iPhone SE 4: অ্যাপলের চমক, সস্তায় আনছে বড় আইফোন, লঞ্চের আগেই ডিজাইন প্রকাশ
iPhone অত্যাধুনিক হার্ডওয়্যার, ক্যামেরা ও স্টাইলিশ ডিজাইন অফার করে বলে স্বাভাবিকভাবেই ব্যয়বহুল। ফলে শখ থাকলেও, অনেকের...iPhone অত্যাধুনিক হার্ডওয়্যার, ক্যামেরা ও স্টাইলিশ ডিজাইন অফার করে বলে স্বাভাবিকভাবেই ব্যয়বহুল। ফলে শখ থাকলেও, অনেকের পক্ষে আইফোন সাধ্যে কুলিয়ে ওঠে না। যদিও, মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতাদের আইওএস (iOS) ইকো-সিস্টেমে প্রবেশ করার একটি সাশ্রয়ী রাস্তাও রয়েছে। সেটি হল Apple iPhone SE সিরিজ, যা মূলত মিড-রেঞ্জ সেগমেন্টকে উদ্দেশ্য করে কোম্পানির তরফে ২০১৬ সালে চালু করা হয়েছিল। এই সিরিজের সর্বশেষ মডেলটি হল গত বছর লঞ্চ করা iPhone SE 3। এদিকে অ্যাপল কিছুদিন ধরেই একটি নতুন iPhone SE মডেলের ওপর কাজ করছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সংস্থা কিছু না বললেও, এখন নতুন কনসেপ্ট রেন্ডার থেকে অনলাইনে iPhone SE 4-এর ডিজাইন ফাঁস হয়েছে।
Apple iPhone SE 4-এর ডিজাইনের মিল থাকতে পারে iPhone 14-এর সাথে
অ্যাপলট্র্যাক এবং কনসেপ্ট সেন্ট্রাল যৌথভাবে অ্যাপল আইফোন এসই ৪-এর কনসেপ্ট রেন্ডার শেয়ার করেছে। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, নতুন প্রজন্মের এসই মডেলে আইফোন ১৪-এর মতো ডিজাইন দেখা যাবে৷ ডিভাইসটিতে ফেস আইডি প্রযুক্তির জন্য বড় নচ এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত থাকবে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়৷ আর এখন, লেটেস্ট আইফোন এসই ৪-এর কনসেপ্ট রেন্ডার ডিজাইনের সেই বৈশিষ্ট্যগুলিকেই প্রদর্শন করেছে৷
রেন্ডার অনুযায়ী, অ্যাপল আইফোন এসই ৪-এর সামনের অংশটি ফ্ল্যাট এজ এবং গোলাকার কোণগুলির সাথে একদম আইফোন ১৪-এর মতো দেখতে হবে। এই মডেলটিতে ৬.১ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে বলে জানা গেছে, যদিও এটি ১২০ হার্টজ প্রোমোশন প্রযুক্তি সাপোর্ট করে কিনা, তা স্পষ্ট নয়। মার্কিন কোম্পানিটি আইফোন থেকে ডিসপ্লে নচ সরিয়ে দিলেও, এসই মডেল আপাতত এই ডিজাইন ধরে রাখবে বলেই আশা করা হচ্ছে। কেননা, এটি অ্যাপল আইফোনের একটি সাশ্রয়ী মূল্যের বিকল্প।
এছাড়া, iPhone SE 4-এর রিয়ার প্যানেলে একটি সিঙ্গেল ক্যামেরা সেন্সর আছে বলে মনে করা হচ্ছে। যা ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। হ্যান্ডসেটটির আরেক উল্লেখযোগ্য ডিজাইন এলিমেন্ট হল ইউএসবি টাইপ-সি পোর্ট, যা ফোনের নীচের অংশে অবস্থান করবে। এদিক থেকে হ্যান্ডসেটটি আবার লেটেস্ট Apple iPhone 15 লাইনআপের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। iPhone SE 4 আগামী বছরের শেষের দিকে বা ২০২৫ সালের প্রথম দিকে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। তাই আগামী দিনে ধীরে ধীরে iPhone SE 4 সম্পর্কে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।