Apple iPhone 15 vs iPhone 15 Pro: সস্তা আইফোন ১৫ ও দামি আইফোন ১৫ প্রো এর মধ্যে পার্থক্য কি আছে দেখুন

প্রতিশ্রুতি মতো গত ১২ই সেপ্টেম্বর Apple তাদের লেটেস্ট iPhone 15 সিরিজের উপর থেকে পর্দা সরিয়েছে। প্রত্যেক বছরের ন্যায়...
SUPARNA 21 Sept 2023 8:28 PM IST

প্রতিশ্রুতি মতো গত ১২ই সেপ্টেম্বর Apple তাদের লেটেস্ট iPhone 15 সিরিজের উপর থেকে পর্দা সরিয়েছে। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আলোচ্য লাইনআপের অধীনে মোট চারটি মডেল আত্মপ্রকাশ করেছে, যথা - iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max। এক্ষেত্রে বহু ক্রেতাকেই একটা বিষয়ে বেশ বিভ্রান্তি প্রকাশ করতে দেখে গেছে যে, কম দামে সিরিজের বেস মডেল অর্থাৎ iPhone 15 কেনা উচিত হবে নাকি একটু বেশি টাকা খসিয়ে iPhone 15 Pro খরিদ করা লাভজনক হবে। এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদের প্রথমেই আলোচ্য দুটি 'Non-Pro' ও 'Pro' মডেলের মধ্যেকার ফিচার ও দামের পার্থক্য জানতে হবে।

Apple iPhone 15 vs iPhone 15 Pro : দাম

অ্যাপল আইফোন ১৫ মডেলের ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৭৯,৯০০ টাকা। আর উচ্চতর ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ অপশনকে যথাক্রমে ৮৯,৯০০ টাকায় ও ১,০৯,৯০০ টাকায় লঞ্চ করা হয়েছে। এটি - ব্ল্যাক, গ্রীন, ব্লু, ইয়েলো ও পিঙ্ক কালারে এসেছে।

আর অ্যাপল আইফোন ১৫ প্রো মডেলের ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১,৩৪,৯০০ টাকা ধার্য করা হয়েছে। আর ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টেরাবাইট স্টোরেজ অপশনকে যথাক্রমে ১,৪৪,৯০০ টাকায়, ১,৬৪,৯০০ টাকায় ও ১,৮৪,৯০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এটিকে ব্ল্যাক টাইটেনিয়াম, হোয়াইট টাইটেনিয়াম, ন্যাচেরাল টাইটেনিয়াম ও ব্লু টাইটেনিয়াম কালারে পাওয়া যাবে।

Apple iPhone 15 vs iPhone 15 Pro : ডিসপ্লে, সেন্সর

ফ্রস্টেড গ্লাস ব্যাক প্যানেল যুক্ত অ্যাপল আইফোন ১৫ মডেলে ৬.১-ইঞ্চির রেটিনা XDR OLED ডিসপ্লে রয়েছে, যা ২,০০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। আলোচ্য ডিভাইসের বিশেষত্ব হল, এর ডিসপ্লের উপরি দিকে ডায়নামিক আইল্যান্ড উপস্থিত। ইউজারদের ডেটা নিরাপদ রাখার জন্য এতে ফেস আইডি ফিচারের সুবিধা পাওয়া যাবে।

টাইটেনিয়াম অ্যালয় বডির সাথে আসা অ্যাপল আইফোন ১৫ প্রো মডেলে ৬.১-ইঞ্চির (২৫৫৬ x ১১৭৯ পিক্সেল) সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে ২০০০ নিট পিক ব্রাইটনেস প্রদানের পাশাপাশি এলটিপিও প্রযুক্তির সাপোর্টও অফার করে। একই সাথে, টাচস্ক্রিনটি অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট (প্রো-মোশন) ও অলওয়েজ অন‌ ডিসপ্লে ফিচারের সাথে এসেছে। এছাড়া সিকিউরিটি ফিচার হিসাবে এতে ফেস আইডি উপলব্ধ।

Apple iPhone 15 vs iPhone 15 Pro : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‌্যাম, স্টোরেজ

সদ্য লঞ্চ হওয়া অ্যাপল আইফোন ১৫ মডেলে সংস্থা বিকশিত পুরোনো প্রজন্মের ৪এনএম প্রসেসিং নোড ভিত্তিক এ১৬ বায়োনিক প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে লেটেস্ট আইওএস ১৭ প্রি-লোডেড থাকছে। এটিকে - সর্বোচ্চ ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি / ৫১২ জিবি স্টোরেজের সাথে লঞ্চ করা হয়েছে ।

