DSLR ক্যামেরাকে টেক্কা দিতে এবার Apple iPhone 18 সিরিজে থাকবে ভ্যারিয়েবল অ্যাপারচার ক্যামেরা

Apple iPhone 18 Series Camera - সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে, অ্যাপল আইফোন ১৮ সিরিজে ভ্যারিয়েবল অ্যাপারচার ক্যামেরা দিতে পারে।

Suman Patra 9 Nov 2024 10:54 AM IST

অ্যাপল তাদের আইফোনের ক্যামেরা নিয়ে নিয়মিত পরীক্ষা করে চলেছে। ব্যবহারকারীদের সেরা ক্যামেরা ফোন অফার করতে টেক জায়ান্টটি গত কয়েকবছরে তাদের আইফোনে বিভিন্ন প্রযুক্তি ও ফিচার যোগ করেছে। iPhone 15 Pro Max এর সাথে আমরা পেরিস্কোপ টেলিফটো লেন্স পেয়েছিলাম। এই লেন্স চলতি বছরের iPhone 16 Pro মডেলে ব্যবহার করা হয়। এখন আবার শোনা যাচ্ছে Apple ২০২৬ সালে লঞ্চ হতে চলা iPhone 18 সিরিজে ক্যামেরায় নতুন একটি বৈশিষ্ট্য যোগ করতে চলেছে, যা কম আলোতেও দুর্দান্ত ফটো ক্লিক করতে দেবে।

Apple iPhone 18 সিরিজে থাকবে ভ্যারিয়েবল অ্যাপারচার সিস্টেম

সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে, অ্যাপল আইফোন ১৮ সিরিজে ভ্যারিয়েবল অ্যাপারচার ক্যামেরা দিতে পারে। এই ফিচার আমরা ২০১৮ সালে লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এস৯ ও এস৯ প্লাস মডেলে থাকতে দেখেছিলাম। এরপর থেকে একাধিক স্মার্টফোন ব্র্যান্ড তাদের ফ্ল্যাগশিপ ফোনে ভ্যারিয়েবল অ্যাপারচার ক্যামেরা সিস্টেম ব্যবহার করেছে বা এখনও করছে। শাওমি ১৪ প্রো ও শাওমি ১৪ আল্ট্রা মডেলে এই প্রযুক্তি ছিল।

তবে এই ভ্যারিয়েবল অ্যাপারচার ক্যামেরা কেবল মাত্র আইফোন ১৮ প্রো সিরিজে থাকবে বলেই রিপোর্টে জানানো হয়েছে। এর আগেও আমরা অ্যাপলকে এই কাজ করতে দেখেছি। প্রো মডেলের জন্য তারা এক্সক্লুসিভ ফিচার রাখে। এরফলে বেস ও প্রো মডেলের মধ্যে পার্থক্য তৈরি হয়।

Apple iPhone 18 সিরিজের ভ্যারিয়েবল অ্যাপারচার ক্যামেরা সিস্টেম কি সুবিধা দেবে?

আমরা এতদিন ভ্যারিয়েবল অ্যাপারচার ক্যামেরা সিস্টেম নিয়ে মানুষকে কথা বলতে শুনিনি কারণ স্যামসাং বা শাওমি এই ফিচার ব্যবহার করার কারণে ক্যামেরায় বিরাট কোনো উনতি আনতে পারেনি। তবে অ্যাপল এবার iPhone 18 সিরিজের জন্য একে অন্যতম ফিচার হিসেবে ব্যবহার করতে চাইছে। আর তার জন্য ক্যামেরা সেন্সর নির্মাতাদের থেকে স্যাম্পেল সংগ্রহ করছে।

এখন প্রশ্ন আসতে পারে ভ্যারিয়েবল অ্যাপারচার ক্যামেরা আসলে কি? সেক্ষেত্রে জানিয়ে রাখি, ভ্যারিয়েবল অ্যাপারচার আসলে বিভিন্ন লাইটিং কান্ডিশনে ক্যামেরাকে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। এই এই কাজ করতে ফিচারটি প্রয়োজন মতো লেন্স আগে পিছু করে বেশি বা কম আলো গ্রহণ করায়।

প্রিমিয়াম DSLR ক্যামেরায় এই ফিচার ইতিমধ্যেই উপলব্ধ। এছাড়া অ্যান্ড্রয়েড ফোন ব্র্যান্ডগুলিও ভ্যারিয়েবল অ্যাপারচার ক্যামেরা সিস্টেম ব্যবহার করতে শুরু করেছে। তবে অ্যাপল একে আরও উন্নত করতে চায়। এই ফিচারের কারণে কম আলোতেও দুর্দান্ত ফটো উঠবে। এছাড়া যেখানে পর্যাপ্ত আলো আছে‌ সেখানে ফটো তোলার সময় আরও বেশি নিয়ন্ত্রণ পাওয়া যাবে।

Show Full Article
Next Story