Apple iPhone 16: আর এক মাস! অ্যাপল আইফোন ১৬ সিরিজ লঞ্চ হচ্ছে এই তারিখে

প্রতি বছর সেপ্টেম্বরে নতুন আইফোন লঞ্চ করে থাকে অ্যাপল (Apple)। তাই আগস্টে পা রাখতেই উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। মার্কিন টেক জায়ান্টটি এখনও লঞ্চের দিনক্ষণ ঘোষণা…

Apple Iphone 16 Series To Launch On September 10 Report

প্রতি বছর সেপ্টেম্বরে নতুন আইফোন লঞ্চ করে থাকে অ্যাপল (Apple)। তাই আগস্টে পা রাখতেই উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। মার্কিন টেক জায়ান্টটি এখনও লঞ্চের দিনক্ষণ ঘোষণা করলেও, বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, আইফোন ১৬ (iPhone 16) সিরিজ গত বছরের মতো একই সময়ে রিলিজ হবে। একটি তারিখকে লঞ্চের দিন হিসাবে অস্থায়ীভাবে ধার্য করা হয়েছে বলে শোনা যাচ্ছে, যা হল ১০ সেপ্টেম্বর।

iPhone 16 ডিজাইন

জল্পনা চলছে, অ্যাপল এই বছর আইফোন ১৬ মডেলের ডিজাইনে কিছু বদল আনবে। আইফোন এক্স অথবা আইফোন ১২-এর মতো ভার্টিকাল ক্যামেরা লেআউট দেখা যেতে পারে। এর ফলে আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাস স্পেশিয়াল অডিও সাপোর্ট করবে। এছাড়া, বেস মডেলের মিউট বাটনটি নতুন অ্যাকশন বাটন দিয়ে রিপ্লেস করা হবে। আবার ক্যাপচার বাটনের কথাও শোনা যাচ্ছে, যা ভিডিয়ো রেকর্ড স্টার্ট, জুম ইন-আউট, ও কোনও বস্তুর উপর ফোকাস করতে দেবে।

iPhone 16 প্রসেসর

অ্যাপল এই বছর আইফোন ১৬ সিরিজের প্রতিটি মডেলে এ১৮ প্রসেসর ব্যবহার করতে পারে। এর ফলে প্রতিটি ডিভাইস এআই ক্ষমতার সঙ্গে আসবে। তবে দামী ভ্যারিয়েন্টের তুলনায় বেস ও প্লাস মডেলটির জিপিইউ পারফরম্যান্স সামান্য কম হতে পারে। আইফোন ১৬ সিরিজে র‍্যামের পরিমাণ বাড়ছে। ৬ জিবির পরিবর্তে এবার ৮ জিবি র‍্যাম থাকতে দেখা যাবে।

iPhone 16 ডিসপ্লে ও দাম

অ্যাপল তাদের আইফোন ১৬ ও আইফোন ১৬ মডেলে ৬০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে ধরে রাখবে। বেস মডেলটির দাম ৮০০ ডলার থেকে শুরু হওয়ার সম্ভাবনা। উল্লেখ্য, টেক জায়ান্টটি নতুন ফোনে মাইক্রো লেন্স টেকনোলজি ব্যবহারের মাধ্যমে ব্রাইটনেস উন্নত করার পাশাপাশি পাওয়ার কনজাম্পশন কমিয়ে আনবে বলে খবর পাওয়া গিয়েছে।