অ্যাপল আইফোন ১৫ প্রো মডেলে সংস্থার নতুন তথা বিশ্বের প্রথম ৩এনএম প্রসেসিং নোড ভিত্তিক এ১৭ বায়োনিক চিপসেট আছে। এটি একটি ৬ কোর প্রসেসর, যার সাথে ৬ কোর জিপিইউ উপস্থিত। আলোচ্য হ্যান্ডসেট লেটেস্ট আইওএস ১৭ (iOS 17) অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। আর স্টোরেজ হিসাবে এতে ৮ জিবি র‌্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত রম মিলবে।

Apple iPhone 15 vs iPhone 15 Pro : ক্যামেরা সেটআপ

Apple iPhone 15 মডেলে ডুয়েল-LED ডুয়েল-টোন ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান৷ এক্ষেত্রে প্রাইমারি ক্যামেরা হিসাবে এফ/১.৬ অ্যাপারচার সমর্থিত ৪৮ মেগাপিক্সেলের সনি সেন্সর রয়েছে। আবার সহায়ক ক্যামেরা হিসাবে - এফ/২.৪ অ্যাপারচার ও ১২০˚ ফিল্ড-অফ-ভিউ সহ ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অন্তর্ভুক্ত৷ ডিভাইসটির সামনে ১২ মেগাপিক্সেলের সেলফি শুটার লক্ষ্যণীয়। প্রসঙ্গত নবাগত এই আইফোন মডেলটি বেশ কয়েকটি নতুন ক্যামেরা ফিচার অফার করে। যেমন, নতুন ক্যামেরা সিস্টেমে ইউজারদের আর পোট্রেট মোডে আলাদা করে স্যুইচ করতে হবে না। কেননা কোনও বিষয়বস্তু শনাক্ত হলে মেশিন লার্নিং স্বয়ংক্রিয়ভাবে তাতে ডেপ্থ যোগ করবে। এছাড়া আলোচ্য হ্যান্ডসেটটি স্মার্ট HDR ফিচারের সাথে এসেছে, যা আরো উন্নত স্কিন টোন, উজ্জ্বল হাইলাইট, আরও ভাল মিডটোন এবং শ্যাডো অফার করে।

Apple iPhone 15 Pro -কে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেমের সাথে নিয়ে আসা হয়েছে। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৭৮ অ্যাপারচার ও অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সমর্থিত ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮০৩ প্রাইমারি সেন্সর, ৩এক্স জুম সহ ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং এফ/২.২ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। যার মধ্যে মুখ্য সেন্সরটি আবার কম আলোয় দুর্দান্ত ফটোগ্রাফি অফার করবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসে এফ/১.৯ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

Apple iPhone 15 vs iPhone 15 Pro : ব্যাটারি, চার্জিং ক্যাপাসিটি

অ্যাপল আইফোন ১৫ -এ পাওয়ার ব্যাকআপের জন্য ৩,৮৭৭ এমএএইচ ক্যাপাসিটির লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারি ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৭.৫ ওয়াট ওয়্যারলেস কিউআই (Qi) চার্জিং অফার করে। সংস্থার দাবি অনুসারে, মাত্র ৩০ মিনিটের চার্জে এই ব্যাটারিটি স্বয়ং ৫০% পর্যন্ত চার্জ হতে সক্ষম।

অ্যাপল আইফোন ১৫ প্রো মডেলের ব্যাটারি ও চার্জিং ক্যাপাসিটির বিশদ এখনও প্রকাশ্যে নিতে আসা হয়নি। তবে মনে করা হচ্ছে, ডিভাইসটি স্ট্যান্ডার্ড মডেলের মতোই ১৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৭.৫ ওয়াট ওয়্যারলেস কিউআই (Qi) চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।

Apple iPhone 15 vs iPhone 15 Pro : পরিমাপ

আইফোন ১৫ মডেলের পরিমাপ ১৪৭.৬x৭১.৬x৭.৮ মিমি এবং ওজন ১৭১ গ্রাম।

অ্যাপল আইফোন ১৫ প্রো -এর পরিমাপ ১৪৬.৬x৭০.৬x৮.৩ মিমি এবং ওজন ১৮৭ গ্রাম।

Show Full Article
Next Story