ভারতকেই পাখির চোখ Apple এর, এদেশে iPhone এর চাহিদা দেখে প্রশংসা না করে পারলেন না টিম কুক

ভারতে iPhone এর চাহিদা যে দিন কে দিন বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি Apple সিইও টিম কুকের (Tim Cook) ভারতে...
SUPARNA 4 Nov 2023 8:25 PM IST

ভারতে iPhone এর চাহিদা যে দিন কে দিন বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি Apple সিইও টিম কুকের (Tim Cook) ভারতে আইফোন বিক্রির সেলস পারফরম্যান্স নিয়ে করা পোস্টেও সেই তথ্য উঠে এল। তিনি জানিয়েছেন, সামগ্রিক আয়ের দিক থেকে সংস্থা খারাপ ফল করলেও গত ত্রৈমাসিকে Apple ভারতে তাদের ফোন বিক্রির নয়া রেকর্ড স্থাপন করেছে। ভারতের মতো একটি 'অ্যান্ড্রয়েড' মোবাইল ব্যবহারকারী দেশে আইফোনের রেকর্ড-ব্রেকিং সেলস পারফরম্যান্স গড়ে তোলার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছেন টিম কুক। কেননা উর্দ্ধমুখী বিক্রয় সূচক, ভারতে Apple -এর ব্যবসায়িক বৃদ্ধি সুনিশ্চিত করছে বলেই তিনি মনে করেন৷

টিম কুক তার পোস্টে আরো উল্লেখ করেছেন যে, "চলতি বছরের শুরুতে মুম্বাই এবং নয়াদিল্লিতে অ্যাপলের যে দুটি রিটেল স্টোরের উদ্বোধন করা হয়েছে, উভয়ই বিক্রয়ের নিরিখে প্রত্যাশার থেকে অধিক ভালো পারফরম্যান্স দিয়েছে। এই দুটি অফলাইন স্টোর মাত্র কয়েক মাস হল চালু হয়েছে। তবে প্রথম দিন থেকেই উভয় স্টোরে ক্রেতাদের আনাগোনা নজরে পড়ার মতো। ”

এদিকে কাউন্টারপয়েন্ট রিসার্চ পোর্টালের একটি সাম্প্রতিক সার্ভে অনুসারে, ২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিকে অ্যাপল ভারতে সর্বোচ্চ আয় করেছে। এই পরিসংখ্যান সংস্থাটির অন্যান্য বৈশ্বিক বাজারকেও ছাড়িয়ে গেছে। মূলত গত জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আইফোন বিক্রয়ের পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়েছে যে, এই সময়ে অ্যাপলের বাৎসরিক (YoY) বৃদ্ধি ৩৪% ছাড়িয়ে গেছে। শুধু তাই নয়, এই একই ত্রৈমাসিকে সংস্থাটি সর্বোচ্চ অর্থাৎ ২৫ লাখ (২.৫ মিলিয়ন) -এরও বেশি আইফোন বিক্রি করেছে।

ভারতের বাজারে এরূপ দুর্দান্ত সাফল্য পাওয়ার দরুন Apple এর সিএফও লুকা মায়েস্ত্রি (Luca Maestri), আরো সাশ্রয়ী ইনস্টলমেন্ট প্ল্যান এবং এক্সচেঞ্জ বিকল্প অফার করা হবে বলে ঘোষণা করেছেন।

অন্যদিকে ভারতে Apple এর দ্বি-সংখ্যা সেলস পরিসংখ্যান বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে টিম কুক মন্তব্য করেছেন যে, "ভারত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বাজার এবং তাই ভারতকে এই মুহূর্তে প্রাথমিক ফোকাস হিসাবে দেখবে Apple।"

ভারতে অন্যান্য Apple প্রোডাক্টের বিক্রি কেমন ছিল?

সাম্প্রতিক একটি ফিন্যান্সিয়াল পারফরম্যান্স রিপোর্ট অনুযায়ী, Apple MacBook এবং iPad এর মথো প্রোডাক্টগুলি আইফোনের তুলনায় যথেষ্টই কম বিক্রি হয়েছে। এক্ষেত্রে ম্যাকবুকের ইয়ার-অন-ইয়ার রেভেনিউ ৩৪% হ্রাস পেয়েছে। একইভাবে, আইপ্যাডের ক্ষেত্রে সংস্থাটির বার্ষিক আয় ১০% কমেছে।

Show Full Article
Next Story