সস্তা Apple iPhone SE ও iPad Pro 12.9 এখন ভিন্টেজ প্রোডাক্ট, আর কিনতে পারবেন?

Apple আজ আরও দুটি ডিভাইসকে ‘ভিন্টেজ’ (vintage) তালিকাভুক্ত করলো। এই দুটি ডিভাইসের মধ্যে প্রথমটি, ২০১৬ সালে আত্মপ্রকাশ করা প্রথম প্রজন্মের iPhone SE। আর আরেকটি ডিভাইস…

Apple আজ আরও দুটি ডিভাইসকে ‘ভিন্টেজ’ (vintage) তালিকাভুক্ত করলো। এই দুটি ডিভাইসের মধ্যে প্রথমটি, ২০১৬ সালে আত্মপ্রকাশ করা প্রথম প্রজন্মের iPhone SE। আর আরেকটি ডিভাইস হল দ্বিতীয় প্রজন্মের iPad Pro 12.9, যেটি ২০১৭ সালে লঞ্চ হয়।

জানিয়ে রাখি, টিম কুকের সংস্থাটি তাদের পুরোনো প্রোডাক্টগুলিকে মোট ২টি ক্যাটাগরিতে ভাগ করে থাকে, যথা – ‘ভিন্টেজ’ (vintage) এবং ‘অবসোলেট’ (obsolete)। এক্ষেত্রে যে প্রোডাক্টগুলি ৫ থেকে ৭ বছরের মধ্যে লঞ্চ হয়েছে এবং বিক্রির জন্য আর উপলব্ধ নেই, সেগুলিকে ‘ভিন্টেজ’ হিসাবে চিহ্নিত করা হয়। অন্যদিকে, যে প্রোডাক্টগুলির ৭ বছরেরও বেশি আগে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলি ‘অবসোলেট’ হিসাবে বিবেচিত হয়। এক্ষেত্রে, অবসোলেট ক্যাটাগরির ডিভাইসগুলির জন্য একটা নির্দিষ্ট সময়ের পর সংস্থাটি হার্ডওয়্যার সংক্রান্ত পরিষেবাও বন্ধ করে দেয়। বিপরীতে, ভিন্টেজ পণ্যগুলি পরবর্তী সময়েও অপারেটিং সিস্টেম বা সফ্টওয়্যার আপডেট পায়, কিন্তু লেটেস্ট ডিভাইসগুলির তুলনায় সেই সংখ্যা খুব কমই হয়। এছাড়া ভিন্টেজ প্রোডাক্টের সাথেও অন্যান্য কোনো পরিষেবা উপলব্ধ থাকে না৷

এক্ষেত্রে, ২০১৬ সালে লঞ্চ হওয়া মূল iPhone SE মডেল ২০১৮ সাল পর্যন্ত বাজারে বিক্রি হয়েছিল। অতএব স্বাভাবিকভাবেই আলোচ্য ফোনের পাশে ‘ভিন্টেজ’ ট্যাগ পড়েছে। আর iPad Pro 12.9 ট্যাবলেট এই মুহূর্তে বাজারে বিক্রি না হওয়ায়, এটিও ‘ভিন্টেজ’ ডিভাইসে পরিণত হয়েছে।

‘ভিন্টেজ’ এবং ‘অবসোলেট’ বিভাগের মধ্যে পার্থক্য তো আমরা আগেই বলেছি। এই মুহূর্তে পুরোনো প্রজন্মের Apple iPhone SE এবং iPad Pro 12.9 মডেল ভিন্টেজ বিভাগে অন্তর্ভুক্ত হয়েছে। যার অর্থ, ডিভাইস দুটি অফিসিয়াল সাপোর্ট আর পাবে না। তবে হ্যাঁ, ডিভাইসগুলির মেরামতের জন্য খুচরা যন্ত্রাংশের যোগান এখনো দেওয়া হবে। যদি যন্ত্রাংশগুলি উপলব্ধ থাকে তবেই।

Apple আরো জানিয়েছে, এই আইফোন এবং ট্যাবলেটটি সাত বছরের সময়সীমা পেরিয়ে গেলেই কিন্তু ‘অবসোলেট’ হিসাবে চিহ্নিত করা হবে। একইসাথে বর্তমানে যেটুকু পরিষেবা দেওয়া হচ্ছে, তাও তখন বন্ধ করে দেওয়া হবে৷

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন