ক্যামেরায় নিজেকে ছাপিয়ে যাবে iPhone, ঘুম কাড়বে DSLR-এর, Apple-র গোপন খবর লিক

Apple iPhone 15 সিরিজ আর মাস দুয়েকের মধ্যে বাজারে হাজির হবে। তবে লঞ্চের আগেই পরবর্তী প্রজন্মের iPhone 16 সিরিজ নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা শুরু হয়ে…

Apple iPhone 15 সিরিজ আর মাস দুয়েকের মধ্যে বাজারে হাজির হবে। তবে লঞ্চের আগেই পরবর্তী প্রজন্মের iPhone 16 সিরিজ নিয়ে প্রযুক্তি মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে। যেমন iPhone 16 Pro Max-এর ক্যামেরা। সূত্রের দাবি সত্যি হলে অ্যাপলের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি এখনও পর্যন্ত সবচেয়ে বড় ক্যামেরা আপডেটের সাথে আসতে পারে। শোনা যাচ্ছে, iPhone 16 Pro Max একটি সুপার টেলিফটো পেরিস্কোপ জুম লেন্স নিয়ে মার্কেটে আসতে পারে।

iPhone 16 Pro Max ফোনে 300mm টেলিফটো লেন্স থাকতে পারে

আইফোন ১৬ প্রো ম্যাক্স ফোনটি সিরিজের স্ট্যান্ডার্ড, প্লাস এবং প্রো মডেলগুলির সাথে আগামী বছরের সেপ্টেম্বর মাসে লঞ্চ হবে বলে আশা করা যায়। ফলে লঞ্চ হতে এক বছরেরও বেশি সময় বাকি রয়েছে। তবে, টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন ইতিমধ্যেই এই আসন্ন ফ্ল্যাগশিপের ক্যামেরা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন।

জানা গিয়েছে, আইফোন ১৬ প্রো ম্যাক্স সুপার টেলিফটো জুম লেন্স অফার করবে। এর আগে কিছু রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে আসন্ন আইফোনগুলিতে একটি পেরিস্কোপ-স্টাইলের টেলিফটো লেন্স থাকবে। এই সুপার টেলিফটো ক্যামেরাটি অত্যাধুনিক পেরিস্কোপ লেন্সও হতে পারে।

উল্লেখযোগ্যভাবে, ক্যামেরা প্রসঙ্গে সুপার এবং আল্ট্রা শব্দটি ৩০০ মিলিমিটারের বেশি ফোকাল লেন্থের লেন্সের জন্য ব্যবহৃত হয়। এটি অ্যাপল অনুরাগীদের জন্য খুবই উত্তেজনাপূর্ণ খবর, কারণ বর্তমান প্রজন্মের আইফোন ১৪ প্রো ম্যাক্স-এ ৭৭ মিলিমিটারের জুম লেন্স রয়েছে। আইফোনে ইতিমধ্যে উপলব্ধ উন্নত পোর্ট্রেট ইমেজিং প্রযুক্তির জন্য এটি একটি শক্তিশালী পোর্ট্রেট ক্যামেরাও হতে পারে।

এছাড়াও, ডিজিট্যাল চ্যাট স্টেশন প্রকাশ করেছেন যে iPhone 16 Pro Max-এ বর্তমান iPhone 14 Pro Max-এর তুলনায় অনেক বড় ক্যামেরা সেন্সর থাকবে। লেটেস্ট মডেলটিতে থাকা সেন্সরের আকার ১/১.২৮ ইঞ্চি। তবে, আগামী বছর আসতে চলা iPhone 16 Pro Max-এ একটি ১/১.১৪ ইঞ্চির সেন্সর থাকবে, যা আগেরটির থেকে ১২% বড়। আবার iPhone 15 Pro Max-এও সম্ভবত তার পূর্বসূরি মডেলের মতো ১/১.২৮ ইঞ্চির সেন্সর ব্যবহার করবে অ্যাপল।

যেটুকু খবর, iPhone 15 Pro Max আইফোন লাইনআপে প্রথম পেরিস্কোপ-স্টাইল লেন্স প্রবর্তন করতে চলেছে। অনুমান করা যায়, iPhone 16 Pro তার পূর্বসূরি iPhone 15 Pro Max-এর মতো পেরিস্কোপ লেন্সটি ব্যবহার করবে। আর Pro Max মডেলে নতুন সুপার টেলিফটো পেরিস্কোপ লেন্স থাকবে।