Apple এর ট্র্যাক রের্কডের কাছে বাকি সব নস্যি, দশটি আইফোনের মধ্যে আটটিই চলছে লেটেস্ট সফটওয়্যার

অ্যাপল (Apple) আগামী ৫ জুন অ্যাপল পার্কে ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স ২০২৩ (WWDC 2023)-এর আয়োজন করেছে। কোম্পানি...
Ananya Sarkar 3 Jun 2023 3:25 PM IST

অ্যাপল (Apple) আগামী ৫ জুন অ্যাপল পার্কে ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স ২০২৩ (WWDC 2023)-এর আয়োজন করেছে। কোম্পানি এই সম্মেলনে মিক্সড রিয়ালিটি হেডসেটের পাশাপাশি iOS 17, iPadOS 17 এবং WatchOS 10 উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। তার আগে, মার্কিন কোম্পানিটি দাবি করেচে, সারা বিশ্ব জুড়ে ৮১% আইফোন বর্তমানে আইওএস (iOS)-এর লেটেস্ট ভার্সনে চলছে, সেটি হল iOS 16। অ্যাপল আরও বলেছে বিশ্বব্যাপী প্রায় ৭১% আইপ্যাড বর্তমানে iPadOS-এর লেটেস্ট ভার্সন অর্থাৎ iPadOS 16-এ চলছে। এছাড়াও, কোম্পানি iOS 15 এবং iPadOS 15-এর মার্কেট শেয়ার প্রকাশ করেছে।

iOS ও iPadOS-এর লেটেস্ট ও পুরনো ভার্সনের মার্কেট শেয়ার প্রকাশ করেছে অ্যাপল

অ্যাপল প্রকাশ করেছে যে, গ্লোবাল মার্কেটে চালু থাকা আইফোনের ৮১% বর্তমানে আইওএস ১৬ অপারেটিং সিস্টেমে রান করে। অবশিষ্ট ১৯%-এর মধ্যে, প্রায় ১৩% আইফোন ব্যবহারকারী এখনও আইওএস ১৫-এর সাথে আটকে আছেন। যেখানে, ৬% আইফোন ব্যবহারকারী আইওএস ১৪ বা অ্যাপলের স্মার্টফোন অপারেটিং সিস্টেমের পুরাতন সংস্করণ ব্যবহার করছেন।

রিপোর্ট বলছে,, গত চার বছরে লঞ্চ হওয়া আইফোনগুলির মধ্যে প্রায় ৯০% আইওএস ১৬ ভার্সনে আপডেট করা হয়েছে। যেখানে, প্রায় ৮% আইফোন ১১, আইফোন ১২ সিরিজ, আইফোন ১৩ সিরিজ এবং আইফোন ১৪ সিরিজের ব্যবহারকারী আইওএস ১৫ ব্যবহার করছেন এবং এখনও এগুলিকে আইওএস ১৬-এ আপডেট করা হয়নি। আর বাদবাকি ২% এখনও আইওএস ১৪ বা পুরনো আইওএস সংস্করণ ব্যবহার করছে।

আইফোনের জন্য নতুন আইওএস আপডেট রিরিজ করার ক্ষেত্রে অ্যাপলের বেশ ভাল রেকর্ড রয়েছে। জানিয়ে রাখি, ২০১৭ সালে এবং তার পরে লঞ্চ করা সমস্ত অ্যাপল আইফোন মডেল আইওএস ১৬ আপডেটের জন্য যোগ্য। তবে, এটা দেখা যাচ্ছে যে হয় কিছু ব্যবহারকারী তাদের আইফোনগুলিকে আইওএস ১৬-এ আপডেট করতে ইচ্ছুক নয় বা আপডেটটি সম্পর্কে অবগত নয়।

অন্যদিকে, ৭১% আইপ্যাড ব্যবহারকারী তাদের ট্যাবলেটগুলিকে আইপ্যাডওএস-এর লেটেস্ট ভার্সনে আপডেট করেছেন, সেটি হল আইপ্যাড ১৬৷ তবে, প্রায় ২০% আইপ্যাড এখনও আইপ্যাডওএস ১৫ সংস্করণে চলছে৷ রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, ৯% আইপ্যাড ব্যবহারকারীরা আইপ্যাডওএস ১৪ বা আইপ্যাডওএস-এর একটি পুরানো ভার্সন ব্যবহার করছেন৷

এছাড়া, গত চার বছরে লঞ্চ করা আইপ্যাড মডেলগুলির মধ্যে প্রায় ৭৬ শতাংশ iPadOS 16-এর লেটেস্ট সংস্করণে রান করছে। যেখানে, গত চার বছরে চালু হওয়া ১৮% আইপ্যাডগুলি iPadOS 15 ভার্সনে আটকে রয়েছে। আর প্রায় ৬% ব্যবহারকারীদের আইপ্যাড এখনও হয় iPadOS 14 বা আইপ্যাডওএস-এর পুরানো সংস্করণে চলছে৷

Show Full Article
Next Story