iPhone 15 সিরিজ লঞ্চের আগেই দাম কমলো iPhone 11 থেকে iPhone 14 Pro এর, দেখুন কার দাম এখন কত

আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই সম্ভবত লঞ্চ হতে চলেছে Apple iPhone 15 সিরিজ। আপকামিং এই আইফোন লাইনআপের ডিভাইসগুলিকে পূর্বসূরিদের থেকে তুলনায় উন্নত…

আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই সম্ভবত লঞ্চ হতে চলেছে Apple iPhone 15 সিরিজ। আপকামিং এই আইফোন লাইনআপের ডিভাইসগুলিকে পূর্বসূরিদের থেকে তুলনায় উন্নত ফিচার এবং একাধিক আপগ্রেডেশনের সাথে নিয়ে আসা হবে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। আর এই কারণে আপকামিং আইফোনগুলির দামও বাড়ার সম্ভাবনা রয়েছে।

তাই অনেক ক্রেতা পুরোনো প্রজন্মের আইফোন কেনার প্রতি আগ্রহ প্রকাশ করছেন। iPhone 15 সিরিজের পরিবর্তে তারা iPhone 11, iPhone 12, iPhone 13 বা iPhone 14 সিরিজের ফোন কেনার কথা ভাবছেন। এক্ষেত্রে আপনিও যদি পুরোনো প্রজন্মের আইফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তবে আমাদের এই প্রতিবেদন থেকে বিভিন্ন আইফোন মডেলের বর্তমান দাম জেনে নিন। প্রতিবেদনে উল্লেখিত প্রত্যেকটি মডেল Flipkart -এ এক্সচেঞ্জ অফারের সাথে তালিকাভুক্ত রয়েছে।

Apple iPhone 11 (64GB Storage): ৪১,৯৯৯ টাকা

আইফোন ১১ হল ফেস আইডি ফিচারের সাথে আসা অ্যাপলের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের মডেল। যদিও এতে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করে না, এটি একটি ৪জি-এনাবল হ্যান্ডসেট। ফিচারের কথা বললে এতে -৬.১-ইঞ্চির এইচডি লিকুইড রেটিনা ডিসপ্লে প্যানেল, ইন-হাউস এ১৩ বায়োনিক (A13 Bionic) চিপসেট, ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ (১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর) পাওয়া যাবে। এছাড়া আইফোন ১১ মডেলটি একবার চার্জে ১৪ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম অফার করতে সমর্থ।

Apple iPhone 12: ৫১,৯৯৯ টাকা

একটি নয়া আইফোন কেনার জন্য যাদের বাজেট ৫৫,০০০ টাকারও কম, তাদের জন্য আইফোন ১২ আদর্শ। আইফোন ১১ একটি ৪জি কানেক্টিভিটির হ্যান্ডসেট হলেও, এটি ৫জি সংযোগ অফার করে। প্রিমিয়াম ডিজাইনের এই মডেলে ৬.১ ইঞ্চির এইচডি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে মিলবে। এছাড়া – সংস্থার নিজস্ব এ১৪ বায়োনিক প্রসেসর, আইওএস ১৪ অপারেটিং সিস্টেম, ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম (১২ মেগাপিক্সেল প্রাইমারি + ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল) এবং ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। সর্বোপরি আইফোন ১২ মডেলে ম্যাগসেফ (MagSafe) চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

Apple iPhone 13: ৫৯,৯৯৯ টাকা

ভালো ক্যামেরা সেটআপ এবং ব্যাটারি লাইফের সাথে একটি অ্যাপল ডিভাইস কিনতে চাইলে, আইফোন ১৩ সেরা বিকল্প। আলোচ্য ডিভাইসের বিশেষত্ব সারসংক্ষেপে আলোচনা করলে, এতে – ৪৬০ পিপিআই পিক্সেল ডেনসিটি সমর্থিত ৬.১-ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে রয়েছে। উন্নত পারফরম্যান্সের জন্য ৫ এনএম প্রসেসিং নোড ভিত্তিক এ১৫ বায়োনিক প্রসেসর এবং ফোর-কোর জিপিইউ রয়েছে। এছাড়া আইওএস ১৫ ওএস চালিত এই আইফোনে – ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, ৪কে (4K) ভিডিও শুটে সক্ষম ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ (১২ মেগাপিক্সেল প্রাইমারি + ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি), ম্যাগসেফ চার্জিং সমর্থিত ৩,২৪০ এমএএইচ ব্যাটারি এবং ওয়াই-ফাই ৬ কানেক্টিভিটি বিকল্প বর্তমান।

Apple iPhone 14: ৬৭,৯৯৯ টাকা

আসন্ন আইফোন ১৫ সিরিজের লঞ্চ সম্মুখীন হওয়ায়, অ্যাপলের সর্বশেষ প্রজন্মের আইফোন সিরিজের বেস মডেলের দামও কমানো হয়েছে। এতে – ডলবি ভিশন ও ৬০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.১-ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর OLED ডিসপ্লে, এ১৫ বায়োনিক চিপসেট, আইওএস ১৬ ওএস, এফ/১.৯ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেলের সেলফি সেন্সর এবং ফেস আইডি উপলব্ধ। আবার ডিভাইসটি ফ্লাট-এজ অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে আসায় পূর্বসূরির থেকে অধিক আকর্ষণীয় লুক অফার করে।

Apple iPhone 14 Pro: ১,১৯,৯৯৯ টাকা

অ্যাপলের এই প্রিমিয়াম আইফোনটিও এই মুহূর্তে ডিসকাউন্টের সাথে ফ্লিপকার্টে তালিকাভুক্ত। ডায়নামিক আইল্যান্ড নচ ডিজাইনের সাথে আসা আইফোন ১৪ প্রো মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এগুলি হল – OIS সহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৩এক্স অপ্টিকাল জুম সহ ১২ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর এবং ১২০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর ডিভাইসের সামনে ১২ মেগাপিক্সেলের ট্রুডেপ্থ সেলফি ক্যামেরা দেখা যাবে। এছাড়া এতে – ৬.১-ইঞ্চির সুপার রেটিনা XDA অলওয়েজ অন OLED ডিসপ্লে, এ১৬ বায়োনিক চিপসেট, ১ টেরাবাইট ইন-বিল্ট স্টোরেজ, এবং ৩,২০০ এমএএইচেরর লিথিয়ান-আয়ন ব্যাটারি মিলবে। মেটাল গ্লাস বিল্ড সহ আসা এই মডেলটি বর্তমানে ভারতীয় বাজারে উপলব্ধ অন্যতম সেরা আইফোন।