চাহিদা কমছে iPhone-এর? ছয় বছরে প্রথমবার লোকসানের মুখে Apple

প্রিমিয়াম ডিভাইস নির্মাতা এবং বড় প্রযুক্তি সংস্থা হিসেবে Apple-এর বিশ্বব্যাপী খ্যাতি দিন-দিন বেড়েই চলেছে। কিন্তু এত জনপ্রিয়তা সত্ত্বেও এবার (পড়ুন নতুন বছরে) যেন একটু ধাক্কা…

প্রিমিয়াম ডিভাইস নির্মাতা এবং বড় প্রযুক্তি সংস্থা হিসেবে Apple-এর বিশ্বব্যাপী খ্যাতি দিন-দিন বেড়েই চলেছে। কিন্তু এত জনপ্রিয়তা সত্ত্বেও এবার (পড়ুন নতুন বছরে) যেন একটু ধাক্কা খেয়েছে আধ খাওয়া আপেলের লোগোযুক্ত মার্কিনি কোম্পানিটি, বিগত ৬ বছরে প্রথমবার তারা লোকসানের মুখে পড়েছে। সম্প্রতি Apple-এর সিইও টিম কুক স্বয়ং জানিয়েছেন যে, কোম্পানি বিগত কয়েক বছরে ব্যবসায়িক ফ্রন্টে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। যেমন, চীনে কোভিড সংক্রান্ত বিধিনিষেধের কারণে তাদের উৎপাদন কমে গেছে। অন্যদিকে স্ট্যাটাস সেগমেন্ট হিসেবে পরিচিত iPhone-ও বিশ্ববাজারে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে, যার কারণে Apple-এর ব্যবসায় বড় প্রভাব পড়েছে। কমেছে সংস্থার আয়ও। তবে Apple-এর এই ক্ষতিতে ভারতের কোনো ভূমিকা নেই, বরঞ্চ এদেশের বাজারে সংস্থাটি বেশ লাভজনক পরিস্থিতিই উপভোগ করছে।

৬ বছরে সবচেয়ে বড় লোকসান Apple-এর

যেমনটা শুরুতেই বলেছি, অ্যাপল, চলতি বছরের প্রথম প্রান্তিকে ৫ শতাংশ লোকসান করেছে। সংস্থার এই ক্ষতির পরিমাণ গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ। রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে মোট ব্যবসা ১১৭.২ বিলিয়ন ডলারের ব্যবসা করেছে অ্যাপল।

ভারতে প্রোডাক্ট বিক্রি করে রেকর্ড করেছে Apple

বিশ্বের অন্যান্য জায়গায় নানাবিধ ব্যবসায়িক অসুবিধার মুখে পড়লেও, ভারতে বেশ রেকর্ড হারেই প্রোডাক্ট বিক্রি করেছে অ্যাপল। গত এক মাসে তারা এদেশে প্রায় ৮,০০০ কোটি টাকার স্মার্টফোন বিক্রি করেছে। তবে শুধু এই বছর নয়, গত বছরের ডিসেম্বরেও ভারতে রেকর্ড সংখ্যক আইফোন বিক্রি করেছিল অ্যাপল। অর্থাৎ প্রতিকূল পরিস্থিতিতেও ভারত থেকে অ্যাপল বিপুল মুনাফা পাচ্ছে।

সেক্ষেত্রে লাভ পাওয়ার কারণে কোম্পানিটি এখন ভারতে ব্যাপকভাবে বিনিয়োগ করছে। এমনকি অ্যাপল, চীন থেকে ভারতে স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং প্রসেস স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত কার্যকরী হলে অ্যাপলের যেমন ফায়দা হবে, তেমনই ভারতের অর্থনীতিও উপকৃত হবে। এমন পরিস্থিতিতে ভারতে প্রচুর চাকরির সুযোগও তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন