ছবি কথা বলবে! প্রথমবার iPhone 16 Pro Max ফোনে থাকবে Sony IMX903 ক্যামেরা সেন্সর
Apple iPhone 16 সিরিজের আগমনে এখনো দীর্ঘ ৮ মাস বাকি। কিন্তু ইতিমধ্যেই এই আপকামিং লাইনআপকে নিয়ে নতুন নতুন তথ্য সামনে...Apple iPhone 16 সিরিজের আগমনে এখনো দীর্ঘ ৮ মাস বাকি। কিন্তু ইতিমধ্যেই এই আপকামিং লাইনআপকে নিয়ে নতুন নতুন তথ্য সামনে আসছে। আজ জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (Digital Chat Station) উক্ত সিরিজের টপ-এন্ড মডেলের ক্যামেরা ফিচার প্রকাশ্যে আনলেন। টিপস্টারের রিপোর্ট অনুসারে, Apple iPhone 16 Pro Max মডেলে ১/১.১৪-ইঞ্চি সাইজের ৪৮ মেগাপিক্সেল Sony IMX903 কাস্টমাইজড প্রাইমারি রিয়ার সেন্সর দেওয়া হবে, যাতে ডবল-লেয়ার ট্রানজিস্টর প্রযুক্তি সমর্থন করবে। একই সাথে এই সেন্সরটি ১৪বিট ADC এবং DCG সমর্থন করায়, পূর্বসূরি iPhone 15 Pro Max এর চেয়েও উন্নত ছবির গুণমান অফার করবে বলে দাবি করা হয়েছে।
জানা গেছে, Apple iPhone 16 সিরিজের 'Pro Max' মডেলে একটি পেরিস্কোপ টেলিফটো লেন্সও থাকবে। তবে আসন্ন এই হ্যান্ডসেটের স্ক্রিনের প্রান্তের বক্রতা বৃদ্ধি করার সম্ভাবনা থাকায়, সেন্সরটির ডিজাইনে পরিবর্তন দেখা যেতে পারে।
প্রসঙ্গত অ্যাপল ডিভাইস বিশ্লেষক মিং-চি কুও (Ming-Chi Kuo) জানিয়েছেন, iPhone 16 সিরিজের 'Pro' ভ্যারিয়েন্টগুলি 1MG+7P মোল্ডেড গ্লাস-প্লাস্টিক হাইব্রিড লেন্স মডিউল সহ আসতে পারে। সাথে তিনি আরও দাবি করেছেন যে, iPhone 16 Pro ফোনে ডুয়েল ৪৮ মেগাপিক্সেল রিয়ার সেন্সর এবং একটি ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। যেখানে iPhone 16 Pro Max আসবে ১২০মিমি টেট্রা-প্রিজম টেলিফোটো লেন্সের সাথে, যা কিনা পূর্বসূরি iPhone 15 Pro Max -তেও দেখা গেছে। এছাড়া সিরিজের প্রত্যেকটি মডেল - একটি 6P লেন্স সমন্বিত ২৪ মেগাপিক্সেলের সেলফি সেন্সর অফার করতে পারে৷
খবর পাওয়া যাচ্ছে, টেক জায়ান্টটি 'ওয়ান ট্যাপ ভিডিও শুটিং' -এর সুবিধা দেওয়ার জন্য নোভা নামের একটি অভিনব ক্যামেরা বাটন চালু করার পরিকল্পনা করেছে। ক্যাপাসিটিভ বাটন এবং ফোর্স সেন্সর ফাংশন ব্যবহার করে এই বাটনটি ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা প্রদান করবে, যা সামগ্রিক ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করবে বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max পূর্বসূরির মতোই প্রিমিয়াম গ্রেড ৫ টাইটানিয়াম (Ti-6Al-4V) বডি বিল্ডের সাথে আসবে, যা স্লিক ও টেকসই ডিজাইন অফার করবে। যদিও ডিভাইসগুলির সামগ্রিক নকশায় কিছু ছোটোখাটো পরিবর্তন আনা হতে পারে। আবার নতুন কালার বিকল্পের প্রবর্তনও করতে পারে টিম কুকের সংস্থাটি।
মিং-চি কুও (Ming-Chi Kuo) এবং জেফ পু (Jeff Pu) আসন্ন Apple iPhone 16 সিরিজের অন্যান্য সম্ভাব্য ফিচারও শেয়ার করেছেন। সিরিজের উচ্চতর ডিভাইসগুলি নয়া এ১৮ প্রো চিপ দ্বারা চালিত হবে। ফোনগুলি ওয়াই-ফাই ৭ কানেক্টিভিটি বিকল্প সমর্থন করবে এবং কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স৭৫ মডেম ব্যবহার করা হবে৷ তদুপরি সিরিজটি ৩,৩৫৫ এমএএইচ ক্যাপাসিটির গ্রাফিন-ভিত্তিক নতুন স্ট্যাক ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে, যা সম্ভবত ৪০ ওয়াট ওয়্যারড চার্জিং সাপোর্ট করবে। এছাড়া iPhone 16 Pro-তে ৬.৩-ইঞ্চির এবং iPhone 16 Pro Max ভ্যারিয়েন্টে ৬.৯-ইঞ্চি ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে।