফোনগুলির প্রি-বুকিং প্রক্রিয়া শুরু হয়েছে, আর বিশ্বব্যাপী প্রচুর মানুষ এই প্রিমিয়াম স্মার্টফোনগুলিকে বেশ পছন্দ করছেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, বিপুল চাহিদা দেখে কোম্পানি নিজেই বিস্মিত! এক্ষেত্রে আগামী ২২শে সেপ্টেম্বর মানে প্রি-বুকিং শুরু হওয়ার ঠিক এক সপ্তাহ পর থেকে Apple তাদের নতুন iPhone 15 সিরিজের শিপিং শুরু করবে বলে নিশ্চিত করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে, লেটেস্ট iPhone 15 Pro-এর চাহিদা বিশাল চাহিদা দেখে কোম্পানি ২ মাস পর্যন্ত সময়ের জন্য এর শিপমেন্ট বিলম্বিত করেছে। ফলত, সারা বিশ্বের ক্রেতাদেরই (যারা iPhone 15 Pro প্রি-বুক করেছেন) তাদের কমপক্ষে আগামী ৬ থেকে ৮ সপ্তাহ অপেক্ষা করতে হবে।

লেটেস্ট iPhone 15 Pro হাতে পেতে করতে হবে দীর্ঘ অপেক্ষা

৪৮ ঘন্টাও হয়নি, অ্যাপল আইফোন ১৫ সিরিজের প্রি-বুকিং প্রোগ্রাম লাইভ হয়েছে। কিন্তু এই অল্প সময়ের মধ্যে সিরিজের দুটি টপ-এন্ড 'প্রো' মডেল আইফোন ১৫ প্রো (iPhone 15 Pro) এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স (iPhone 15 Pro Max)-এর ওপর ক্রেতারা কার্যত হামলে পড়েছেন! এই চাহিদা অ্যাপলের প্রত্যাশা ছাড়িয়ে গেছে। এদিকে লক্ষ লক্ষ মানুষ প্রি-বুকিং করার পর ইন্টারনেটে ঝড় তুলেছেন, কারণ তাদের কাঙ্খিত আইফোন মডেলের সম্ভাব্য ডেলিভারি টাইমলাইন নভেম্বর পর্যন্ত বিলম্বিত হবে বলে তারা দেখেছেন।

আবার বিশেষজ্ঞ মার্ক গুরম্যানও রিপোর্ট করেছেন যে আইফোন ১৫ প্রো ম্যাক্সের ভারত, চীন, যুক্তরাজ্য এবং কানাডা অঞ্চলে ডেলিভারি হতে ৮ সপ্তাহ পর্যন্ত দেরি হবে। এক্ষেত্রে নতুন আইফোনের হোম ডেলিভারি এবং ইন-স্টোর পিকআপ উভয়ের ক্ষেত্রেই সময় লাগবে। যাইহোক, সমস্ত কিছু দেখে মনে হচ্ছে, অ্যাপল আইফোন ১৫ সিরিজের আপগ্রেড অনেক ইউজারকে নতুন আইফোন কিনতে আকৃষ্ট করেছে। যদিও সিরিজের প্রো মডেলের দাম শুরু হয়েছে ১,৩৪,৯০০ টাকা থেকে৷

নতুন iPhone তৈরিতেই লাগবে সময়

কাউন্টারপয়েন্ট রিসার্চের মতে, অ্যাপল, বর্তমানে শুধুমাত্র চীনেই আইফোন 'প্রো' মডেলগুলি তৈরি করে। তাই আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্সের উৎপাদন বাড়ানোর জন্য কোম্পানির কাছে অন্য কোনো বিকল্প বা উৎস নেই। তাই তুমুল চাহিদার সাথে সাথে কোম্পানি এবং ক্রেতা উভয়েরই অস্বস্তি বাড়বে! প্রসঙ্গত উল্লেখ্য, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স দুটি মডেলেরই এবছর বিল্ড কোয়ালিটিতে পরিবর্তন আনা হয়েছে। অ্যাপল এদের চ্যাসিসে স্টেইনলেস স্টীলের বদলে টাইটেনিয়াম অ্যালয় ব্যবহার করেছে। এগুলিতে সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে, নতুন এ১৭ বায়োনিক চিপসেট সহ এসেছে। এটা প্রথম মোবাইল প্রসেসর (৩এনএম প্রসেসে নির্মিত), ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮০৩ প্রাইমারি সেন্সর, ইউএসবি টাইপ সি পোর্ট ইত্যাদি ফিচার মিলবে।

Show Full Article
Next Story