কম দামের iPhone SE 4 ফোনেও এবার iPhone 14 এর মতো ডিজাইন ও লেটেস্ট প্রসেসর
৭০,০০০-৮০,০০০ টাকা খরচ করে iPhone 14 বা 15 মডেল কেনা অনেকের পক্ষেই সম্ভব হয়না। এদিকে মধ্যবিত্ত শ্রেণীকে অবহেলা করা মানে...৭০,০০০-৮০,০০০ টাকা খরচ করে iPhone 14 বা 15 মডেল কেনা অনেকের পক্ষেই সম্ভব হয়না। এদিকে মধ্যবিত্ত শ্রেণীকে অবহেলা করা মানে সেলে প্রভাব পড়া। যেকারণে টেক জায়ান্ট Apple সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট ক্রেতাদের কথা ভেবে ২০১৬ সালে 'SE' সিরিজের ঘোষণা করেছিল। যদিও আলোচ্য সিরিজের মডেলগুলি মূল আইফোনের তুলনায় কিছুটা ভিন্ন ডিজাইন অফার করায়, অনেকেই এগুলি কিনতে খুব একটা আগ্রহ দেখায় না। আর এই তথ্য সামনে আসার পরই একটু নড়েচড়ে বসেছে টিম কুকের সংস্থাটি। জানা গেছে, Apple এমন একটি SE-সিরিজের ফোন লঞ্চ করতে চলেছে যার দাম সাশ্রয়ী তো হবেই, পাশাপাশি iPhone 14 -এর অনুরূপ ডিজাইন ও প্রসেসর সহ আসবে। এমনকি iPhone 15 মডেলের থেকেও কিছু ফিচার ধার করতে পারে আসন্ন এই মডেল।
এই 'বাজেট ফ্রেডলি' মডেলটি Apple iPhone SE 4 নামে আসবে। হালফিলে এক ইউটিউবারের সৌজন্যে এর একটি কনসেপ্ট রেন্ডার সামনে এসেছে। যার দরুন Apple iPhone SE 4 ফোনের বেশকয়েকটি সম্ভাব্য ফিচার ফাঁস হয়েছে।
Apple iPhone SE 4 মডেলের কনসেপ্ট রেন্ডার প্রকাশ্যে এল
4RMD নামের একজন ইউটিউবের তথা ডিজাইনার হালফিলে, আসন্ন অ্যাপল আইফোন এসই ৪ মডেলের একটি কনসেপ্ট রেন্ডার প্রকাশ্যে নিয়ে এসেছে। যাতে দাবি করা হয়েছে যে, সাশ্রয়ী মূল্যের এই আইফোনে বিদ্যমান আইফোন ১৪ মডেলের ন্যায় ডিজাইন দেখা যাবে। অর্থাৎ এতে আর কোনো টাচ আইডি বাটন বা পুরু বেজেল নজরে পড়বে না। আবার সদ্য লঞ্চ হওয়া আইফোন ১৫ সিরিজের থেকে অনুপ্রেরণা নিয়ে এই এসই-সিরিজের হ্যান্ডসেটে 'অ্যাকশন বাটন' এবং ইউএসবি টাইপ-সি পোর্ট দেওয়া হবে।
ফাঁস হওয়া রেন্ডার ভিডিও-তে আরো দেখা গেছে যে, অ্যাপল আইফোন এসই ৪ আধুনিক ডিজাইনের সাথে আসবে। যদিও একটা নেতিবাচক দিক হল, পূর্বসূরিদের মতো এর ব্যাক প্যানেলেও একটি ক্যামেরা থাকবে। মনে করা হচ্ছে, এই ক্যামেরার রেজোলিউশন ৪৮ মেগাপিক্সেল হবে, যা ৪কে ভিডিও রেকর্ড করতে পারবে।
এছাড়াও কনসেপ্ট ভিডিওতে দাবি করা হয়েছে যে, আপকামিং এই আইফোনে ৬.১-ইঞ্চির OLED টাচস্ক্রিন এবং ৩,২৪০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি মিলবে। এটি সম্ভবত আইফোন ১৪ সিরিজের উচ্চতর মডেল এবং আইফোন ১৫ / ১৫ প্লাস মডেলের ন্যায় ৪এনএম প্রসেসিং নোড ভিত্তিক এ১৬ বায়োনিক চিপসেটের সাথে লঞ্চ হবে। এই খবর সত্যি হলে, iPhone SE 4 মডেলটি নতুন আইফোনগুলির ন্যায় একসমান পারফরম্যান্স অফার করবে।