সস্তা iPhone SE 4 কেনার জন্য বসে আছেন? কবে লঞ্চ হবে দেখে নিন, থাকবে Apple এর নিজস্ব 5G মডেম
বিভিন্ন সময় গুঞ্জন শোনা গেলেও চলতি বছরে Apple কে iPhone SE সিরিজের নতুন মডেল নিয়ে কোনো কথা বলতে শোনা যায়নি। একপ্রকার...বিভিন্ন সময় গুঞ্জন শোনা গেলেও চলতি বছরে Apple কে iPhone SE সিরিজের নতুন মডেল নিয়ে কোনো কথা বলতে শোনা যায়নি। একপ্রকার সবাই নিশ্চিত যে, ২০২৩ সালে iPhone SE 4 লঞ্চ হচ্ছে না। তবে আশা করা হচ্ছিল যে, আগামী বছরে সম্ভবত নতুন সস্তা আইফোন মডেল বাজারে পা রাখবে। যদিও নতুন একটি রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালেও iPhone SE 4 এর দেখা মিলবে না।
iPhone SE 4 ডেভেলপের কাজ পিছিয়ে দিয়েছে Apple
অ্যাপলের সাপ্লাই চেনের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এক Barclay অ্যানালিস্ট সম্প্রতি এমনটাই দাবি করেছেন। তিনি বলেছেন, iPhone নির্মাতা সংস্থাটি এখন নিজস্ব 5G মডেম তৈরিতে ব্যস্ত। অর্থাৎ ভবিষ্যতের আইফোনে আমরা আর কোয়ালকমের 5G মডেম দেখবো না, পরিবর্তে Apple এর নিজস্ব মডেম থাকবে।
আর এই কারনেই আইফোন এসই ৪ আগামী বছরেও লঞ্চ হবে না। কারণ অ্যাপল চাইছে তাদের নিজস্ব মডেমের সাথে এই কম দামী মডেলকে বাজারে আনতে। কিন্তু এই ৫জি মডেমের উৎপাদন শুরু হবে ২০২৫ সালে। যদিও এর আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, আইফোন এসই ৪ ডিভাইসটি ২০২৪ সালে ওলেড ডিসপ্লে প্যানেল ও সংস্থার নিজস্ব মডেম সহ আত্মপ্রকাশ করবে।
তবে নতুন রিপোর্টকে বিশ্বাস করলে, iPhone SE 4 একসাথে iPhone 16 সিরিজের সাথে ২০২৫ সালে লঞ্চ হতে পারে। অর্থাৎ অ্যাপলের সস্তা আইফোন মডেল পেতে প্রায় দুই বছর আমাদের অপেক্ষা করতে হবে। ২০২২ সালে এই সিরিজের শেষ মডেলটি এসেছিল।