iPhone 15 সিরিজের ফোন কে টেক্কা Android মোবাইলের, Apple ধার করল এই চার ফিচার

২০২৩ সালের আইফোন মডেলগুলি একাধিক বিশেষ ফিচারের অধিকারী হবে বলে দাবি করেছিল টেক জায়ান্ট Apple। গত ১২ই সেপ্টেম্বর...
SUPARNA 18 Sept 2023 11:34 AM IST

২০২৩ সালের আইফোন মডেলগুলি একাধিক বিশেষ ফিচারের অধিকারী হবে বলে দাবি করেছিল টেক জায়ান্ট Apple। গত ১২ই সেপ্টেম্বর 'ওয়ান্ডারলাস্ট' লঞ্চ ইভেন্টে iPhone 15 সিরিজের উপর থেকে পর্দা সরানোর পর দেখা যায় এই দাবি ১০০% সত্যি। এই বছরের আইফোন মডেলগুলিতে Apple ভক্তরা ঠিক যেরকম ফিচারের উপস্থিতি আশা করেছিলেন, তার প্রায় প্রত্যেকটিই পূরণ করেছে Apple। আলোচ্য লাইনআপের iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max মডেলে এবার লাইটেনিং পোর্টের পরিবর্তে ইউএসবি টাইপ-সি পোর্ট দেওয়া হয়েছে। তবে উল্লেখিত বৈশিষ্ট্যটির পাশাপাশি Apple তাদের এই নয়া আইফোনগুলির জন্য আরো তিনটি ফিচার Android ডিভাইসের থেকে ধার করেছে। নিচে এই বিষয়ে বিস্তারে আলোচনা করা হল…

Android স্মার্টফোনের এই ৪টি ফিচার ধার করেছে Apple iPhone 15 সিরিজ

ইউএসবি টাইপ-সি পোর্ট

চলতি বছরের শুরুতে ইউরোপীয় ইউনিয়ন (EU) সমস্ত স্মার্টফোন এবং গ্যাজেটের জন্য একটি সাধারণ চার্জিং স্ট্যান্ডার্ড অনুসরণ করার নিয়ম জারি করেছিল। যার ফলে ২০২৩ সালে অ্যাপল তাদের নতুন আইফোন ১৫ সিরিজকে লাইটনিং পোর্টের পরিবর্তে ব্যাপকভাবে ব্যবহৃত ইউএসবি টাইপ-সি পোর্টের সাথে লঞ্চ করতে বাধ্য হয়েছে বলে মনে করা হচ্ছে। সিরিজের আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্সের সাথে আসা দেওয়া ইউএসবি ৩ কেবলটি ১০Gbps গতিতে ফাইল ট্রান্সফার করতে সক্ষম। যেখানে কিনা পুরানো লাইটনিং কেবলটি মাত্র ৪৮০Mbps স্পিড অফার করতো। তুলনার খাতিরে জানিয়ে রাখি, স্যামসাং গ্যালাক্সি এস২৩ (Samsung Galaxy S23) সিরিজের সাথে প্রদত্ত টাইপ-সি কেবলটি ২০Gbps স্পিড প্রদানে সক্ষম। প্রসঙ্গত, ২০১৫ সালে লিইকো (LeEco) কোম্পানিটি সর্বপ্রথম তাদের ফোনে ইউএসবি টাইপ-সি পোর্টের ব্যবহার করেছিল। তারপর ধীরে ধীরে প্রায় প্রত্যেকটি অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট নির্মাতাই তাদের ডিভাইসে টাইপ-সি পোর্ট উপলব্ধ করতে থাকে।

পেরিস্কোপ ক্যামেরা

নতুন iPhone 15 মডেলগুলির সাথে পেরিস্কোপ ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফিচারটিও অ্যান্ড্রয়েড ডিভাইসের থেকে ধার করেছে Apple। জানিয়ে রাখি, ২০১৯ সালে হুয়াওয়ে (Huawei) সংস্থাটি প্রথম তাদের পি৩০ প্রো (P30 Pro) স্মার্টফোনকে পেরিস্কোপ ক্যামেরার সাথে লঞ্চ করেছিল। বর্তমানে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা (Samsung Galaxy S23 Ultra) মডেলটি সর্বাধিক অর্থাৎ ১০এক্স অপটিক্যাল জুম যুক্ত পেরিস্কোপ লেন্সের সাথে উপলব্ধ। বিপরীতে নতুন অ্যাপল আইফোন সিরিজ ৫এক্স অপটিক্যাল জুম যুক্ত পেরিস্কোপ ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে।

3D ভিডিও রেকর্ডিং

iPhone 15 সিরিজের iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max মডেল দুটির সাথে ৩ডি ভিডিও রেকর্ডিংয়ের সুবিধাও প্রদান করেছে Apple। জানিয়ে রাখি, এইচটিসি (HTC) প্রথম ২০১৭ সালে ৩ডি ভিডিও রেকর্ডিং ফিচারটি চালু করেছিল। তৎকালীন সময়ে এইচটিসি ইভো ৩ডি (HTC EVO 3D) ফোনে এই ফিচারকে অন্তর্ভুক্ত করা হয়।

টাইটানিয়াম ফ্রেম:

টেক জায়ান্ট অ্যাপল প্রত্যেকবার তাদের আইফোন মডেলগুলিকে স্টেইনলেস স্টিল বডির সাথে নিয়ে আসে। তবে এই বছর সংস্থাটি একটু ব্যতিক্রমী ভূমিকা পালন করে, তাদের লেটেস্ট আইফোন ১৫ মডেলগুলিকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ন্যায় টাইটানিয়াম ফ্রেমের সাথে লঞ্চ করেছে। অর্থাৎ প্রথমবার আইফোনে টাইটানিয়াম চ্যাসিস দেখা যাবে। যদিও অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে এই ফিচারটি খুব একটা নতুন নয়। ২০১৭ সালে 'এসেন্সিয়াল প্রোডাক্টস' (Essential Products) কোম্পানিকে তাদের 'এসেন্সিয়াল ফোন' (Essential Phone) নামের একটি হ্যান্ডসেটে প্রথম টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করতে দেখা যায়। আবার এই ফোনেই প্রথম নচ কাটআউট ডিসপ্লে দেওয়া হয়েছিল।

Show Full Article
Next Story