ফের Samsung-কে গোল দিল Apple! Made in India স্মার্টফোন রপ্তানিতে নতুন রেকর্ড সংস্থার

বাজারে সেরা হওয়ার ইঁদুরদৌড়ে Apple ও Samsung প্রতিনিয়তই মেতে থাকে। বিভিন্ন নতুন প্রোডাক্ট ও প্রযুক্তি এনে বিশ্বব্যাপী জনপ্রিয় দুটি সংস্থাই একে অপরকে মাত্ দিয়ে বাজি…

বাজারে সেরা হওয়ার ইঁদুরদৌড়ে Apple ও Samsung প্রতিনিয়তই মেতে থাকে। বিভিন্ন নতুন প্রোডাক্ট ও প্রযুক্তি এনে বিশ্বব্যাপী জনপ্রিয় দুটি সংস্থাই একে অপরকে মাত্ দিয়ে বাজি হাতে পেতে চায়। এক্ষেত্রে ভারতে Samsung-এর শিকড় বেশ পুরোনো এবং মজবুত, যদিও সাম্প্রতিক বছরগুলিতে মার্কিনি Apple এদেশে ক্রমাগত বিনিয়োগ করে চীনের উপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে। এমনকি বিগত কয়েকমাস ধরে, ভারতে iPhone তৈরিও শুরু করেছে অ্যাপল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, ‘মেড ইন ইন্ডিয়া’ iPhone এখন অন্যান্য জায়গায় রপ্তানি হচ্ছে – এমনকি বিশ্ববাজারে ভারতে তৈরি প্রিমিয়াম স্মার্টফোন সরবরাহের নিরিখে সম্প্রতি Samsung-কে পেছনে ফেলে এক নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছে Apple।

পেছনে Samsung, এই বছর যেন Apple-এরই!

এর আগে আমরা একটি রিপোর্টে দেখেছিলাম যে, স্যামসাংকে কিস্তিমাত করে অ্যাপল, বিশ্বের সেরা স্মার্টফোন ব্র্যান্ডের জায়গা নিয়েছে। এখন সাম্প্রতিক রিপোর্ট বলছে, গত জুন ত্রৈমাসিকে ‘মেড ইন ইন্ডিয়া’ মোবাইল রপ্তানি বা এক্সপোর্টের ক্ষেত্রেও অ্যাপল সবার শীর্ষে রয়েছে। ভারত থেকে স্মার্টফোন রপ্তানির ক্ষেত্রে, অ্যাপল এই প্রথমবারের মতো স্যামসাংকে ছাড়িয়ে গেছে – জুন প্রান্তিকে সংস্থাটি ৪৯% শিপমেন্ট বাইরে পাঠিয়েছে, যেখানে স্যামসাংয়ের শেয়ার ছিল মাত্র ৪৫ শতাংশ।

গত ৬ বছর ধরে ভারতে তৈরি হচ্ছে Apple iPhone

অ্যাপল, ২০১৭ সাল থেকে ভারতে আইফোন তৈরি শুরু করে। সংস্থাটি প্রথমে এদেশে iPhone SE model তৈরি করেছিল। তারপর গতবছর অর্থাৎ ২০২২ সাল থেকে তারা iPhone 14-এর পুরোনো মডেল তৈরি করছে। এবার কোম্পানি ভারতে লেটেস্ট iPhone 15 সিরিজ ম্যানুফ্যাকচারের কাজে হাত দেবে বলে ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, অ্যাপলের ভারতে আইফোন তৈরিতে ক্রমাগত বিনিয়োগের কারণ তারা আমাদের দেশকে এখন সেরা বাজার হিসেবে বিবেচনা করছে। এর পিছনে দুটি কারণ রয়েছে – প্রথমত, ভারতে স্মার্টফোন তৈরি করা সস্তা। এছাড়াও, ভারত সরকার স্থানীয়ভাবে স্মার্টফোন তৈরিতে অনেক স্কিম কাজে লাগানোর সুযোগ দিচ্ছে। দ্বিতীয় কারণ হল, ভারত নিজেই স্মার্টফোনের একটি বড় বাজার।