আইফোনের ইতিহাসে প্রথমবার, iPhone 15 Ultra আসছে ১০এক্স জুমের সাথে, টেক্কা দেবে Samsung Galaxy S23 Ultra কে

Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনটি তার ক্যামেরা সেন্সরের জন্য বেশ জনপ্রিয়। অসাধারণ জুম সাপোর্টের কারণে Samsung-এর এই স্মার্টফোনের মাধ্যমে পৃথিবী থেকে চাঁদের একটি পরিষ্কার ছবি…

Samsung Galaxy S23 Ultra স্মার্টফোনটি তার ক্যামেরা সেন্সরের জন্য বেশ জনপ্রিয়। অসাধারণ জুম সাপোর্টের কারণে Samsung-এর এই স্মার্টফোনের মাধ্যমে পৃথিবী থেকে চাঁদের একটি পরিষ্কার ছবি ক্লিক করা যায়। তবে খুব শীঘ্রই Samsung-এর এই স্মার্টফোনটিকে টক্কর দিতে বাজারে আসছে Apple-এর একটি নতুন স্মার্টফোন। রিপোর্ট অনুযায়ী, Apple iPhone 15 Ultra-তে Samsung Galaxy S23 Ultra-এর মতো জুম সাপোর্ট দেওয়া হতে পারে।

iPhone 15 Ultra-তে পাওয়া যাবে Samsung Galaxy S23 এর মত জুম সাপোর্ট

এর আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, Apple iPhone 15 Ultra ফোনে টেলিফোটো পেরিস্কোপিক লেন্স থাকবে। এছাড়াও, এতে দেওয়া হবে ৫এক্স এবং ৬এক্স জুম সাপোর্ট। কিন্তু এখন একটি রিপোর্টে বলা হয়েছে যে, আসন্ন এই আইফোনে ১০এক্স জুম সাপোর্ট থাকতে পারে। আর যদি এই দাবি সত্যি হয় তাহলে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা স্মার্টফোনের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে অ্যাপলের আসন্ন আইফোন ১৫ আল্ট্রা মডেলটি।

এদিকে আশা করা যাচ্ছে Apple এর নতুন স্মার্টফোনে ১০ এক্স ডেডিকেটেড লেন্স দেওয়া হতে পারে। এছাড়াও, দুটি ভিন্ন জুম সাপোর্ট সহ ভ্যারিয়েবল জুম লেন্সও থাকতে পারে। আবার, আগের একটি রিপোর্টে বলা হয়েছিল যে, আল্ট্রা মডেলে ৬.৭ ইঞ্চির একটি বড় ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি থাকবে।

iPhone 15 সিরিজে পাওয়া যাবে স্লিম বেজেলস সাপোর্ট

আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স ফোন দুটিতে টাইটানিয়াম ফ্রেম এবং মিউট করার জন্য অ্যাকশন বাটন দেওয়া হতে পারে। আর এগুলিতে পারফরম্যান্সের জন্য ৩এনএম এ১৭ বায়োনিক চিপসেট থাকতে পারে। আবার ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ এই মডেল দুটিতে সবথেকে পাতলা বেজেল এবং নতুন ক্যামেরা সেন্সর পাওয়া যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন