Apple iPhone: আইফোনে বড় চমক, বাজার কাঁপাতে অদৃশ্য ক্যামেরায় বাজি ধরছে অ্যাপল

স্মার্টফোন ইউজারদের ফুল স্ক্রিন অভিজ্ঞতা প্রদান করার জন্য আন্ডার-ডিসপ্লে ক্যামেরা একটি কার্যকরী প্রযুক্তি। ফোনের ফ্রন্ট ক্যামেরাটিকে ডিসপ্লের নীচে স্থাপন করে স্ক্রিনকে সম্পূর্ণরূপে নচ ও কাটআউট…

স্মার্টফোন ইউজারদের ফুল স্ক্রিন অভিজ্ঞতা প্রদান করার জন্য আন্ডার-ডিসপ্লে ক্যামেরা একটি কার্যকরী প্রযুক্তি। ফোনের ফ্রন্ট ক্যামেরাটিকে ডিসপ্লের নীচে স্থাপন করে স্ক্রিনকে সম্পূর্ণরূপে নচ ও কাটআউট থেকে মুক্ত করাই এই প্রযুক্তির মূল উদ্দেশ্য। একাধিক স্মার্টফোন নির্মাতা এই প্রযুক্তির ওপর কাজ করে চলেছে। তবে, এখনও পর্যন্ত কয়েকটি ফোনেই আন্ডার ডিসপ্লে ক্যামেরার দেখা মেলে। কেননা এর সাথে জড়িত জটিলতার জন্য এটি বিভিন্ন ব্র্যান্ড দ্বারা ব্যাপকভাবে গৃহীত হয়নি। ফলে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা এখনও স্মার্টফোনে খুব একটা দেখা যায় না। তবে এখন শোনা যাচ্ছে যে, বিখ্যাত মার্কিন প্রযুক্তি সংস্থা, অ্যাপল (Apple) তাদের আইফোনের জন্য আন্ডার-ডিসপ্লে ক্যামেরার ওপর কাজ শুরু করেছে, যা ভবিষ্যতে একটি অল-স্ক্রিন বেজেল-বিহীন আইফোন তৈরির পথ প্রশস্ত করবে।

Apple আন্ডার ডিসপ্লে ক্যামেরার সাথে iPhone-কে ‘অল-স্ক্রিন’ করে তুলতে পারে

অ্যাপল এ বছর সমগ্র আইফোন ১৫ লাইনআপে ডায়নামিক আইল্যান্ড ডিজাইন ব্যবহার করে চিরাচরিত বক্সি নচকে বিদায় জানিয়েছে। আবার, পরবর্তী আইফোন এসই মডেলেও একই পিল-আকৃতির কাটআউট থাকবে বলে আশা করা হচ্ছে। এখন, দ্য ইলেক-এর একটি রিপোর্ট থেকে জানা গেছে যে, অ্যাপল আগামী দিনের আইফোনগুলিতে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করে ডায়নামিক আইল্যান্ডকেও পুরোপুরি সরিয়ে ফেলার পরিকল্পনা করছে। উল্লেখ করা হয়েছে, অ্যাপলের কোরিয়ান সাপ্লায়ার এলজি ইনোটেক (LG Innotek) একটি আন্ডার-প্যানেল ক্যামেরা (UPC) সিস্টেমের ডেভেলপমেন্ট শুরু করেছে।

জানিয়ে রাখি, ইউপিসি-এর প্রধান সমস্যা হল সাধারণ সেলফি ক্যামেরার তুলনায় লাইট ট্রান্সমিশনের কম হওয়া। সহজ কথায় বললে, ডিসপ্লে এরিয়ার মধ্য দিয়ে কম আলো যাওয়ার কারণে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা নিম্ন মানের ছবি প্রদান করে। এটির সাথে মোকাবেলা করার জন্য, এলজি ইনোটেক একটি বিশেষ লেন্স সিস্টেমের ওপর কাজ করছে বলে জানা গেছে, যার নাম ‘ফ্রিফর্ম অপটিক’। কোরিয়ান সরবরাহকারীর এই সলিউশনটি পেরিফেরাল লেন্সের পুরুত্ব নিয়ন্ত্রণ করবে, যা ডিস্টরশন হ্রাস করবে এবং অপটিক্যাল মডিউলের চারপাশে আলো-তীব্রতার অনুপাত বাড়াবে।

তবে, রিপোর্টে বলা হয়েছে যে আইফোন লাইনআপে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা প্রযুক্তি পাওয়ার জন্য স্মার্টফোন ইউজারদের এখনও বেশ কয়েক বছর অপেক্ষা করতে হবে। অ্যাপল ২০২৫ সালের iPhone 17-এ আন্ডার-প্যানেল ফেস আইডি প্রযুক্তি ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে। আর আন্ডার প্যানেল ক্যামেরা সহ প্রথম অল-স্ক্রিন আইফোন সম্ভবত ২০২৭ সালে iPhone 19-এর সাথে আত্মপ্রকাশ করবে।