শেষমেষ অ্যান্ড্রয়েডের পথেই অ্যাপল? iPhone 16 সিরিজে প্রথম দেখা যেতে পারে এই ফিচার

iPhone 15 সিরিজ সবেমাত্র মাস দুয়েক হল বাজারে পা রেখেছে, ফলে একে এখনও নতুনই বলা চলে। কিন্তু এর মধ্যেই উত্তরসূরি iPhone 16 সিরিজ সম্পর্কে নানা…

iPhone 15 সিরিজ সবেমাত্র মাস দুয়েক হল বাজারে পা রেখেছে, ফলে একে এখনও নতুনই বলা চলে। কিন্তু এর মধ্যেই উত্তরসূরি iPhone 16 সিরিজ সম্পর্কে নানা জল্পনা ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে৷ যে সব খবর সামনে এসেছে, তার মধ্যে সবচেয়ে বেশি চর্চা চলছে iPhone 16 Pro মডেলগুলিতে সাধারণ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মতো ডায়নামিক আইল্যান্ডের পরিবর্তে পাঞ্চ-হোল কাটআউট থাকার সম্ভাবনা নিয়ে।

iPhone 16 সিরিজে পারে পাঞ্চ-হোল কাটআউট দেখা যেতে পারে

ডায়নামিক আইল্যান্ড ফিচারটি আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলের হাত ধরে প্রকাশ্যে এসেছে। এটি একটি অভিনব ডিজাইন এলিমেন্ট, যা ক্যামেরা এবং ফেস আইডি সেন্সরকে ইন্টিগ্রেট করে। সমলোচকরা মিশ্র প্রতিক্রিয়া দিলেও, কোনও সন্দেহ নেই যে এটি দীর্ঘদিন ধরেই চর্চার বিষয় হয়ে উঠেছিল।

এখন, টিপস্টার মাজিন বু জানিয়েছেন যে, অ্যাপল বর্তমানে ডায়নামিক আইল্যান্ডের পরিবর্তে হোল-পাঞ্চ কাটআউট সহ আইফোন ১৬ প্রো-এর একটি প্রোটোটাইপ পরীক্ষা করছে। তথ্যটি সত্য হলে, আইফোনের জন্য একটি উল্লেখযোগ্য পরিবর্তন হবে। কারণ এটি পিল-আকৃতির কাটআউটের প্রয়োজনীয়তা দূর করবে, যা লেটেস্ট আইফোনের একটি বৈশিষ্ট্য।

তবে ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালট্যান্টস (DSCC)-এর সিইও রস ইয়ং-এর মতো বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে, ডাইনামিক আইল্যান্ড ফিচারটি আইফোন লাইনআপে অন্তত আরও এক বছর দেখা যাবে। রস ইয়াং দাবি করেছেন যে, iPhone 16 সিরিজের চারটি মডেলেই ডায়নামিক আইল্যান্ড থাকবে এবং প্রো মডেলগুলির ডিসপ্লের উল্লেখ্যযোগ্য পরিবর্তন হিসেবে আকার বৃদ্ধির দিকেই ইঙ্গিত করেছেন তিনি।

রস মনে করেন, আগামী ২০২৫ সালের লাইনআপে আরও বেশি উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাওয়া যাবে, তার মতে সম্ভবত নন-প্রো এবং প্রো মডেলগুলির স্ক্রিনের আকার সমান করা হবে৷ অর্থাৎ, iPhone 17 এবং iPhone 17 Pro উভয় মডেলেই ৬.৩ ইঞ্চির ডিসপ্লে থাকবে, যেখানে iPhone 17 Plus এবং iPhone 17 Pro Max- দুই মডেলেই ৬.৯ ইঞ্চির স্ক্রিন থাকবে।

এছাড়াও, রস ইয়াং ভবিষ্যদ্বাণী করেছেন যে ডায়নামিক আইল্যান্ড ২০২৫ সালের নন-প্রো (স্ট্যান্ডার্ড এবং প্লাস) মডেলগুলিতেও পাওয়া যাবে এবং প্রথমবারের মতো এই লো-এন্ড ফোনগুলিতে প্রোমোশন ১২০ হার্টজ ডিসপ্লে ব্যবহার করা হবে। অন্যদিকে, iPhone 17 Pro সিরিজের স্ক্রিনে একটি হোল-পাঞ্চ কাটআউট সহ আন্ডার-ডিসপ্লে ফেস আইডি মডিউল দেখা যাবে বলেই মত রস ইয়াংয়ের।