Apple Event 2024: আজ লঞ্চ হচ্ছে iPhone 16 সিরিজ, ক্যামেরা, ব্যাটারি ও দাম সহ জানুন সবকিছু

Apple আজ 9 সেপ্টেম্বর iPhone 16 সিরিজ লঞ্চ করতে চলেছে। ভারতীয় সময় রাত 10:30 থেকে শুরু হতে চলা It’s Glowtime ইভেন্টে নতুন আইফোন সিরিজের মডেশগুলির…

apple iphone 16 pro max series launch today design display processor camera battery price details

Apple আজ 9 সেপ্টেম্বর iPhone 16 সিরিজ লঞ্চ করতে চলেছে। ভারতীয় সময় রাত 10:30 থেকে শুরু হতে চলা It’s Glowtime ইভেন্টে নতুন আইফোন সিরিজের মডেশগুলির উপর থেকে পর্দা সরানো হবে। অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপল টিভি অ্যাপ ও অ্যাপলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এই ইভেন্টটি লাইভ দেখতে পারেন। আর আইফোন 16 সিরিজের অধীনে মোট চারটি ডিভাইস আজ লঞ্চ হতে পারে – iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max। আসুন iPhone 16 সিরিজ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

iPhone 16 সিরিজের ডিজাইন

ডিজাইনের কথা বললে iPhone 16 সিরিজে নতুন ভার্টিক্যাল ক্যামেরা সেটআপ দেখা যাবে। যেখানে আইফোন 15-এ ছিল ডায়গনাল অ্যারেঞ্জমেট। আর আইফোন 16 প্রো মডেলটি আগের মতো ট্রিপল-ক্যামেরা সেটআপের সাথে আসতে পারে। এদিকে আইফোন 16 সিরিজ হোয়াইট, ব্ল্যাক, ব্লু, গ্রিন এবং পিঙ্ক প্রভৃতি কালার সহ পাওয়া যাবে।

iPhone 16 এর ফিচার এবং স্পেসিফিকেশন

ডিসপ্লে: আইফোন 16 সিরিজের সব মডেলে বড় ডিসপ্লে দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী আইফোন 16 প্রো এর স্ক্রিন সাইজ 6.1 ইঞ্চি থেকে বাড়িয়ে 6.3 ইঞ্চি করা হবে। আর আইফোন 16 প্রো ম্যাক্স এর ডিসপ্লে সাইজ 6.7 ইঞ্চি থেকে বাড়িয়ে 6.9 ইঞ্চি করা হতে পারে। আর আইফোন 16 লাইন-আপে পাতলা বেজেল দেখা যাবে।

প্রসেসর, র‌্যাম ও স্টোরেজ: আইফোন 16 সিরিজে এ18 সিরিজের চিপসেট ব্যবহার করা হবে। সিরিজের সব মডেলে থাকবে 8 জিবি র‌্যাম, যা নতুন অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার সাপোর্টের জন্য আদর্শ। এছাড়া জানা গেছে যে, অ্যাপল, আইফোন 16 লাইনআপের জন্য গ্রাফিন থার্মাল সিস্টেম নিয়ে কাজ করছে। এই প্রযুক্তি ফোনের অতিরিক্ত গরম কমাবে। এদিকে অ্যাপল প্রো মডেলগুলিতে 2TB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে বলে জানা গেছে।

ব্যাটারি: শুধু ডিসপ্লে নয়, iPhone 16 সিরিজের ব্যাটারি ক্যাপাসিটি বাড়ানো হতে পারে। বেস মডেল অর্থাৎ iPhone 16-এ 3,561 এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যেখানে iPhone 16 Plus মডেলে দেওয়া হতে পারে 4,006 এমএএইচ ব্যাটারি। আর iPhone 16 Pro মডেলে পাওয়া যাবে 3,577 এমএএইচ ব্যাটারি। আবার 4,676 এমএএইচ ব্যাটারি সহ আসবে iPhone 16 Pro Max। এদিকে iPhone 16 সিরিজে 40W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 20W ম্যাগসেফ চার্জিং সাপোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: Apple iPhone 16 Launch Today: আজ লঞ্চ হচ্ছে আইফোন 16 সিরিজ, দাম ও লাইভ দেখুন এখান থেকে

ক্যামেরা: iPhone 16 সিরিজের ক্যামেরা আরও ভালো হবে। অ্যাপল তাদের নতুন আইফোনের ক্যামেরায় অ্যান্টি-রিফ্লেক্টিভ অপটিক্যাল লেপ ব্যবহার করবে, যা রোদের মধ্যেও দুর্দান্ত ফটোগ্রাফি অফার করবে। iPhone 16 Pro মডেলে 48 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে, যা কম আলোতে ভালো ছবি তুলতে সাহায্য করবে। আর iPhone 16 Pro Max মডেলে সুপার টেলিফটো পেরিস্কোপ ক্যামেরা দেওয়া হতে পারে। এছাড়া প্রো মডেলগুলিতে 5x অপটিক্যাল জুম সাপোর্ট করবে।

iPhone 16 সিরিজের দাম

iPhone 16 সিরিজের দাম ইতিমধ্যেই সামনে এসেছে। অ্যাপল হাব তাদের প্রতিবেদনে জানিয়েছে, আসন্ন Apple iPhone 16-এর দাম 799 ডলার (প্রায় 67,100 টাকা) থেকে শুরু হতে পারে, অন্যদিকে iPhone 16 Plus এর দাম শুরু হতে পারে 899 ডলার (প্রায় 75,500 টাকা) থেকে। আর Apple iPhone 16 Pro এর 256 জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হতে পারে 1,099 ডলার (প্রায় 92,300 টাকা), এবং iPhone 16 Pro Max এর দাম থাকবে 1,199 ডলার (প্রায় 1,00,700 টাকা) থেকে।

আরও পড়ুন: ক্যামেরার কামাল দেখাবে iPhone 16 Pro সিরিজ, এর আগে কখনও পাননি এই সুবিধা

আর ভারতে iPhone 16 এবং iPhone 16 Plus এর দাম যথাক্রমে 79,900 টাকা এবং 89,900 টাকা থেকে শুরু হবে। আর iPhone 16 Pro এর প্রাথমিক মডেলের দাম 1,34,900 টাকা এবং Pro Max মডেলের বেস ভ্যারিয়েন্টের দাম 1,59,900 টাকা থেকে শুরু হতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন