10000 টাকারও বেশি সস্তায় মিলছে Apple iPhone 15, কোথা থেকে কিনবেন দেখে নিন
উৎসবের মরসুমে বিভিন্ন স্মার্টফোনেই আকর্ষণীয় অফার পাওয়া যাচ্ছে। Flipkart, Amazon থেকে শুরু করে Croma, Vijay Sales-এর মতো...উৎসবের মরসুমে বিভিন্ন স্মার্টফোনেই আকর্ষণীয় অফার পাওয়া যাচ্ছে। Flipkart, Amazon থেকে শুরু করে Croma, Vijay Sales-এর মতো অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলির কারণে সস্তায় পছন্দের ফোন কেনা খুব সহজ হয়ে গেছে। তাছাড়া ব্র্যান্ডগুলিও স্বতন্ত্রভাবে ছাড় বা নানাবিধ অফার দিচ্ছে। তবে আপনি যদি আইফোন কেনার পরিকল্পনায় থাকেন, তাহলে পড়শি দেশ চীন এখন ঠিক এভাবে আপনার ইচ্ছেপূরণের পাশাপাশি টাকা বাঁচানোর সুযোগ দেবে! ব্যাপারটা বুঝলেননা? আসলে PDD Holdings-এর Pinduoduo এবং Alibaba-র Taobao-এর মতো চীনা ই-কমার্স প্ল্যাটফর্মগুলি এখন গত মাসে লঞ্চ হওয়া Apple iPhone 15 সিরিজ ব্যাপক ছাড়ে কেনার সুযোগ দিচ্ছে। এক্ষেত্রে কিছু মডেল এদের MRP-র চেয়ে ১২৩ ডলার (প্রায় ১০,২২৭ টাকা) কমে বিক্রি হচ্ছে বলে সংবাদমাধ্যম রয়টার্সের রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷
কত দামে মিলছে লেটেস্ট iPhone 15 সিরিজ?
রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, পিনডুওডুও প্ল্যাটফর্মটি iPhone 15 Plus-এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৬,০৯৮ ইউয়ানে (প্রায় ৬৯,৩০৮ টাকা) পাওয়া যাচ্ছে, যার আসল দাম ৬,৯৯৯ ইউয়ান (প্রায় ৭৯,৫৪৮ টাকা)। এদিকে iPhone 15 Pro Max-এর ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১১,৯৯৯ ইউয়ান (প্রায় ১,৩৬,৩৭৭ টাকা)-এর পরিবর্তে আলিবাবার তাওবাও ই-কমার্স প্ল্যাটফর্মে ১০,৬৯৮ ইউয়ান (ভারতীয় মূল্যে ১,২১,৫৯০ টাকা) কেনা যাবে৷
কেন চীনে এত কম দাম iPhone 15 সিরিজের?
রিসার্চারদের মতে, অ্যাপলের নতুন আইফোন ১৫ সিরিজ চীনে বিক্রির ক্ষেত্রে তেমন সাড়া ফেলতে পারেনি। কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যের ভিত্তিতে বলা যায়, আইফোন ১৪ (iPhone 14)-এর তুলনায়, বাজারে পা রাখার পর প্রথম ১৭ দিনের মধ্যে চীনে লেটেস্ট আইফোনের বিক্রয় ৪.৫ শতাংশ হ্রাস পেয়েছে। সেক্ষেত্রে ওই দেশে আইফোন ১৫-এর চাহিদা বাড়াতে কোম্পানি অনেক ব্যাঙ্ক বা প্ল্যাটফর্মের সাথে অংশীদারিত্ব করেছে, যাতে ফোনগুলি বেশি ছাড়ে কেনা যায়।
Apple iPhone 15 সিরিজের বিশেষত্ব
অ্যাপলের লেটেস্ট আইফোন ১৫ সিরিজের অধীনে মোট চারটি ফোন লঞ্চ হয়েছে যেগুলিতে আপগ্রেডেড ক্যামেরা, চিপসেট, স্যাটেলাইট কানেক্টিভিটি ইত্যাদি স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। সিরিজের নন-প্রো মডেলগুলি এখন কার্যক্ষমতার দিক থেকে আরও ভাল ফলপ্রসূ হবে – যেমন, এগুলিতে আপনি আরও ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। সবচেয়ে বড় ব্যাপার হল যে, কোম্পানি এই ফোনগুলিতে ইউএসবি টাইপ সি পোর্টও দিয়েছে।