শীর্ষস্থান হারাল Apple, ফের বাজারের সেরা স্মার্টফোন ব্র্যান্ড Samsung
বিশ্বের সেরা ফোন ব্র্যান্ডের শিরোপা হারালো Apple। বিগত কয়েক মাস ধরে টেক জায়ান্টটির ডিভাইস বিক্রির পরিমাণ কমছিল। যেকারণে...বিশ্বের সেরা ফোন ব্র্যান্ডের শিরোপা হারালো Apple। বিগত কয়েক মাস ধরে টেক জায়ান্টটির ডিভাইস বিক্রির পরিমাণ কমছিল। যেকারণে গত বছরের ন্যায় এবছর শীর্ষস্থানটি ধরে রাখতে পারলো না টিম কুকের সংস্থাটি। বিপরীতে Apple এর বিক্রি কমার কারণে প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড স্যামসাং (Samsung) পুনরায় নিজের হারিয়ে ফেলা প্রথম স্থানটি দখল করতে সক্ষম হয়েছে।
গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম 'ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন' (IDC) -এর একটি লেটেস্ট রিপোর্ট অনুসারে, 2024 সালের প্রথম ত্রৈমাসিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের মধ্যে অ্যাপলের বিশ্বব্যাপী স্মার্টফোন চালান হ্রাস পেয়েছে। বিপরীতে, 2024 সালের প্রথম ত্রৈমাসিকে স্যামসাং 'বিশ্বের শীর্ষস্থানীয় ফোন সরবরাহকারী' হওয়ার মুকুট আবারো পুনরুদ্ধার করতে সমর্থ হয়েছে।
রিপোর্টে, টিম কুক পরিচালিত এই টেক জায়ান্টটির শিপমেন্ট কমে যাওয়ার জন্য মূলত দুটি কারণ দায়ী বলে দাবি করা হয়েছে।
- প্রথমত, অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা এখন তুঙ্গে। এরফলে স্যামসাং (Samsung), শাওমি (Xiaomi) -এর মতো সংস্থাগুলি তুলনায় অধিক মার্কেট শেয়ারের সাথে অনেকটাই এগিয়ে আছে। ফলে অন্যান্য ব্র্যান্ডগুলি এদের টক্কর দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এমত অবস্থায়, অ্যান্ড্রয়েড ফোন নির্মাতাদের নিজেদের মধ্যেকার লড়াইয়ের শিকার হচ্ছে আইওএস ডিভাইস নির্মাতা অ্যাপল।
- দ্বিতীয়ত, অ্যাপল বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোনের বাজার চীনে ডিভাইস শিপমেন্ট ও বিক্রির ক্ষেত্রে সম্প্রতি সময়ে ভীষণভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। মূলত চীনে হুয়াওয়ে (Huawei) সংস্থার পুনরুত্থান ঘটায়, প্রতিযোগিতা আরো বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে দেশী ব্রান্ডের প্রোডাক্টের বিক্রি বাড়াতে, বিদেশী সংস্থা নির্মিত ডিভাইসের উপর সরকারি নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। যেকারণে চীনে অ্যাপলের বিক্রি অনেকটাই কমে গেছে।
প্রসঙ্গত IDC-এর ওয়ার্ল্ডওয়াইড মোবিলিটি এবং কনজিউমার ডিভাইস ট্র্যাকারস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট রায়ান রিথ (Ryan Reith) মনে করছেন, স্যামসাং স্মার্টফোন বাজারের পরিবর্তনশীল ডায়নামিক বুঝতে সক্ষম হওয়ায় অ্যাপল -কে হারিয়ে শীর্ষস্থানে উঠে আসতে পেরেছে। উদাহরণ হিসাবে চলতি বছরের শুরুতে লঞ্চ হওয়া Galaxy S24 ফ্ল্যাগশিপ সিরিজের কথা বলেছেন তিনি। এই লাইনআপের ফোনগুলি ক্রেতাদের চাহিদা মাথায় রেখে নিয়ে আসার ফলে লঞ্চ-পরবর্তী সময়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। এমনকি পূর্বসূরি Galaxy S23 সিরিজের তুলনায় 8% অধিক বিক্রি হয়। যার দরুন স্যামসাং 20.8% মার্কেট শেয়ার অর্জন করার মাধ্যমে অ্যাপলকে হারাতে সক্ষম হয়েছে।
রায়ান রিথ আরো দাবি করেছেন যে, অ্যাপল এবং স্যামসাং উভয় ব্র্যান্ড পুরো বছর ধরে হাই-এন্ড স্মার্টফোনের বাজারে দখল করে রাখবে। আর হুয়াওয়ে (Huawei) সহ শাওমি (Xiaomi), ট্রানসিশন (Transsion), ওপ্পো (Oppo), ওয়ানপ্লাস (OnePlus) এবং ভিভো (vivo) সংস্থাগুলি তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্থানের জন্য একে অপরের সাথে লড়াই চালিয়ে যাবে।