Apple iPhone: সাবস্ক্রিপশনের মাধ্যমে আইফোন বিক্রি করবে না অ্যাপল, বন্ধ হতে চলেছে বিশেষ পরিষেবা

সাবস্ক্রিপশনের মাধ্যমে পাওয়া যায় অ্যাপলের হার্ডওয়্যার পার্টস। অ্যাপ সাবস্ক্রিপশনের মতো নির্দিষ্ট কিছু টাকা দিয়ে আইফোন পাওয়া যায়। এবার সেই পরিষেবা বন্ধ করতে চলেছে সংস্থা।

Suvrodeep Chakraborty 20 Dec 2024 1:48 PM IST

আইফোন হার্ডওয়্যার সাবস্ক্রিপশন পরিষেবা বন্ধ করতে চলেছে অ্যাপল। এই পরিষেবার অধীনে মাসে নির্দিষ্ট টাকা দিয়ে নতুন ডিভাইস কেনা যায়। ঠিক অ্যাপ সাবস্ক্রিপশনের মতো। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, ২০২২ সাল থেকে এই পরিকল্পনা বিকাশ করছে সংস্থা। তবে এখন সাবস্ক্রিপশন পরিষেবার ঝাঁপ বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে অ্যাপল।

ব্লুমবার্গের মার্ক গুরম্যানের দাবি, এই পরিকল্পনায় যে দল নিযুক্ত ছিল তাদের বাদ দেওয়া হয়েছে। কর্মীদের অন্যান্য কাজের দায়িত্ব দিয়েছে অ্যাপল। ২০২২ সাল থেকে এই সাবস্ক্রিপশন পরিষেবা নিয়ে কাজ করছে অ্যাপল। নতুন ডিভাইস কেনার জন্য অ্যাপ সাবস্ক্রিপশনের মতো অ্যাপল অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে নির্দিষ্ট টাকা কেটে নেওয়া হয়।

২০২২ সালের শেষের দিকে এটি লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু একাধিক সফটওয়্যার ত্রুটি এবং আইনি কারণে তা পিছিয়ে দেয় সংস্থা। অ্যাপলের আর্থিক পরিষেবার লক্ষ্যমাত্রা অংশ ছিল এই পরিকল্পনা। এই বছর পে লেটার পরিষেবাও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

মার্ক গুরম্যানের রিপোর্ট অনুযায়ী, এই পরিষেবার পরিবর্তে গ্রাহকদের থার্ড পার্টি প্রোগ্রামগুলিতে স্থানান্তরিত করছে অ্যাপল। উল্লেখ্য, হার্ডওয়্যার সাবস্ক্রিপশন পরিষেবাটি সংস্থার বর্তমান আইফোন ক্রয়ের বিকল্পগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। যার মধ্যে রয়েছে ক্যারিয়ার পেমেন্ট প্ল্যান এবং অ্যাপলের নিজস্ব আইফোন আপগ্রেড প্রোগ্রাম, যা সিটিজেন ব্যাংক এনএর-এর সঙ্গে যুক্ত।

গ্রাহকদের ধরে রাখার জন্য EMI প্রোগ্রামের উপর নির্ভর করে এমন ওয়্যারলেস ক্যারিয়ারগুলির সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারে অ্যাপল। সম্প্রতি ক্রেডিট কার্ড সংস্থাগুলির বাই-নাও-পে-লেটার নিয়ে নয়া নিয়ম জারি করেছে কনজিউমার ফাইন্যান্সিয়াল প্রোটেকশন ব্যুরো। যার ফলে প্রভাবিত হতে পারে অ্যাপলের হার্ডওয়্যার সাবস্ক্রিপশন প্রোগ্রাম।

Show Full Article
Next Story